সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

অশান্ত এবং কষ্টে ভরা এই জগৎ

২ | আপনার জীবিকার উৎস টিকিয়ে রাখুন

২ | আপনার জীবিকার উৎস টিকিয়ে রাখুন

কেন এটা গুরুত্বপূর্ণ?

অনেক লোককেই প্রতিদিনের প্রয়োজন মেটাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। আরও খারাপ বিষয় হল, জগতের এই কঠিন পরিস্থিতিতে তা করে চলা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। কেন তা বলা যায়?

  • কোনো এলাকায় যখন দুর্যোগ ঘটে, তখন স্বাভাবিকভাবেই সেখানকার থাকা-খাওয়ার খরচ বেড়ে যায়।

  • বিপর্যয়ের কারণে লোকদের চাকরি হারাতে হয় অথবা কম বেতনে কাজ করতে হয়।

  • দুর্যোগের কারণে লোকদের ব্যাবসার ক্ষতি হতে পারে আর তাদের ঘরবাড়ি ও বিষয়সম্পত্তি হারাতে হতে পারে। ফলে, অনেককেই দরিদ্রতার শিকার হতে হয়।

আপনি কি জানেন?

  • আপনি যদি এখনই ভেবেচিন্তে টাকাপয়সা খরচ করেন, তা হলে যখন আর্থিক সমস্যা দেখা দেবে, তখন আপনি তা কাটিয়ে উঠতে পারবেন।

  • আয়, সঞ্চয় ও সম্পত্তির মূল্যমান সবসময় এক না-ও থাকতে পারে।

  • সুখ এবং পরিবারের একতা, কোনোটাই টাকাপয়সা দিয়ে কেনা যায় না।

আপনি এখনই কী করতে পারেন?

বাইবেল বলে: “খাদ্য ও বস্ত্র পেলে আমরা তাতেই সন্তুষ্ট থাকব।”—১ তীমথিয় ৬:৮.

চাহিদার কোনো শেষ নেই। তাই, সন্তুষ্ট থাকতে হলে যেটা সত্যিই প্রয়োজন, সেটা পেয়েই আমাদের খুশি থাকতে হবে এবং ‘আরও চাই’ এমন প্রবণতা কমাতে হবে। এমনটা করলে আর্থিক সমস্যার মধ্যেও জীবিকা চালানো খুব-একটা কঠিন হবে না।

সন্তুষ্ট থাকার জন্য আপনাকে হয়তো জীবনে কিছু পরিবর্তন করতে হতে পারে। আপনি যদি আপনার সামর্থের বাইরে খরচ করে ফেলেন, তা হলে আপনার আর্থিক অবস্থা খারাপ হয়ে যাবে।