সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

“ঈশ্বরের ওপর আমার আরও বেশি ভরসা রাখা দরকার”

“ঈশ্বরের ওপর আমার আরও বেশি ভরসা রাখা দরকার”

“ঈশ্বরের ওপর আমার আরও বেশি ভরসা রাখা দরকার”

কানাডায় যিহোবার সাক্ষিদের এলবারটা ইডমোনটোন কিংডম হলে একটা চিঠি পাওয়া গিয়েছিল। চিঠিটায় লেখা ছিল:

“প্রিয় বার্তাবাহক:

“আমি এই চিঠিটা সেই ব্যক্তিকে ধন্যবাদ জানানোর জন্য লিখছি, যিনি নিজের অজান্তেই এমন কিছু করেছিলেন, যা আমার জীবনে এক অলৌকিক ঘটনার চেয়ে কিছু কম ছিল না।

“দু সপ্তা আগে আমি আমার স্বামীর সঙ্গে একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি করছিলাম। আমি রাগ করে বলেছিলাম, ‘আমি জানি না যে আমাদের এই ঝামেলার কোন শেষ আছে কিনা।’ কথাটা আমার মুখ থেকে বার হওয়া মাত্রই দরজায় কেউ বেল বাজান। তিনি ছিলেন একজন যিহোবার সাক্ষি আর আমি তাকে এড়াতে পারিনি।

“দরজায় দাঁড়িয়ে তিনি যা বলেছিলেন তা শোনার মতো অবস্থা তখন আমার ছিল না। আমার শুধু এটুকুই মনে আছে যে তিনি ‘ছেলেমেয়ে’ ও ‘পরিবার’ এই শব্দগুলো বলেছিলেন। তারপর তিনি আমাকে দেবার জন্য যে বইটা বের করেছিলেন সেটার নাম ছিল পারিবারিক সুখের রহস্য। (ইংরেজি) বইটার নামে চোখ পড়তেই আমি আর নিজেকে সামলাতে পারিনি। আমি ঝরঝর করে কেঁদে ফেলেছিলাম। তিনি বলেছিলেন, দুঃখিত, আমি বোধ হয় ভুল সময়ে এসে পড়েছি। এটা বলে আমাকে বইটা দিয়ে তিনি চলে গিয়েছিলেন।

“কিন্তু অলৌকিক ঘটনাটা কী ছিল? এই ঘটনা আমাকে মনে করিয়ে দিয়েছিল যে ঈশ্বর আমাদের সব সমস্যার কথা জানেন আর এমনকি তখনও যখন আমরা বুঝে উঠতে পারি না যে এই সমস্যার হাত থেকে রেহাই পাওয়ার জন্য আমাকে কী করতে হবে। তিনি আমার কাছে তাঁর বার্তাবাহককে পাঠিয়েছিলেন। আমি বুঝেছিলাম যে ঈশ্বরের ওপর আমার আরও বেশি ভরসা রাখা দরকার। ধন্যবাদ।”

পারিবারিক সুখের রহস্য বইটা পরিবারের সবার জন্য খুবই ভাল একটা বই। এই বই থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। এর কিছু বিষয়বস্তু হল “খারাপ প্রভাব থেকে আপনার পরিবারকে রক্ষা করুন,” “আপনার ঘরে শান্তি বজায় রাখুন” এবং “আপনি সেই সমস্যাগুলোকে কাটিয়ে উঠতে পারেন যা আপনার পরিবারের ক্ষতি করে।”

আপনি যদি এই ১৯২ পৃষ্ঠার বই থেকে আরও বেশি কিছু জানতে চান, তাহলে দয়া করে এই পত্রিকায় দেওয়া কুপনটা পূরণ করে সেখানে লেখা ঠিকানা কিংবা ৫ পৃষ্ঠায় দেওয়া ঠিকানার যে কোনটাতে পাঠিয়ে দিন। আপনি কীভাবে আপনার পরিবারের সমস্যাগুলোর সমাধান করতে পারেন সে বিষয়ে এই বই আপনাকে ঠিক ঠিক পরামর্শ দেবে আর সঙ্গে সঙ্গে এটা আপনাকে বলবে যে আপনি কীভাবে আপনার পারিবারিক জীবনকে সুখী করতে পারেন যেমন ঈশ্বর চান।

পারিবারিক সুখের রহস্য বইটা আমাকে পাঠান।

□ বাইবেল অধ্যয়ন করার জন্য দয়া করে আমার সঙ্গে দেখা করুন।