সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আপনি কি জানেন?

আপনি কি জানেন?

আপনি কি জানেন?

(এই কুইজের উত্তরগুলো উল্লেখিত বাইবেল পদে পাওয়া যাবে আর উত্তরের পুরো তালিকা এই পত্রিকার ১৬ পৃষ্ঠায় ছাপানো হয়েছে। আরও তথ্য জানার জন্য যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত “শাস্ত্রের প্রতি অন্তর্দৃষ্টি,” ইংরেজি বই থেকে সাহায্য নিতে পারেন।)

১.যিশাইয় কেন যিহোবার দিনে সোনা রুপোর তৈরি সমস্ত প্রতিমা চামচিকার কাছে নিক্ষেপ করার বিষয়ে বলেন? (যিশাইয় ২:২০)

২.ইস্রায়েলীয়দেরকে কেন তাদের ক্ষেত্রের কোণস্থ শস্য পুরো কাটতে নিষেধ করা হয়েছিল? (লেবীয় পুস্তক ১৯:৯)

৩.যদি একজন লোক তার দাসের চোখ বা দাঁতের কোন ক্ষতি করত, তা হলে মোশির ব্যবস্থা অনুযায়ী তাকে কী করতে হতো? (যাত্রাপুস্তক ২১:২৬, ২৭)

৪.একজন খুনি একমাত্র কখন আশ্রয়-নগর ত্যাগ করতে পারত? (গণনাপুস্তক ৩৫:২৫)

৫.কর্ণীলিয় ঈশ্বরের কাছে প্রার্থনা করার পর, তার কাছে পিতরের আসতে কতটা সময় লেগেছিল? (প্রেরিত ১০:৩০-৩৩)

৬.“যাহারা দলাদলি ও বিঘ্ন জন্মায়” তাদের বিষয়ে পৌল কোন্‌ পদক্ষেপ নেওয়ার বিষয়ে বলেছিলেন? (রোমীয় ১৬:১৭)

৭.ইয়োব যাতে তার আনুগত্যের বিষয়ে আপোশ করেন, সেই চেষ্টায় শয়তান ইয়োবের শরীরের ওপর কীধরনের দুর্দশা নিয়ে এসেছিল? (ইয়োব ২:৭)

৮.ইস্রায়েলীয়রা প্রথমে যখন মান্না খেয়েছিল ও বিশ্রামবারের ব্যবস্থা প্রথম কার্যকর হয়েছিল, তখন তারা কোথায় ছিল? (যাত্রাপুস্তক ১৬:১)

৯.এহূদ কীভাবে মোয়াবের রাজা ইগ্লোনকে হত্যা করেছিলেন? (বিচারকর্ত্তৃগণের বিবরণ ৩:১৬)

১০.রোমের কোন্‌ প্রদেশে সাতটা মণ্ডলী ছিল, যেখানে যোহন তার বার্তা পাঠিয়েছিলেন? (প্রকাশিত বাক্য ১:৪)

১১.যীশুকে প্রায়ই কোন্‌ প্রাণীর সঙ্গে তুলনা করা হয়েছে এবং কেন? (যোহন ১:২৯)

১২.স্থল থেকে আলাদা পৃথিবীর পুরো জলের জন্য কোন্‌ শব্দ ব্যবহার করা হয়েছে? (হবক্‌কূক ২:১৪)

১৩.নোহ জাহাজের বাইরের দিকে কোন্‌ জল প্রতিরোধক উপাদান ব্যবহার করেছিলেন? (আদিপুস্তক ৬:১৪, NW)

১৪.খ্রীষ্ট সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার পর স্বর্গে কী হয়েছিল? (প্রকাশিত বাক্য ১২:৭)

১৫.যীশু তাঁর শেষ নিস্তারপর্ব পালনের আয়োজন করার জন্য কোন্‌ দুজন শিষ্যকে প্রেরণ করেছিলেন? (লূক ২২:৭-১৩)

১৬.যীশু কোন্‌ প্রাণীর ওপর চড়ে বিজয়ীর মতো যিরূশালেমে প্রবেশ করবেন বলে ভবিষ্যদ্বাণী করা ছিল? (সখরিয় ৯:৯)

১৭.অলস ব্যক্তিকে কোন্‌ ক্ষুদ্র পতঙ্গকে অনুকরণ করতে বলা হয়েছে? (হিতোপদেশ ৬:৬)

১৮.যীশুকে রক্ষা করার জন্য পিতর তার খড়্গ ব্যবহার করায় কী ঘটেছিল? (যোহন ১৮:১০)

১৯.ফরীশীরা তাদের রীতিনীতি পালন করার বিষয়ে যাতে কলুষিত না হয়ে পড়ে, এর জন্য তারা কোন্‌ ক্ষুদ্র পতঙ্গকে ছেঁকে তোলার জন্য খুবই সতর্কতার সঙ্গে পরীক্ষা করত? (মথি ২৩:২৪)

২০.কোন্‌ ব্যক্তি যিহোবার চেয়ে তার নিজের ছেলেদের বেশি গৌরবান্বিত করেছিলেন? (১ শমূয়েল ২:২২, ২৯) (g০২ ৪/৮)

কুইজের উত্তর

১.কারণ এইধরনের প্রতিমাগুলো সম্মান এবং খ্যাতি নয় বরং অন্ধকার এবং অশুচি স্থান পাওয়ার যোগ্য

২.যাতে দুঃখী এবং বিদেশিদের কুড়িয়ে নেওয়ার মতো কিছু থাকে

৩.দাসকে মুক্ত করে দিতে হতো

৪.মহাযাজক মারা যাওয়ার পর

৫.চারদিন

৬.তাদেরকে চিনে রাখতে এবং তাদের থেকে দূরে থাকতে বলেছিলেন

৭.সে ইয়োবের সমস্ত শরীর বিষাক্ত ফোঁড়ায় ভরিয়ে দিয়েছিল

৮.সীন প্রান্তরে

৯.দুই দিকে ধারালো একটা খড়্গ দিয়ে

১০.এশিয়া

১১.মেষশাবকের। যীশুর বলিদানমূলক ভূমিকার জন্য

১২.সমুদ্র

১৩.আলকাতরা

১৪.একটা যুদ্ধ হয় আর এর ফলে শয়তানকে স্বর্গ থেকে নিক্ষেপ করা হয়

১৫.পিতর ও যোহন

১৬.একটা গাধা

১৭.পিঁপড়া

১৮.তিনি মহাযাজকের দাস মল্কের ডান কান কেটে ফেলেছিলেন

১৯.মশা

২০.মহাযাজক এলি