সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আপনি নিশ্চয়ই এই সুযোগটা হারাতে চাইবেন না!

আপনি নিশ্চয়ই এই সুযোগটা হারাতে চাইবেন না!

আপনি নিশ্চয়ই এই সুযোগটা হারাতে চাইবেন না!

কোন্‌ সুযোগ? যিহোবার সাক্ষিদের “ঈশ্বরের বাক্যের কার্যকারীরা” জেলা সম্মেলনে যোগ দেওয়ার সুযোগ! আমেরিকাতে এই সম্মেলন মে মাসে শুরু হবে আর এর পরে কয়েক মাস ধরে সারা পৃথিবীতে হতে থাকবে। বেশির ভাগ জায়গাতেই শুক্রবার সকাল ৯:৩০ মিনিটে যন্ত্রসংগীত দিয়ে সম্মেলন শুরু হবে।

ঈশ্বরের বাক্য কী বলে তাতে মন দেওয়ার কথা বলার পর সকালের পর্বে “যিহোবার মঙ্গলভাবে আনন্দ করুন” এবং “যিনি অদৃশ্য তাঁকে দেখেছেন ভেবে স্থির থাকুন” বক্তৃতাগুলো হবে। এরপর সম্মেলনের মুখ্য বক্তৃতা “আশ্চর্য কার্যকারী—যিহোবার প্রশংসা করুন” বক্তৃতা দিয়ে সকালের পর্ব শেষ হবে।

দুপুরের পর্বের প্রথম বক্তৃতা হল “ভাল কাজ করতে করতে নিরুৎসাহ হবেন না।” এর পরে একটা সিম্পোজিয়াম বক্তৃতা হবে আর এই সিম্পোজিয়াম তিন ভাগে আলোচনা করা হবে যে কী করে জীবনসাথি বেছে নেওয়া যায়, আধ্যাত্মিক দিক দিয়ে শক্তিশালী পরিবার গড়ে তোলা যায় এবং ছেলেমেয়েদের যিহোবাকে ভালবাসতে শেখানো যায়। প্রথম দিনের শেষ বক্তৃতা হল “যিহোবার সংগঠনের সঙ্গে সঙ্গে চলা।” আজকের দিনে ঈশ্বরের উদ্দেশ্য কী করে ধীরে ধীরে বোঝা গেছে তা এই বক্তৃতায় আলোচনা করা হবে।

শনিবার সকালে আরেকটা সিম্পোজিয়াম বক্তৃতা হবে, যেটার নাম “ঈশ্বরের বাক্যের পরিচারকেরা।” আমরা কী করে শিষ্য তৈরির কাজ করে যেতে পারি এই বক্তৃতায় তার ওপর কিছু পরামর্শ দেওয়া হবে। এরপর একটা আগ্রহজনক বক্তৃতা হবে, যেটার নাম “ঈশ্বরকে লজ্জায় না ফেলা।” এটার পর বাপ্তিস্মের বক্তৃতা হবে এবং যারা বাপ্তিস্ম নেওয়ার যোগ্য তারা বাপ্তিস্ম নিতে পারবেন।

দুপুরের পর্বে তিন অংশের আরও একটা সিম্পোজিয়াম বক্তৃতা হবে আর এটার নাম “আধ্যাত্মিক দিক দিয়ে দৃঢ় হতে প্রাণপণ চেষ্টা করুন।” কী করে আধ্যাত্মিকতা গড়ে তোলা যায় তার ওপর এই বক্তৃতাগুলোতে বাস্তব পরামর্শ দেওয়া হবে। “ঈশ্বরের বাক্যের দিন দিন উজ্জ্বল হওয়া জ্যোতিতে চলা” বক্তৃতা দিয়ে এই পর্ব শেষ হবে। এই বক্তৃতায় যিশাইয় ২৫ ও ২৬ অধ্যায়ের ওপর আলোচনা করা হবে এবং বাইবেলের এই আগ্রহজনক বইটাকে আমরা কী করে আরও ভালভাবে বুঝতে পারি তা বুঝিয়ে দেওয়া হবে।

রবিবার সকালে তিন অংশের সিম্পোজিয়াম বক্তৃতা হবে, যেটার নাম “যারা ঈশ্বরের ইচ্ছা মেনে চলছেন সফনিয়ের ভবিষ্যদ্বাণী তাদের জন্য অর্থ রাখে।” এই বক্তৃতাগুলোতে বুঝিয়ে দেওয়া হবে যে কী করে এই ভবিষ্যদ্বাণী প্রাচীনকালে যিহুদি জাতির জন্য পরিপূর্ণ হয়েছিল আর কী করে এটা আমাদের দিনে, বিশেষ করে এই জগতের ধর্মগুলোর জন্য পরিপূর্ণ হচ্ছে। এরপর আপনি একটা নাটক দেখতে পাবেন। নাটকের নাম “যে উদাহরণগুলো আজকে আমাদের সাবধান করে।” প্রতিজ্ঞাত দেশে যাওয়ার ঠিক আগে ইস্রায়েলীয় পুরুষেরা যে যৌন অনৈতিকতার ফাঁদে পা দিয়েছিল তা এই নাটকে দেখানো হবে। সম্মেলনের শেষ দিনে রবিবার দুপুরের পর্বে জনসাধারণের জন্য একটা বক্তৃতা হবে, যেটার নাম “ঈশ্বরের আশ্চর্য কাজগুলোর দিকে কেন মনোযোগ দেবেন।”

তিন দিনের এই সম্মেলনে আসার জন্য এখনই পরিকল্পনা করুন। আপনার বাড়ির সবচেয়ে কাছে যে সম্মেলনটা হবে তার ঠিকানা জানার জন্য আপনার এলাকার যিহোবার সাক্ষিদের কিংডম হলে যোগাযোগ করুন বা এই পত্রিকার প্রকাশকদের কাছে চিঠি লিখুন।