প্রহরীদুর্গ নং ২ ২০১৯ | বেঁচে থাকার কি কোনো কারণ রয়েছে?
কোনো একটা মর্মান্তিক ঘটনা কি আপনাকে প্রশ্ন করতে বাধ্য করেছে যে বেঁচে থাকার কোনো কারণ রয়েছে কি না?
যখন বেঁচে থাকা খুব কঠিন হয়ে পড়ে
যেকোনো সমস্যা থাকা সত্ত্বেও, বেঁচে থাকার কারণ রয়েছে।
যখন আপনি প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হন
প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হওয়ার পর স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য বাইবেল ব্যাবহারিক পরামর্শ জোগায়।
যখন আপনার প্রিয়জন মারা যায়
আপনার কোনো প্রিয়জন মারা গেলে কষ্ট সহ্য করার জন্য পাঁচটা পরামর্শ বিবেচনা করুন।
যখন আপনার সাথি অবিশ্বস্ত হয়ে পড়েন
অনেক নির্দোষ সাথিরা শাস্ত্রপদ পড়ার মাধ্যমে সান্ত্বনা খুঁজে পেয়েছেন।
যখন আপনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন
একজন ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে পড়লে কীভাবে তিনি সাহায্য পেতে পারেন তা শিখুন
যখন আপনি আর বেঁচে থাকতে চান না
আপনি কি কখনো এতটাই নিরুৎসাহ হয়ে পড়েছেন যে, আপনার মনে হয়েছে আপনি আর বেঁচে থাকতে চান না? আপনি কোথায় সাহায্য পেতে পারেন?
বেঁচে থাকার কোন কোন কারণ রয়েছে
অন্যেরা আপনার সমস্যা ও দুশ্চিন্তাগুলোকে বুঝতে না পারলেও ঈশ্বর আপনার জন্য চিন্তা করেন আর আপনাকে সাহায্য করতে চান।
“তিনি আপনার জন্য চিন্তা করেন”
বাইবেলের এই শাস্ত্রপদগুলো আপনাকে সান্ত্বনা ও শক্তি জোগাতে পারে।