“শিক্ষা দেওয়ার এই নতুন পদ্ধতি সত্যিই অসাধারণ!”
সুজুং নামে দক্ষিণ কোরিয়ার একটা হাইস্কুলের একজন উপদেষ্টা তার ক্লাসে শিক্ষা দেওয়ার জন্য jw.org ওয়েবসাইট থেকে কিছু ভিডিও ব্যবহার করেন। তিনি বলেন: “What’s a Real Friend? শিরোনামের ভিডিওটা দেখার পর ছাত্র-ছাত্রীরা যে-প্রতিক্রিয়া দেখায়, সেটা খুবই উল্লেখযোগ্য! ভিডিওটা দেখার পর, তারা এইরকম মন্তব্য করে, ‘বন্ধুত্বের বিষয়ে আমি কখনো এভাবে চিন্তা করিনি। শিক্ষা দেওয়ার এই নতুন পদ্ধতি সত্যিই অসাধারণ!’ কেউ কেউ বলে, যখনই তাদের পরামর্শের প্রয়োজন হবে, তারা এই ওয়েবসাইট দেখবে।” সুজুং আরও বলেন: “আমি অন্যান্য শিক্ষক-শিক্ষিকাকেও এই ভিডিওটা দেখানোর পরামর্শ দিই আর তারা ক্লাসে ব্যবহার করার জন্য এইরকম এক চমৎকার হাতিয়ার পেয়ে খুবই খুশি।”
আরেকটা ভিডিও দেখেও দক্ষিণ কোরিয়ার অনেক ছাত্র-ছাত্রী উপকার লাভ করেছে আর সেটা হল লড়াই না করেই একজন উত্ত্যক্তকারীকে পরাজিত করো শিরোনামের হোয়াইটবোর্ড অ্যানিমেশন। একজন লেকচারার, যিনি ফাউন্ডেশন ফর প্রিভেন্টিং ইউথ ভায়োলেন্স নামক একটা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেন, একটা ক্লাসের ছাত্র-ছাত্রীদের এই ভিডিওটা দেখান। তিনি বলেন, ‘এই ভিডিওটার আকর্ষণীয় চিত্র দেখে অনেক অল্পবয়সি অভিভূত হয়ে যায়। এ ছাড়া, ভিডিওটা এই অর্থেও খুবই ব্যাবহারিক যে, এখানে কেবল দৌরাত্ম্যের সঙ্গে মোকাবিলা করার বিভিন্ন উপায়ই নই কিন্তু সেইসঙ্গে কীভাবে দৌরাত্ম্যের প্রতিরোধ করা যায়, সেটাও তুলে ধরা হয়েছে।’ সেই প্রতিষ্ঠান তাদের লেকচারের সময়ও এই ভিডিওটা দেখানোর অনুমতি চেয়ে চিঠি লেখে, যা তারা প্রাথমিক ও মাধ্যমিক স্তরের স্কুলগুলোতে দিয়ে থাকে। তাদেরকে অনুমতি দেওয়া হয়। এমনকী এখন পুলিশ কর্তৃপক্ষরাও jw.org ওয়েবসাইট থেকে বিভিন্ন ভিডিও ব্যবহার করছে।
আপনি যদি এখনও আমাদের ওয়েবসাইট না দেখে থাকেন, তা হলে দেরি করবেন না। এটা ব্যবহার করা খুবই সহজ এবং সমস্ত কিছু—অডিও এবং ভিডিও আর সেইসঙ্গে বাইবেল ও অন্যান্য অনেক প্রকাশনা—বিনা মূল্যে ডাউনলোড করা যায়। ◼ (g16-E No. 5)