সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

কোনটা সঠিক আর কোনটা ভুল: আপনাকে অবশ্যই যা বাছাই করতে হবে

কোনটা সঠিক আর কোনটা ভুল: আপনাকে অবশ্যই যা বাছাই করতে হবে

আমরা যে-নৈতিক মান অনুযায়ী জীবনযাপন করা বেছে নিই, তা আমাদের জীবনের উপর গভীর প্রভাব ফেলে। যিহোবা তা জানেন আর সেইজন্য তিনি চান, আমরা যেন তাঁর মান অনুযায়ী জীবনযাপন করি।

যিহোবা চান, আমরা যেন সুখী ও শান্তিপূর্ণ জীবন লাভ করি।

“আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, আমি তোমার উপকারজনক শিক্ষা দান করি, ও তোমার গন্তব্য পথে তোমাকে গমন করাই। আহা! তুমি কেন আমার আজ্ঞাতে অবধান কর নাই? করিলে তোমার শান্তি নদীর ন্যায়, তোমার ধার্ম্মিকতা সমুদ্র-তরঙ্গের ন্যায় হইত।”—যিশাইয় ৪৮:১৭, ১৮.

ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন আর তাই তিনি জানেন, কোন পথে চলা আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। তিনি আমাদের তাঁর নির্দেশনা অনুসরণ করার জন্য আমন্ত্রণ জানান কারণ এটা আমাদের ভালোর জন্য। আমরা যখন তাঁর নির্দেশনা অনুযায়ী চলি, তখন আমাদের এই বিষয় নিয়ে দুশ্চিন্তা করতে হয় না যে, আমাদের বাছাই ঠিক না ভুল। আমরা সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে পারি, যেটা আমাদের জীবনে শান্তি ও সুখ এনে দেয়।

যিহোবা আমাদের এমন কিছু করতে বলেন না, যেটা অসম্ভব।

“আমি তোমাকে যে-সমস্ত আজ্ঞা দিচ্ছি, সেগুলো বোঝা তোমার জন্য খুব বেশি কঠিন নয় কিংবা সেগুলো তোমার নাগালের বাইরেও নয়।”—দ্বিতীয় বিবরণ ৩০:১১, NW.

ঈশ্বরের নৈতিক মান অনুযায়ী জীবনযাপন করার জন্য আমাদের হয়তো নিজেদের চিন্তাভাবনা ও কাজে কিছু পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। তবে, যিহোবা আমাদের কাছ থেকে বেশি কিছু আশা করেন না। তিনি আমাদের সৃষ্টিকর্তা আর তিনি জানেন, আমাদের ক্ষমতা কতটুকু। আমরা যত যিহোবা সম্বন্ধে জানব, তত বুঝতে পারব যে, “তাঁর আজ্ঞাগুলো বোঝাস্বরূপ নয়।”—১ যোহন ৫:৩.

যিহোবা সেই ব্যক্তিদের সাহায্য করার প্রতিজ্ঞা করেন, যারা তাঁর মান অনুযায়ী চলা বেছে নেয়।

“আমি সদাপ্রভু তোমার ঈশ্বর তোমার দক্ষিণ হস্ত ধারণ করিব; তোমাকে বলিব, ভয় করিও না, আমি তোমার সাহায্য করিব।”—যিশাইয় ৪১:১৩.

ঈশ্বর যেভাবে চান, আমরা সেই অনুযায়ী জীবনযাপন করতে পারি কারণ তিনি আমাদের সাহায্য করবেন। তিনি তাঁর বাক্য বাইবেলের মাধ্যমে আমাদের সাহায্য দেন আর বাইবেল আমাদের উৎসাহ ও আশা জোগায়।

পৃথিবীব্যাপী লক্ষ লক্ষ লোক বাইবেলের মান অনুযায়ী জীবনযাপন করে তাদের জীবনকে উন্নত করেছে। বাইবেলে যে-ভালো পরামর্শ দেওয়া রয়েছে, সেই সম্বন্ধে আপনিও শিখতে পারেন। চিরকাল জীবন উপভোগ করুন! শিরোনামের বাইবেলভিত্তিক প্রকাশনা দিয়ে আপনি শুরু করতে পারেন, যেটা jw.org ওয়েবসাইটে বিনা মূল্যে পাওয়া যায়। এই ব্রোশারে রয়েছে:

  • কীভাবে আপনি সুখী হতে পারেন?

  • এক অপূর্ব ভবিষ্যতের প্রত্যাশা

  • বাইবেলের উপর আপনি কি বিশ্বাস করতে পারেন?

আপনি যখন ঈশ্বরের বাক্য বাইবেল পড়বেন, তখন আপনি জানতে পারবেন যে, এটা সেকেলে বই নয়; কিন্তু এটা “সবসময় নির্ভরযোগ্য, এখনকার জন্য এবং চিরকালের জন্য।” (গীতসংহিতা ১১১:৮, NW.) আমরা যদি বাইবেলে পাওয়া নৈতিক মান অনুযায়ী চলি, তা হলে আমরা সবচেয়ে ভালো উপায়ে জীবনযাপন করতে পারি। তবে, ঈশ্বর কাউকে তা করার জন্য জোর করেন না। (দ্বিতীয় বিবরণ ৩০:১৯, ২০; যিহোশূয়ের পুস্তক ২৪:১৫) তবে, আমাদের প্রত্যেককে এই বিষয়ে বাছাই করতে হবে।