সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

লক্ষ লক্ষ লোকেরা যাচ্ছেন আপনিও কি যাবেন?

লক্ষ লক্ষ লোকেরা যাচ্ছেন আপনিও কি যাবেন?

লক্ষ লক্ষ লোকেরা যাচ্ছেন আপনিও কি যাবেন?

লক্ষ লক্ষ ব্যক্তিরা কোথায় যাচ্ছেন? তারা যীশু খ্রীষ্টের মৃত্যু বার্ষিকী উদ্‌যাপন করতে যাচ্ছেন। ২০০০ সালে সারা পৃথিবীতে মোট ১,৪৮,৭২,০৮৬ জন যোগ দিয়েছিলেন।

কেন লোকেরা সেখানে যায়? কারণ খ্রীষ্টের মৃত্যু মানবজাতির জন্য এক বিশেষ অর্থ রাখে। এর মাধ্যমে শীঘ্রিই অসুস্থতা, দুঃখকষ্ট এবং মৃত্যু থেকে রেহাই পাওয়া যাবে। এমনকি আমাদের যে প্রিয়জনরা মারা গেছে, তারা পরমদেশ পৃথিবীতে পুনরুত্থিত হবে।

এখন প্রশ্ন আসে যে, যীশুর মৃত্যু কীভাবে এত আশীর্বাদ নিয়ে আসে? এর উত্তর জানার জন্য আমরা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। যিহোবার সাক্ষিরা আপনাকে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আসার জন্য অভ্যর্থনা জানান।

আপনার বাড়ির কাছাকাছি যে কিংডম হল আছে সেখানে আসুন। এই বছর ৮ই এপ্রিল রবিবার সূর্যাস্তের পর তা উদ্‌যাপন করা হবে। আপনার এলাকার যিহোবার সাক্ষিদের জিজ্ঞেস করে সঠিক সময়টা জেনে নিন।(g০১ ৩/২২)