সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

বাইবেলের দৃষ্টিভঙ্গি

ক্রুশ

ক্রুশ

অনেক ব্যক্তি ক্রুশকে খ্রিস্টধর্মের প্রতীক হিসেবে দেখে থাকে। কিন্তু, সকলে এমনটা মনে করে না যে, ক্রুশ পরা কিংবা তা বাড়িতে ও গির্জায় রাখা উচিত।

যিশু কি ক্রুশে মারা গিয়েছিলেন?

লোকেরা যা বলে

 

রোমীয়রা দুটো কাঠ দিয়ে তৈরি একটা ক্রুশে টাঙিয়ে যিশুকে হত্যা করেছিল।

বাইবেল যা বলে

 

যিশুকে “গাছে টাঙ্গাইয়া” হত্যা করা হয়েছিল। (প্রেরিত ৫:৩০) কীভাবে যিশুকে হত্যা করা হয়েছিল, তা বর্ণনা করার সময় বাইবেল লেখকরা এমন দুটো শব্দ ব্যবহার করেছিলেন, যেগুলো ইঙ্গিত দেয়, দুটো নয় বরং একটা কাঠ ব্যবহার করা হয়েছিল। অতীতে ক্রুশবিদ্ধকরণ (ইংরেজি) নামক বই অনুসারে, গ্রিক শব্দ স্টেরস “ব্যাপক অর্থে একটা খুঁটিকে বোঝায়। এটা ‘ক্রুশের’ সমরূপ নয়।” প্রেরিত ৫:৩০ পদে যে-জাইলন শব্দ ব্যবহার করা হয়েছে, সেটা বলতে, “প্রধানত খাড়া কোনো খুঁটি কিংবা গাছের গুঁড়িকে বোঝায়, যেটাতে রোমীয়রা অপরাধীদের পেরেক দিয়ে বিদ্ধ করত।” a

এ ছাড়া, বাইবেল দেখায় যিশুকে হত্যা করার পদ্ধতির সঙ্গে প্রাচীন ইস্রায়েলের একটা আইনের সম্পর্ক রয়েছে। সেই আইন স্পষ্টভাবে জানিয়েছিল: “যদি কোন মনুষ্য প্রাণদণ্ডের যোগ্য পাপ করে, আর তাহার প্রাণদণ্ড হয়, এবং তুমি তাহাকে গাছে টাঙ্গাইয়া দেও, . . . যে ব্যক্তিকে টাঙ্গান যায়, সে ঈশ্বরের শাপগ্রস্ত।” (দ্বিতীয় বিবরণ ২১:২২, ২৩) এই আইন সম্বন্ধে উল্লেখ করে খ্রিস্টান প্রেরিত পৌল লিখেছিলেন, যিশু “আমাদের নিমিত্তে শাপস্বরূপ হইলেন; কেননা লেখা আছে, ‘যে কেহ গাছে [জাইলন] টাঙ্গান যায়, সে শাপগ্রস্ত।’” (গালাতীয় ৩:১৩) এভাবে পৌল ইঙ্গিত দিয়েছিলেন, যিশুকে একটা দণ্ডের উপর অর্থাৎ কেবলমাত্র একটা কাঠের উপর হত্যা করা হয়েছিল।

“লোকে তাঁহাকে গাছে টাঙ্গাইয়া বধ করিল।”প্রেরিত ১০:৩৯.

যিশুর শিষ্যরা কি ঈশ্বরকে উপাসনা করার জন্য কিংবা খ্রিস্টধর্মের প্রতীক হিসেবে ক্রুশ ব্যবহার করত?

বাইবেল যা বলে

 

বাইবেলে কোথাও বলা নেই যে, প্রাথমিক খ্রিস্টানরা ধর্মীয় প্রতীক হিসেবে ক্রুশ ব্যবহার করত। বরং, সেই সময়ের রোমীয়রা তাদের দেবতাদের চিহ্ন হিসেবে ক্রুশের আকৃতি ব্যবহার করত। যিশুর মৃত্যুর প্রায় ৩০০ বছর পর, রোমীয় সম্রাট কনস্টানটাইন নিজের সৈন্যবাহিনীর প্রতীক হিসেবে ক্রুশ ব্যবহার করতে শুরু করে আর এরপর এটা ‘খ্রিস্টীয়’ গির্জার এক অংশ হয়ে ওঠে।

যেহেতু পৌত্তলিক উপাসকরা তাদের দেবতাদের উপাসনা করার জন্য ক্রুশ ব্যবহার করত, তাই আমরা কি আশা করতে পারি যে, যিশুর শিষ্যরা সত্য ঈশ্বরের উপাসনা করার জন্য এটা ব্যবহার করেছিল? এর বিপরীতে তারা জানত, ঈশ্বর অনেক আগেই উপাসনার জন্য ‘কোন আকারের মূর্ত্তি [“কোনো ধরনের চিহ্ন,” NW]’ ব্যবহার করতে নিষেধ করেছিলেন আর খ্রিস্টানদের আজ্ঞা দেওয়া হয়েছিল, যেন তারা ‘প্রতিমাপূজা হইতে পলায়ন করে।’ (দ্বিতীয় বিবরণ ৪:১৫-১৯; ১ করিন্থীয় ১০:১৪) “ঈশ্বর আত্মা” আর তাই মানুষের কাছে অদৃশ্য। এই কারণে, প্রাথমিক খ্রিস্টানরা নিজেদের ঈশ্বরের নিকটবর্তী বলে কল্পনা করার জন্য কোনো বাহ্যিক বস্তু ও চিহ্ন ব্যবহার করত না। বরং, তারা “আত্মায়” অর্থাৎ তাঁর অদৃশ্য পবিত্র আত্মার দ্বারা চালিত হয়ে এবং “সত্যে” অর্থাৎ শাস্ত্র-এ প্রকাশিত তাঁর ইচ্ছার সঙ্গে মিল রেখে ঈশ্বরের উপাসনা করত।—যোহন ৪:২৪.

“প্রকৃত ভজনাকারীরা আত্মায় ও সত্যে পিতার ভজনা করিবে।”যোহন ৪:২৩.

কীভাবে খ্রিস্টানরা যিশু খ্রিস্টের প্রতি তাদের সম্মান দেখাতে পারে?

লোকেরা যা বলে

 

“কোনো বস্তু যদি পরিত্রাণ পাওয়ার মাধ্যম হয়, তা হলে সেটা যে এক বিশেষ সম্মাননীয় ও গুরুত্বপূর্ণ বস্তু হয়ে উঠবে, সেটাই স্বাভাবিক ও যুক্তিসংগত। . . . যিনি কোনো মূর্তির ভজনা করেন, তিনি আসলে সেই ব্যক্তির ভজনা করেন, যাকে মূর্তি প্রতিনিধিত্ব করে।”—নিউ ক্যাথলিক এনসাইক্লোপিডিয়া।

বাইবেল যা বলে

 

খ্রিস্টানরা যিশুর কাছে ঋণী, কারণ তাঁর মৃত্যুর ফলেই তাদের সামনে পাপের ক্ষমা লাভ করার, ঈশ্বরের কাছে আসার এবং অনন্তজীবন লাভ করার পথ খুলে গিয়েছে। (যোহন ৩:১৬; ইব্রীয় ১০:১৯-২২) বাইবেল কখনো শিক্ষা দেয় না, এই দানের প্রতি সম্মান দেখানোর জন্য তাদের যিশুর কোনো প্রতীক প্রদর্শন করতে হবে কিংবা শুধুমাত্র মুখে তাঁকে বিশ্বাস করে বলে স্বীকার করতে হবে। কারণ এটি জানায়, “বিশ্বাসও কর্ম্মবিহীন হইলে আপনি একা বলিয়া তাহা মৃত।” (যাকোব ২:১৭) খ্রিস্টানদের যিশুর প্রতি বিশ্বাসকে কাজের মাধ্যমে দেখাতে হবে। কীভাবে?

বাইবেল বলে, “খ্রীষ্টের প্রেম আমাদিগকে বশে রাখিয়া চালাইতেছে; কেননা আমরা এরূপ বিচার করিয়াছি যে, এক জন সকলের জন্য মরিলেন, . . . যাহারা জীবিত আছে, তাহারা আর আপনাদের উদ্দেশে নয়, কিন্তু তাঁহারই উদ্দেশে জীবন ধারণ করে, যিনি তাহাদের জন্য মরিয়াছিলেন, ও উত্থাপিত হইলেন।” (২ করিন্থীয় ৫:১৪, ১৫) খ্রিস্টানরা যিশুর মহান প্রেমের দ্বারা পরিচালিত হয়ে তাঁর উদাহরণ অনুসরণ করার জন্য তাদের জীবনে রদবদল করে থাকে। এভাবে তারা শুধুমাত্র এক ধর্মীয় চিহ্ন ব্যবহার করার চেয়ে আরও গুরুত্বপূর্ণ উপায়ে যিশুর প্রতি সম্মান দেখিয়ে থাকে। ◼

“আমার পিতার ইচ্ছা এই, যে কেহ পুত্রকে দর্শন করে ও তাঁহাতে বিশ্বাস করে, সে যেন অনন্ত জীবন পায়।”যোহন ৬:৪০.

a এথঅ্যালবার্ট ডব্লিউ বুলিংগার রচিত এ ক্রিটিক্যাল লেক্সিকন অ্যান্ড কন্‌করডেন্স টু দ্যা ইংলিশ অ্যান্ড গ্রিক নিউ টেস্টামেন্ট, ১১তম সংস্করণ, পৃষ্ঠা ৮১৮-৮১৯.