সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আমাদের পাঠক-পাঠিকাদের থেকে

আমাদের পাঠক-পাঠিকাদের থেকে

আমাদের পাঠক-পাঠিকাদের থেকে

মিচ্‌ ঝড় “সর্বনাশা ঝড়ের কবল থেকে মুক্তি!” (জুন ৮, ১৯৯৯, ইংরেজি) প্রবন্ধটার জন্য অনেক অনেক ধন্যবাদ। এমনিতে ই-মেইলে এইরকম প্রাকৃতিক দুর্যোগগুলোর খবর আমি পাই যাতে আমাদের ভাইদেরও ক্ষতি হয়েছে কিন্তু সেগুলো আসলে কতটুকু সত্য তা আমি জানি না। আপনাদের এই প্রবন্ধ পড়ে আমি অনেক সাহস ও সান্ত্বনা পেয়েছি। আর আমি এও বুঝেছি যে আমরা সত্যিই শেষকালে বাস করছি।

সি. পি., যুক্তরাষ্ট্র

এটা পড়ে আমি দুঃখ পেয়েছি যে এই দুর্যোগে কত লোকেদের জীবন, বিষয়সম্পত্তি নষ্ট হয়ে গিয়েছে কিন্তু আবার আমাদের ভাইবোনেরা নিজেদের কথা না ভেবে অন্যদের সাহায্য করার জন্য এগিয়ে গেছেন তা পড়ে আমার খুব ভালও লেগেছে। ঝড়ে ভেঙে যাওয়া ঘরের সামনে দাঁড়িয়ে থাকা ভাইয়ের ছবিটা দেখে আমার মনে হয়েছে যে আমার জীবনে তো এমন ঘটেনি, তাহলে আমি কেন আমার যা নেই তার জন্য দুঃখ করব?

আর.কে.এন., ব্রাজিল

ঝুঁকিপূর্ণ জীবনধারা গত কয়েক মাসে আমার শরীর একেবারে ভেঙে গেছে, তাই জীবনধারা পালটে আমি আমার স্বাস্থ্যকে ভাল করতে পারি জেনে আমি বেশ শান্তি পেয়েছি। “আপনার জীবনধারা কি আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে?” (জুলাই থেকে ডিসেম্বর, ১৯৯৯) ধারাবাহিক প্রবন্ধগুলো পড়ে আমি বুঝতে পেরেছি যে আমাকে সেই খাবারগুলো খাওয়া কমিয়ে দিতে হবে, যা আমার শরীরের ক্ষতি করে আর আমাকে বেশি করে ফল ও শাকসবজি খেতে হবে।

ই.পি.এম., ব্রাজিল

দেরি হওয়ার অনুভূতি “যে বীজগুলো অনেক বছর পর ফল দিয়েছিল” (জুলাই থেকে সেপ্টেম্বর, ১৯৯৯) প্রবন্ধটা পড়ে আমার খুব ভাল লেগেছে। আমি তিন বছর ধরে অগ্রগামীর কাজ করছি আর যখন আমি যতটা আশা করি ততখানি ফল পাই না তখন আমি খুব ভেঙে পড়ি ও মনে হয় যে অগ্রগামীর কাজ ছেড়ে দিই। এই প্রবন্ধ পড়ার পর এখন আমি যতটা পারি ততটা করি আর বাকি ফল পাওয়ার ব্যাপারটা যিহোবার ওপর ছেড়ে দিই।

টি. এন., জাপান

ঠাট্টা ১৯৯৯ সালের ২২শে জুন (ইংরেজি) সংখ্যায় “যুবক-যুবতীদের জিজ্ঞাস্য . . . কেউ আমাকে নিয়ে ঠাট্টা করলে আমি কী করব?” প্রবন্ধটা পড়ে আমার ভাল লেগেছে। সেই স্কুলে পড়ার সময় থেকেই আমার বন্ধুবান্ধবরা আমার ধর্ম নিয়ে আমাকে নানা প্রশ্ন করে। মাঝে মাঝে তাদের প্রশ্ন করার ধরন দেখে আমার খুব খারাপ লাগে। অনেকবার আমি ধৈর্যও হারিয়ে ফেলেছি। এখন আমি বুঝতে পেরেছি যে এগুলো হল বিশ্বাসের পরীক্ষা। স্কুলের অনেকের কাছে আমি প্রচার করেছি ও তারা আমার কথা শুনেছে।

এল. কে., যুক্তরাষ্ট্র

আমি ধর্মীয় ছুটির দিনে বন্ধুদের সঙ্গে যোগ দিই না ও দেশভক্তির কোন অনুষ্ঠানে যাই না বলে স্কুলে আমাকে অনেক কথা শুনতে হয়। এছাড়া আমি সৎ থাকতে চাই ও বাইবেলের নিয়ম-নীতি মেনে চলতে চাই বলে আমাকে অনেক নাজেহাল হতে হয়। এর মোকাবিলা করা যদিও সহজ নয় কিন্তু বাইবেলের সঠিক জ্ঞান আমাকে সাহায্য করেছে। আমি আমার ধর্মের কথা অন্যদের বলতে একটুও লজ্জা পাই না।

এইচ. সি., জাম্বিয়া

যদিও আমার বয়স এখন ৫০ পেরিয়ে গেছে তবুও এই প্রবন্ধটা থেকে আমি অনেক কিছু শিখেছি। আমরা যখন প্রচারে যাই তখন অনেক সময় বিরোধিতার মুখোমুখি হয়ে আমরাও দুঃখ পাই বা কখনও কখনও রেগে গিয়ে আমাদেরও মনে হয় যে তাদের পালটা জবাব দিই। তাই এই কথাটা আমার খুব ভাল লেগেছে যে “কাউকে পালটা জবাব দেওয়া যত বাহাদুরির কাজই হোক না কেন, এটা আসলে আগুনে ঘি ঢালার মতোই। আর এর জন্য হয়তো আরও বেশি কথা শুনতে হতে পারে।” তাই আমি সবসময়ই চেষ্টা করি যে আমি যেন রেগে না গিয়ে তাদের উত্তর দিই। আর এই প্রবন্ধটা পড়ার পর থেকে আমি বুঝেছি যে তা আমাকে সবসময় করে যেতে হবে।

এ. এফ., যুক্তরাষ্ট্র

দীর্ঘদিন বেঁচে থাকা “কীভাবে দীর্ঘদিন বেঁচে থাকা যায়?” (জুলাই ২২, ১৯৯৯, ইংরেজি) নামে সুন্দর ধারাবাহিক প্রবন্ধগুলোর জন্য আমি ধন্যবাদ না দিয়ে পারছি না। শেষ পর্যন্ত আমি গড় আয়ু ও সম্ভাব্য আয়ুর মধ্যে পার্থক্য খুব ভালভাবে বুঝতে পেরেছি। আর বয়স হয়ে গেলেও কীভাবে স্বাস্থ্য ভাল রাখা যায় সেই বিষয়ে পরামর্শগুলো আমার ৮৮ বছর বয়সী দাদুর জন্যও কাজে আসবে।

টি. এন., যুক্তরাষ্ট্র

শুনতে পারা কুকুর “আমার কুকুর আমার হয়ে শোনে!” (জুলাই থেকে সেপ্টেম্বর, ১৯৯৯) প্রবন্ধটার জন্য ধন্যবাদ। এটা পড়ে আমি বুঝেছি যে যারা কানে শুনতে পান না তাদের কত অসুবিধা হয়। আমিও কুকুর ভালবাসি আর তারা মানুষকে এত সাহায্য করে জেনে আমি খুশি হয়েছি।

এল. বি., ইতালি

আমাকে সাহায্য করার জন্য আমারও কুকুর আছে। আমার মেরুদণ্ড অবশ হয়ে গেছে ও আমার ফাইব্রোমিয়ালজিয়া রোগ রয়েছে, তাই আমাকে বেশির ভাগ সময় হুইল চেয়ারেই কাটাতে হয়। আমার কুকুর আমার জন্য যে কত কাজ করে তা আমি বলে শেষ করতে পারব না। সে আমাকে বাজার করতে ও ঘরদোর পরিষ্কার করতে সাহায্য করে। এছাড়া সে প্রচারেও আমাকে অনেক সাহায্য করে, আমার বইপত্রগুলো সে বয়ে নিয়ে যায়।

কে. ডব্লু., যুক্তরাষ্ট্র