অশান্ত এবং কষ্টে ভরা এই জগৎ
৩ | আপনার সম্পর্কগুলোর যত্ন নিন
কেন এটা গুরুত্বপূর্ণ?
এই জগতে অশান্তি যত বাড়ছে, সম্পর্কগুলোও তত খারাপ হচ্ছে। পরিবার ও বন্ধুদের সঙ্গে সম্পর্কের মধ্যে যে-চিড় ধরতে শুরু করেছে, অনেকে তা লক্ষই করে না।
-
লোকেরা বন্ধুদের কাছ থেকে নিজেদের আলাদা রাখে।
-
স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া দিন দিন আরও বাড়ছে।
-
সন্তানেরা যে-কষ্ট ও চিন্তার মধ্যে থাকে, তা বাবা-মায়েরা বেশি খেয়াল করেন না।
আপনি কি জানেন?
-
কঠিন সময়ে বন্ধুরা পাশে থাকলে আমরা খুশি থাকি আর এর ফলে আমাদের শরীর ও মন, দুটোই ভালো থাকে।
-
অশান্ত এই জগতে দুশ্চিন্তা বাড়ে আর এর ফলে পরিবারে এমন সমস্যাগুলো দেখা দিতে পারে, যেগুলোর কথা হয়তো আমরা কখনো ভাবিনি।
-
বাচ্চারা যখন কোনো খারাপ খবর দেখে বা শোনে, তখন সেটার কারণে তারা কতটা ভয় পেতে পারে, তা হয়তো আপনি চিন্তাও করতে পারবেন না।
আপনি এখনই কী করতে পারেন?
বাইবেল বলে: “বন্ধু সব সময়েই ভালবাসে, আর ভাই থাকে দুর্দশার সময়ে সাহায্য করবার জন্য।”—হিতোপদেশ ১৭:১৭, বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন।
এমন কারো কথা ভাবুন, যিনি কঠিন সময়ে আপনার পাশে থাকবেন আর কী করতে হবে, তা বুঝতে সাহায্য করবেন। কখনো কখনো শুধু এটা জেনেই হয়তো আপনার মনের জোর বেড়ে যাবে যে, এমন একজন রয়েছেন, যিনি আপনার জন্য চিন্তা করেন। আর এটাই আপনাকে যেকোনো পরিস্থিতি কাটিয়ে উঠতে সাহায্য করবে।