সজাগ হোন! নং ২ ২০১৭ | বাইবেল কি আসলেই ঈশ্বরের কাছ থেকে?
বাইবেল কি ঈশ্বরের কাছ থেকে এসেছে? না কি এটি এমন একটি বই, যেটির মধ্যে শুধুমাত্র মানুষের চিন্তাভাবনা রয়েছে?
“সজাগ হোন!” পত্রিকার এই সংখ্যায় তিনটে প্রমাণ নিয়ে আলোচনা করা হয়েছে যে, বাইবেল আসলেই ঈশ্বরের কাছ থেকে এসেছে।
প্রচ্ছদবিষয়
বাইবেল—এটি কি সত্যিই “ঈশ্বর-নিশ্বসিত”?
কেউ কেউ মনে করে, বাইবেল কোনো-না-কোনোভাবে ঈশ্বরের সঙ্গে সম্পর্কযুক্ত। আবার অন্যেরা এটিকে মানুষের দ্বারা লিখিত প্রাচীন নীতিগল্প, পৌরাণিক কাহিনি, ইতিহাস ও নিয়মকানুনের বই হিসেবে দেখে থাকে।
প্রচ্ছদবিষয়
বাইবেল সমস্ত ক্ষেত্রে সঠিক
বাইবেল যে শুধুমাত্র বিজ্ঞানীদের ব্যাখ্যা করার বহু পূর্বে সঠিকভাবে প্রাকৃতিক জগতের মৌলিক বিষয়গুলো সম্বন্ধে বর্ণনা করে, তা-ই নয় কিন্তু এটি বিভিন্ন শাসনব্যবস্থার উত্থান-পতন সম্বন্ধে ভবিষ্যৎদ্বাণী করে আর সেইসঙ্গে জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের সন্তোষজনক উত্তর দেয়।
পরিবারের জন্য সাহায্য
ঘরের ছোটোখাটো কাজের গুরুত্ব
আপনারা কি আপনাদের সন্তানদের ঘরের ছোটোখাটো কাজের দায়িত্ব দিতে দ্বিধাবোধ করেন? যদি তা-ই হয়, তা হলে বিবেচনা করুন, কীভাবে ঘরের ছোটোখাটো কাজ করা সন্তানদের দায়িত্ববান হওয়ার ক্ষেত্রে সাহায্য করতে পারে এবং তাদের সুখী করতে পারে।
আন্ত্রিক স্নায়ুতন্ত্র আপনার শরীরের ‘দ্বিতীয় মস্তিষ্ক’?
এই জটিল ‘রাসায়নিক কারখানা’ প্রধানত আপনার পেটের মধ্যে রয়েছে। এটা আপনার শরীরে কী সম্পাদন করে?
সাক্ষাৎকার
একজন সফ্টওয়্যার ডিজাইনার তার বিশ্বাস সম্বন্ধে বলেন
যখন ড. ফং ইয় গণিতের গবেষক হিসেবে তার কেরিয়ার শুরু করেন, তখন তিনি বিবর্তনবাদে বিশ্বাস করতেন। কিন্তু তিনি এখন বিশ্বাস করেন, জীবন ঈশ্বরের দ্বারা পরিকল্পিত ও সৃষ্ট হয়েছে। কেন?
বাইবেলের দৃষ্টিভঙ্গি
স্বর্গদূত
সাহিত্য, শিল্পকলা ও সিনেমায় স্বর্গদূতদের বিষয়ে তুলে ধরা হয়। এদের সম্বন্ধে শাস্ত্র কী জানায়?
এটা কি সুপরিকল্পিতভাবে সৃষ্ট?
সামুদ্রিক ভোঁদড়ের লোম
ঠাণ্ডা জলে থাকে এমন কিছু জলজ স্তন্যপায়ী প্রাণী নিজেকে উষ্ণ রাখতে তাদের চামড়ার নীচে থাকা মোটা চর্বির স্তরের উপর নির্ভর করে। সামুদ্রিক ভোঁদড় আরেকটা উপায় অবলম্বন করে।
অনলাইনে তুলে ধরা আরও বিষয়বস্তু
কীভাবে আমি আরও স্বাধীনতা লাভ করতে পারি?
তোমার হয়তো মনে হতে পারে, তোমাকে বড়দের মতো করে দেখা হোক, কিন্তু তোমার বাবা-মা তা না-ও মনে করতে পারেন। তাদের বিশ্বাস অর্জন করার জন্য তুমি কোন পদক্ষেপগুলো নিতে পারো?
বাইবেলের গ্রন্থকার কে?
এটির বিষয়বস্তু যদি মানুষই লিখে থাকেন, তা হলে এটিকে কি সত্যিই ঈশ্বরের বাক্য বলা যেতে পারে? বাইবেলের মধ্যে কার ধারণা তুলে ধরা হয়েছে?