আমাদের পাঠক-পাঠিকাদের থেকে
আমাদের পাঠক-পাঠিকাদের থেকে
ভাল স্বাস্থ্য “সবার জন্য ভাল স্বাস্থ্য—এটা কি সম্ভব?” (জুলাই-সেপ্টেম্বর, ২০০১) নামের ধারাবাহিক প্রবন্ধগুলো থেকে আমি যে-সান্ত্বনা ও উৎসাহ পেয়েছি, তা ভাষায় প্রকাশ করা যাবে না। আমি মানসিক রোগে ভুগছি আর আগে আত্মহত্যা করার কথাও ভেবেছি। রোজ আমি ভাবি, ‘আজকের দিনটা কীভাবে পার করব?’ এই পত্রিকা আমাকে প্রকাশিত বাক্য ২১:৪ পদে ‘আমাদের নেত্রজল মুছাইয়া দেওয়ার’ বিষয়ে যিহোবার প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দিয়েছে।
চ. টি., জাপান (g০২ ২/৮)
আপনাদের চমৎকার প্রবন্ধগুলোর জন্য ধন্যবাদ। আমি একজন নেচারোপ্যাথিক ডাক্তার এবং সেই সময়ের দিকে তাকিয়ে আছি যখন আর কোন অসুখবিসুখ থাকবে না। এরপর আমি আমার কাজ থেকে স্বস্তি পাব এবং কৃষিকাজে রত হতে পারব, যেটা আমার পছন্দের কাজের তালিকায় দ্বিতীয়!
বি. কে., যুক্তরাষ্ট্র (g০২ ২/৮)
মথ আমার বয়স ১৪ বছর এবং “সুন্দর মথ” (জুলাই-সেপ্টেম্বর, ২০০১) প্রবন্ধটা পড়ে আমার খুবই ভাল লেগেছে। আমি সবসময় ভাবতাম যে, মথ দেখতে অত্যন্ত ভয়ংকর কিন্তু এই প্রবন্ধটা পড়ার পর আমি এখন থেকে এদেরকে মারার আগে আরেকবার ভেবে দেখব!
ডি. এস., যুক্তরাষ্ট্র (g০২ ২/৮)
এই প্রবন্ধটা পড়ার সময় আমার পায়ে একটা মথ এসে বসে। মথ দেখতে যে এত সুন্দর, তা আমি এর আগে কখনও দেখিনি! প্রকৃতি সত্যিই চমৎকার এবং আমরা যদি তা মন দিয়ে খেয়াল করি, তা হলে ঈশ্বরের প্রতি আমাদের ভালবাসা আরও গভীর হবে।
জে. পি., ইতালি (g০২ ২/৮)
যিহোবা যে-মথ সৃষ্টি করেছেন, এর সৌন্দর্য ও বৈচিত্র্য উপলব্ধি না করায় আমি এগুলোকে একঘেঁয়ে এক পতঙ্গ হিসেবে ভাবতাম। এই প্রবন্ধটা পড়ার ঠিক পরেই আমি যখন বাগানে জল দিচ্ছিলাম, তখন একটা সুন্দর মথ আমার কাছে আসে। সৃষ্টি এবং এটাকে আরও মন দিয়ে দেখতে সাহায্য করতে এই প্রবন্ধ জোগানোর জন্য আমি যিহোবাকে ধন্যবাদ জানিয়েছিলাম।
কে. এস., যুক্তরাষ্ট্র (g০২ ২/৮)
ঘৃণা সম্প্রতি আমার দাদা আমার কাছে আসে। সে নিজেকে একজন সংকীর্ণমনা ব্যক্তি বলে মনে করে, তা আমি জানতাম না। সে বিভিন্ন জাতির সম্বন্ধে কথা বলে এবং তাদের প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করে। আমি তাকে সাহায্য করতে চেয়েছিলাম কিন্তু কীভাবে বিষয়টা বলব, তা জানতাম না। যখনই আমি ২০০১ সালের অক্টোবর-ডিসেম্বর সংখ্যার “ঘৃণার চক্রকে ভেঙে ফেলা” ধারাবাহিক প্রবন্ধটা দেখি, তখনই আমি বুঝতে পারি যে, এটা ছিল আমার প্রার্থনার উত্তর।
এল. বি., যুক্তরাষ্ট্র (g০২ ৩/২২)
আপনারা যা লিখেছেন, তা একজন যুক্তিবাদী লোকের পক্ষে মেনে নেওয়া অসম্ভব। আপনার বলেছেন: “বাইবেল বলে যে, অসিদ্ধ মানুষ খারাপ বৈশিষ্ট্য ও খুঁত নিয়ে জন্মেছে। (আদিপুস্তক ৬:৫; দ্বিতীয় বিবরণ ৩২:৫) ওই কথাগুলো অবশ্যই সমস্ত লোকেদের বেলায় খাটে।” কিন্তু এই শাস্ত্রপদগুলোতে দুটো নির্দিষ্ট সময় ও জায়গার লোকেদের উদ্দেশে বলা হয়েছিল। এটা কখনোই সমস্ত মানুষের প্রতি প্রযোজ্য হতে পারে না।
ডি. জ., চেক প্রজাতন্ত্র
“সচেতন থাক!” উত্তর দেয়: এটা ঠিক যে, এই কথাগুলো জলপ্লাবনের আগের লোক ও ইস্রায়েল জাতির প্রতি নির্দিষ্টভাবে প্রযোজ্য। কিন্তু, বাইবেল বারবার স্পষ্ট করে দেয় যে “সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরব-বিহীন হইয়াছে।” (রোমীয় ৩:২৩, ২৪; ৫:১২; ইয়োব ১৪:৪; গীতসংহিতা ৫১:৫) তাই মানব অসিদ্ধতার উদাহরণ হিসেবে ইস্রায়েলীয় এবং জলপ্লাবনের আগের লোকেদের বিষয় তুলে ধরা হয়েছে। (g০২ ৩/২২)
নাভাজো স্যান্ডি ইয়াসি জোসি নামে একজন নাভাজো মহিলার বলা “ঈশ্বরের নাম আমার জীবনকে পালটে দিয়েছিল!” (অক্টোবর-ডিসেম্বর, ২০০১) নামের গঠনমূলক ও অপূর্ব প্রবন্ধটার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চেয়েছিলাম। তার কথাগুলো আমার হৃদয়কে স্পর্শ করেছে ও তা পড়ে আমার চোখে জল এসে গেছে। প্রেম ও সুখ খুঁজে পেতে তার ভ্রমণের কথা ও তার হতাশা কাটিয়ে ওঠার বিষয়টা পড়া আমাকে আশা দিয়েছে। আমি বুঝতে পেরেছি যে, যিহোবা আমাদেরকে কত ভালবাসেন!
এ. এস., যুক্তরাষ্ট্র (g০২ ৩/২২)