সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

এক অদ্ভুত কবরস্থান

এক অদ্ভুত কবরস্থান

এক অদ্ভুত কবরস্থান

ইকুয়েডরের সচেতন থাক! সংবাদদাতা কর্তৃক

ইকুয়েডরের রাজধানী, কুইটোর দক্ষিণ দিকে ইবারা শহরে এল সিমেনটারিও ডে লস পোব্রেস (গরিবদের কবরস্থান) নামে একটা অদ্ভুত কবরস্থান আছে। কেন এই কবরস্থানটা অদ্ভুত? এর বাইরের দেওয়ালে বড় বড় কিছু ছবি আঁকা আছে। এই ছবিগুলো ওয়াচটাওয়ার সোসাইটির নানা বইপত্র থেকে নেওয়া হয়েছে! * মাঝখানে যে ছবিটা আছে সেটা হল প্রেরিত যোহনের ছবি, যা প্রকাশিত বাক্য—এর মহান পরিপূর্ণতা সন্নিকট! (ইংরেজি) বইয়ের ৭ পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে। এই ছবিতে যোহনের মাথার ওপর স্প্যানিশ ভাষায় লেখা আছে: “ঈশ্বরের রাজ্যের মানে ধার্ম্মিকতা, শান্তি এবং পবিত্র আত্মাতে আনন্দ। রোমীয় ১৪:১৭.” আর বাঁ দিকে মথি ১১:২৮ পদের কথাগুলো লেখা আছে: “হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইস, আমি তোমাদিগকে বিশ্রাম দিব।” কোন সন্দেহ নেই যে কবরস্থানের এই দেওয়াল মানুষকে ঈশ্বরের বাক্যের দিকে নজর দিতে সাহায্য করে।

[পাদটীকাগুলো]

^ আইনসংগতভাবে ওয়াচটাওয়ার সোসাইটির বইপত্র থেকে কোন প্রবন্ধ বা ছবি ব্যবহার করতে গেলে সোসাইটির অনুমতি নেওয়া দরকার। আর এতে ওয়াচটাওয়ার বাইবেল আ্যন্ড ট্র্যাক্ট সোসাইটি অফ পেনসিলভেনিয়া লেখা থাকা উচিত।