সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

সজাগ হোন! নং  ১ ২০২২ | অশান্ত এবং কষ্টে ভরা এই জগতে—সুরক্ষিত থাকুন

এই জগতের পরিস্থিতি খারাপ হয়ে চলেছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে হোক কিংবা মানুষের তৈরি কোনো সমস্যার কারণেই হোক, আমাদের মধ্যে অনেকে প্রচুর কষ্ট ভোগ করছে। এগুলোর সঙ্গে মোকাবিলা করার জন্য এবং এগুলোর প্রভাব কাটিয়ে ওঠার জন্য আপনি ও আপনার পরিবার কী করতে পারেন, তা দেখুন।

 

আপনি কীভাবে সুরক্ষিত থাকতে পারেন?

পরিস্থিতি যখন কঠিন হতে থাকে, তখন আপনার স্বাস্থ্য এবং আপনার পরিবারের যত্ন নিন।

১ | আপনার শরীরের যত্ন নিন

আমাদের শরীর যদি ভালো থাকে, তা হলে যেকোনো পরিস্থিতি সহজেই কাটিয়ে ওঠা যাবে।

২ | আপনার জীবিকার উৎস টিকিয়ে রাখুন

আপনি যদি এখনই ভেবেচিন্তে টাকাপয়সা খরচ করেন, তা হলে যখন আর্থিক সমস্যা দেখা দেবে, তখন আপনি তা কাটিয়ে উঠতে পারবেন।

৩ | আপনার সম্পর্কগুলোর যত্ন নিন

বিয়ের বাঁধন দৃঢ় রাখার, বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখার এবং সন্তানদের সময় দেওয়ার জন্য কাজে লাগানোর মতো কিছু টিপস লক্ষ করুন।

৪ | আপনার ভবিষ্যতের প্রত্যাশা ধরে রাখুন

জীবনের বিভিন্ন সমস্যার সঙ্গে লড়াই করার জন্য বাইবেল আমাদের সাহায্য করে আর সেইসঙ্গে ভবিষ্যতের জন্য এক অপূর্ব প্রত্যাশা জোগায়।

সজাগ হোন! পত্রিকার এই সংখ্যায়

এই প্রবন্ধগুলোতে দেওয়া কিছু পরামর্শ পড়ুন, যেগুলো আপনাকে ও আপনার পরিবারকে এখনকার কঠিন পরিস্থিতির প্রভাব কাটিয়ে উঠতে সাহায্য করবে।