কোনটা সঠিক আর কোনটা ভুল: যে-নির্দেশনা আমাদের সত্যিই সাহায্য করে
আসুন আমরা জীবনের চারটে ক্ষেত্র বিবেচনা করে দেখি, যেখানে বাইবেল লক্ষ লক্ষ ব্যক্তিকে সাহায্য করেছে।
১. বিয়ে
বিয়ে সম্বন্ধে এবং কীভাবে বিয়েতে সুখী হওয়া যায়, সেই সম্বন্ধে লোকদের ভিন্ন ভিন্ন ধারণা রয়েছে।
বাইবেল যা বলে: “তোমরা প্রত্যেকে নিজ নিজ স্ত্রীকে নিজের মতো ভালোবেসো; আর স্ত্রীর উচিত, যেন সে তার স্বামীকে গভীর সম্মান করে।”—ইফিষীয় ৫:৩৩.
এর অর্থ: ঈশ্বর নিজে বিয়ের ব্যবস্থা করেছেন আর তিনি জানেন, এক দম্পতিকে সুখী হওয়ার জন্য কী করা প্রয়োজন। (মার্ক ১০:৬-৯) একজন ব্যক্তির জীবনে সুখ তখনই আসে, যখন সে নিজের উপর নয় কিন্তু তার বিবাহসাথির উপর মনোযোগ দেয় আর এটা তাদের বিয়েকে শক্তিশালী করতে সাহায্য করে। একজন স্বামী, যিনি তার স্ত্রীকে ভালোবাসেন, তিনি তার যত্ন নেন এবং তার সঙ্গে সদয়ভাবে আচরণ করেন। আর একজন স্ত্রী তার আচার-আচরণ এবং কথাবার্তার দ্বারা প্রমাণ করেন যে, তিনি তার স্বামীকে সম্মান করেন।
বাইবেলের নির্দেশনা উপকার করে: ভিয়েতনামে থাকা কোয়াং ও তার স্ত্রী থিই মনে করেছিলেন, তারা কখনোই সুখী বিবাহিত জীবন উপভোগ করতে পারবে না। প্রায়ই কোয়াং নির্দয় আচরণ করতেন। তিনি বলেন, “আমি আমার স্ত্রীর অনুভূতি সম্বন্ধে কখনোই চিন্তা করতাম না এবং প্রায়ই তাকে অসম্মান করতাম।” থিই বিবাহবিচ্ছেদ করতে চেয়েছিলেন। তিনি বলেন, “আমি মনে করতাম, আমি কখনোই আমার স্বামীকে সম্মান করতে পারব না অথবা তার উপর আস্থা রাখতে পারব না।”
শেষপর্যন্ত তারা জানতে পারেন, বাইবেল এই বিষয়ে কী শিক্ষা দেয় আর কীভাবে তারা তাদের বিয়েতে ইফিষীয় ৫:৩৩ পদের নীতি প্রয়োগ করতে পারে। কোয়াং বলেন, “এই শাস্ত্রপদ আমাকে আরও সদয় হতে সাহায্য করেছে আর এর ফলে আমি আমার স্ত্রীকে আরও ভালোবাসতে পেরেছি এবং সমস্ত দিক দিয়ে তার যত্ন নিতে পেরেছি। যখন আমি এভাবে কাজ করেছি, তখন সে আমাকে ভালোবেসেছে এবং সম্মান করেছে।” থিই বলেন, “আমি যত ইফিষীয় ৫:৩৩ পদের নীতি প্রয়োগ করেছি, ততই আমি আমার স্বামীকে আরও সম্মান করতে পেরেছি, ভালোবাসা ও সুরক্ষা লাভ করেছি এবং শান্তিতে থাকতে পেরেছি।”
বিয়ে সম্বন্ধে আরও তথ্য জানার জন্য jw.org ওয়েবসাইটে গিয়ে ২০১৮ সালের সজাগ হোন! নং ২ পত্রিকাটা পড়ুন, যেটার শিরোনাম হল, “সফল পরিবার গড়ে তোলার ১২ রহস্য।”
২. অন্যদের সঙ্গে আচার-আচরণ
লোকেরা প্রায়ই চেহারা, দেশ, জাতি, ধর্ম অথবা লিঙ্গের ভিত্তিতে অন্য ব্যক্তিদের সঙ্গে খারাপ আচরণ করে থাকে।
বাইবেল যা বলে: “সকলকে সমাদর করো।” —১ পিতর ২:১৭.
এর অর্থ: বাইবেল কখনোই অন্য দেশ অথবা জাতি আর এমনকী সমকামী ব্যক্তিদের প্রতি ঘৃণা করতে শেখায় না। এর পরিবর্তে, বাইবেল আমাদের যেকোনো জাতি ও দেশের লোকের প্রতি সম্মান দেখাতে বলে, তা তারা ধনী অথবা গরিব, যা-ই হোক না কেন। (প্রেরিত ১০:৩৪) অন্যেরা যা বিশ্বাস করে এবং যেভাবে আচার-আচরণ করে, সেটার সঙ্গে আমরা যদি একমত না-ও হই, তা-ও আমরা তাদের সঙ্গে সদয়ভাবে এবং সম্মানের সঙ্গে আচরণ করতে পারি।—মথি ৭:১২.
বাইবেলের নির্দেশনা উপকার করে: ড্যানিয়েলকে শেখানো হয়েছিল, এশিয়া থেকে আসা যেকোনো ব্যক্তি তার দেশের জন্য হুমকি স্বরূপ। সেইজন্য তিনি তাদের ঘৃণা করতে শুরু করেন আর প্রায়ই জনসমক্ষে তাদের অপমান করেন। ড্যানিয়েল বলেন, “আমি ভাবতাম, এই ধরনের কাজ করার অর্থ হল, আমি আমার দেশকে সমর্থন করছি। আমি এমনকী কখনো ভেবেও দেখিনি যে, এই ধরনের কাজ করা অথবা চিন্তাভাবনা করা ভুল।”
ড্যানিয়েল শেষপর্যন্ত শেখেন, বাইবেল এই বিষয়ে কী শিক্ষা দেয়। তিনি বলেন, “আমাকে আমার চিন্তাভাবনা পুরোপুরি পরিবর্তন করতে হয়েছিল। ঈশ্বর যেভাবে মানুষকে দেখেন, আমিও সেভাবে মানুষকে দেখতে শুরু করি, তা তারা যেকোনো দেশ থেকে আসুক না কেন।” বিভিন্ন লোকের সঙ্গে দেখা করে ড্যানিয়েলের এখন কেমন লাগে, সেই বিষয়ে তিনি বলেন, “আমি যখন লোকদের সঙ্গে দেখা করি, তখন আমি চিন্তাই করি না যে, তারা কোন দেশ থেকে এসেছে। তারা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকেই আসুক না কেন, আমি তাদের ভালোবাসি আর তারা আমার ঘনিষ্ঠ বন্ধু।”
আরও তথ্য জানার জন্য jw.org ওয়েবসাইটে গিয়ে ২০২০ সালের সজাগ হোন! নং ৩ পত্রিকাটা পড়ুন, যেটার শিরোনাম হল, “বৈষম্যের কি কোনো সমাধান আছে?”
৩. টাকাপয়সা
অনেক লোক সুখী হওয়ার এবং ভালো ভবিষ্যৎ পাওয়ার জন্য টাকাপয়সার পিছনে ছোটে।
বাইবেল যা বলে: “প্রজ্ঞা আশ্রয়, ধনও আশ্রয় বটে, কিন্তু জ্ঞানের উৎকৃষ্টতা এই যে, প্রজ্ঞা আপন অধিকারীর জীবন রক্ষা করে।”—উপদেশক ৭:১২.
এর অর্থ: আমাদের টাকাপয়সার প্রয়োজন আছে ঠিকই, কিন্তু এটা আমাদের সুখ অথবা ভবিষ্যতের নিশ্চয়তা দিতে পারে না। (হিতোপদেশ ১৮:১১; ২৩:৪, ৫) এর বিপরীতে, আমরা যদি বাইবেলে পাওয়া প্রজ্ঞা কাজে লাগাই, তবে প্রকৃত সুখ ও নিরাপদ ভবিষ্যৎ পেতে পারি।—১ তীমথিয় ৬:১৭-১৯.
বাইবেলের নির্দেশনা উপকার করে: ইন্দোনেশিয়ায় থাকা কারডো প্রচুর টাকাপয়সা রোজগার করেছিলেন। তিনি বলেন, “একজন লোক যা পেতে চায়, আমার কাছে সেই সমস্ত জিনিসপত্র ছিল। আমি যেখানে খুশি যেতে পারতাম, দামি দামি জিনিসপত্র কিনতাম, আমার কাছে গাড়ি-বাড়ি সব কিছুই ছিল।” কিন্তু এটা বেশি দিন স্থায়ী হয়নি। তিনি বলেন, “একজন আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আর চোখের পলকে এত বছর আমি যা-কিছু রোজগার করেছি, সব কিছুই আমার হাত থেকে চলে যায়। আমি সারা জীবন টাকাপয়সার পিছনে ছুটেছি, কিন্তু শেষে এসে হতাশা ছাড়া আমার কাছে আর কিছুই রইল না।”
টাকাপয়সার বিষয়ে বাইবেল যা পরামর্শ দেয়, তা কারডো নিজের জীবনে কাজে লাগাতে শুরু করেন। তিনি এখন টাকাপয়সা রোজগার করার পিছনে ছোটার পরিবর্তে এক সাধারণ জীবনযাপন করা বেছে নেন। তিনি বলেন, “এখন আমি অনুভব করি, আমি প্রকৃত অর্থেই ধনী কারণ ঈশ্বরের সঙ্গে আমার এক ভালো সম্পর্ক রয়েছে। এখন আমি রাতে ভালো করে ঘুমাতে পারি আর আমি সত্যিই সুখী।”
টাকাপয়সার বিষয়ে বাইবেলের দৃষ্টিভঙ্গি সম্বন্ধে জানার জন্য jw.org ওয়েবসাইটে গিয়ে ২০২১ সালের প্রহরীদুর্গ নং ৩ পত্রিকায় দেওয়া “উচ্চশিক্ষা ও টাকাপয়সা কি এক উত্তম ভবিষ্যৎ লাভ করতে সাহায্য করে?” শিরোনামের প্রবন্ধটা পড়ুন।
৪. যৌনতা
কোন ধরনের যৌন আচরণ গ্রহণযোগ্য, তা নিয়ে লোকদের মধ্যে বিভিন্ন ধরনের মতামত রয়েছে।
বাইবেল যা বলে: “যৌন অনৈতিকতা থেকে পৃথক থাক। আর তোমরা প্রত্যেকে যেন জান, নিজ নিজ দেহকে পবিত্র ও সম্মানজনক রাখার জন্য কীভাবে নিজের দেহকে নিয়ন্ত্রণ করতে হয়। এ ছাড়া, তোমরা যেন সেই ন-যিহুদিদের মতো চরম যৌন আকাঙ্ক্ষার বশবর্তী না হও, যারা ঈশ্বরকে জানে না।”—১ থিষলনীকীয় ৪:৩-৫.
এর অর্থ: আমরা কীভাবে আমাদের যৌন আকাঙ্ক্ষা প্রকাশ করব, সেই বিষয়ে বাইবেল সীমা নির্ধারণ করে। যৌন অনৈতিকতা হিসেবে যে-শব্দটা ব্যবহার করা হয়েছে, সেটার মধ্যে ব্যভিচার, বেশ্যাবৃত্তি, অবিবাহিত ব্যক্তিদের মধ্যে যৌনসম্পর্ক, সমকামিতা এবং পশুর সঙ্গে যৌনসম্পর্ক অন্তর্ভুক্ত। (১ করিন্থীয় ৬:৯, ১০) যৌনসম্পর্ক ঈশ্বরের কাছ থেকে এক উপহার আর তিনি চান, সেটা যেন শুধুমাত্র বিবাহিত নারী ও পুরুষের মধ্যেই সীমাবদ্ধ থাকে।—হিতোপদেশ ৫:১৮, ১৯.
বাইবেলের নির্দেশনা উপকার করে: অস্ট্রেলিয়ায় বসবাসরত কাইলি বলেন, “আমি যখন অবিবাহিত ছিলাম, তখন আমি চিন্তা করতাম, আমি যদি যৌনসম্পর্ক করি, তা হলে আমার হয়তো ভালো লাগবে এবং আমি নিরাপদ বোধ করব। কিন্তু ঠিক বিপরীতটাই ঘটে। আমি অনিশ্চয়তায় ভুগতে শুরু করি এবং আমার মন ভেঙে যায়।”
পরে কাইলি শিখতে শুরু করেন, বাইবেল যৌনতা সম্বন্ধে কী শেখায়। তিনি সেই শিক্ষা নিজের জীবনে কাজে লাগাতে শুরু করেন। তিনি বলেন, “আমি বুঝতে পেরেছি, ঈশ্বরের মান অনুযায়ী চলা আমাদের অনেক কষ্ট ও দুঃখ থেকে মুক্তি দেয়। এখন আমি ঈশ্বর যেভাবে চান, সেভাবে চলার মাধ্যমে নিরাপদ বোধ করি এবং এগুলো আমার খুবই ভালো লাগে। বাইবেলের নির্দেশনা কাজে লাগানোর ফলে আমি অনেক মনোদুঃখ এড়াতে পেরেছি।”
আরও তথ্য জানার জন্য jw.org ওয়েবসাইটে গিয়ে “বিয়ে না করে একসঙ্গে থাকার বিষয়ে বাইবেল কী বলে?” শিরোনামের প্রবন্ধটা পড়ুন।
আমাদের সৃষ্টিকর্তা আমাদের এটা জানতে সাহায্য করেন, কোনটা ঠিক ও কোনটা ভুল। যদিও তিনি যা বলেন, সেটার প্রতি বাধ্য থাকা সবসময় সহজ নয়, কিন্তু এটা সত্যিই আমাদের উপকার নিয়ে আসে। আমরা আস্থা রাখতে পারি, তা করলে আমরা চিরস্থায়ী সুখ লাভ করতে পারব।