সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ভূমিকা

ভূমিকা

সফল পরিবার গড়ে তোলার ১২ রহস্য

কোনো পরিবার ভেঙে গেলে, তাদের ভুলগুলো নিয়ে আমরা লোকেদের অনেক কথা বলতে শুনি। কিন্তু একটা পরিবার যখন সফল হয়, তখন সেটার পিছনে কোন সঠিক কারণগুলো থাকে?

  • ১৯৯০ থেকে ২০১৫ সালের মধ্যে, যুক্তরাষ্ট্রে বিবাহবিচ্ছেদের হার বৃদ্ধি পেয়ে পঞ্চাশোর্ধ ব্যক্তিদের মধ্যে দ্বিগুণ আর যাদের বয়স ৬৫-র উপর, তাদের মধ্যে তিন গুণ হয়েছে।

  • বাবা-মায়েরা দোটানার মধ্যে আছেন: কোনো কোনো বিশেষজ্ঞ সবসময় সন্তানদের প্রশংসা করতে বলেন, আবার অন্যেরা তাদের কঠোর হতে বলেন।

  • তরুণ-তরুণীরা সফল হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা ছাড়াই যৌবনে পা দিচ্ছে।

তা সত্ত্বেও, প্রকৃত বিষয়টা হল . . .

  • বৈবাহিক বন্ধন পরিতৃপ্তিদায়ক ও স্থায়ী হতে পারে।

  • বাবা-মায়েরা তাদের সন্তানদের প্রেমের সঙ্গে শাসন করার বিষয়ে শিখতে পারেন।

  • তরুণ-তরুণীরা যৌবনকালের জন্য প্রয়োজনীয় দক্ষতা গড়ে তুলতে পারে।

কীভাবে? সজাগ হোন! পত্রিকার এই সংখ্যায় সফল পরিবার গড়ে তোলার ১২টা রহস্য আলোচনা করা হয়েছে।