সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

তার বিশ্বাসকে এটা দৃঢ় করেছিল

তার বিশ্বাসকে এটা দৃঢ় করেছিল

তার বিশ্বাসকে এটা দৃঢ় করেছিল

নিউ ইয়র্ক শহরের এক মহিলা যুদ্ধবিহীন এক জগৎ কি কখনও সম্ভব? (ইংরেজি) ৩২ পৃষ্ঠার এই ব্রোশার সম্বন্ধে লিখেছিলেন: “এটার জন্য আমি কতটা কৃতজ্ঞ এবং এটা পড়ে আমার কতটা ভাল লেগেছে, তা আপনাদেরকে লিখে না জানিয়ে আমি থাকতে পারিনি। যদিও আমি একজন যিহুদি নই এবং আমার মা, যিনি একজন যিহোবার সাক্ষি তিনি আমাকে মানুষ করেছেন কিন্তু কোন সাহিত্য কখনও আমার মনকে এতটা নাড়া দেয়নি!

“প্রথমে এটা পড়তে আমি একটু দ্বিধা করি কারণ আমি ভেবেছিলাম যে যেহেতু এটা বিশেষ করে যিহুদিদের উদ্দেশে লেখা হয়েছে, তাই আমার পক্ষে এটা বোঝা কঠিন হবে। আমার ধারণা ভুল ছিল। এর মধ্যে সব কিছু খুব স্পষ্টভাবে ও যুক্তি দিয়ে তুলে ধরা হয়েছে।”

ইতিহাস দেখায় যে, কিছু লোক প্রচণ্ড কষ্ট ভোগ করেছেন। যিহুদিরা সেই লোকেদের মধ্যে রয়েছেন, বিশেষ করে গত শতাব্দীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিরা যখন হত্যাকাণ্ড চালিয়েছিল, তখন যিহুদিরা তা ভোগ করেছিলেন। আমরা আপনাকে যুদ্ধবিহীন এক জগৎ কি কখনও সম্ভব? নামের ব্রোশারটা পড়তে আমন্ত্রণ জানাই। এর মধ্যে এইধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে যেমন, “ঈশ্বর কেন দুষ্টতা থাকতে অনুমতি দিয়েছেন?” “সত্য ঈশ্বরকে জানা—এর মানে কী?” এবং “জাতিগুলোকে কে শান্তির দিকে নিয়ে যাবে?”

আরও জানার জন্য আপনি এখানে দেওয়া কুপনটা ভরে এবং এটাতে যে ঠিকানা দেওয়া আছে বা ৫ পৃষ্ঠায় দেওয়া যে কোন উপযুক্ত ঠিকানায় ডাকযোগে পাঠিয়ে আবেদন জানাতে পারেন।(g০১ ৬/২২)

□আমাকে যুদ্ধবিহীন এক জগৎ কি কখনও সম্ভব? (ইংরেজি) ব্রোশারের একটা কপি পাঠান।

□বিনা পয়সায় বাইবেল অধ্যয়ন করানোর জন্য দয়া করে আমার সঙ্গে দেখা করুন।