সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

অনুকরণকারী পাখিগুলো বিপদের মধ্যে রয়েছে

অনুকরণকারী পাখিগুলো বিপদের মধ্যে রয়েছে

অনুকরণকারী পাখিগুলো বিপদের মধ্যে রয়েছে

ব্রিটেনের সচেতন থাক! লেখক কর্তৃক

টিয়া পাখির প্রজাতি “পৃথিবীতে বিভিন্ন পাখির মধ্যে সবচেয়ে বেশি বিপদের মধ্যে রয়েছে,” মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ড. তীমথি রাইট বলেন। দুঃখের বিষয় যে, এদের অপূর্ব রংবেরঙের পরিশোভিত পালক ও মানুষের কণ্ঠস্বর অনুকরণ করার চমৎকার ক্ষমতা তাদের নিশ্চিহ্ন হওয়ার বিপদের কারণ হয়েছে।

আগ্রহের বিষয় যে, সা.কা.পূ. পঞ্চম শতাব্দীর একজন গ্রিক ডাক্তার এক পোষা দীর্ঘপুচ্ছ টিয়া পাখি সম্বন্ধে সবচেয়ে পরিচিত প্রাচীন বিবরণ লিখেছিলেন। তিনি খুব অবাক হয়ে গিয়েছিলেন যখন সেই পাখি গ্রিক শব্দ ও সেইসঙ্গে তার জন্মভূমি ভারতের ভাষায় কিছু শব্দ বলতে শুরু করেছিল।

আজকে টিয়া পাখিদের অনুকরণ করার ক্ষমতার প্রতি আকর্ষণ, এক পোষা পাখি হিসেবে এদের জনপ্রিয়তাকে এবং বেআইনিভাবে পাখি ধরার ব্যাবসাকে বৃদ্ধি করে। গত ২০ বছর ধরে করা গবেষণা ইঙ্গিত করে যে, ১৪টা দেশের ২১ প্রজাতির টিয়া পাখির মধ্যে শিকারিরা ৩০ শতাংশ পাখির বাসাকে নষ্ট করেছে এবং ৪টে প্রজাতির মধ্যে সেই সংখ্যা ছিল ৭০ শতাংশ। এই পাখির জন্মের হার ধীর গতিতে হওয়ায়, সাধারণত এক বছরে একটা বাসা ভর্তি ডিম পাড়ার ও সেইসঙ্গে এদের বাসাগুলো নষ্ট হওয়ার কারণে পাখির দাম অনেক বেড়ে গিয়েছে—পাখি যত কমে, দাম তত বাড়ে।

কয়েকটা প্রজাতির সংখ্যা কমে যাওয়া সম্বন্ধে যে-রিপোর্ট পাওয়া যাচ্ছে, তা এগুলোর লুপ্ত হয়ে পড়ার বিপদের প্রচণ্ডতাকে স্পষ্ট করে। অনুমান করা হয় যে, ব্রাজিলে ২০০রও কম লিয়ারস ম্যাকোও রয়েছে। পুয়ের্টো রিকোর টিয়া পাখির অবস্থা খুব খারাপ, ৫০টারও কম টিয়া পাখি জঙ্গলে বেঁচে রয়েছে। স্পিক্স ম্যাকোও যেটা জঙ্গলে লুপ্ত হয়ে পড়ছে বলে মনে করা হতো, সেটার সংরক্ষণ ক্যাপ্টিভ ব্রিডিং অর্থাৎ বন্দি করে বংশ বৃদ্ধি করার প্রচেষ্টার ওপর পুরোপুরি নির্ভর করে।

এই অপূর্ব সুন্দর পাখিগুলো যতদিন থাকবে, এগুলো একজন সৃষ্টিকর্তা সম্বন্ধে সাক্ষ্য দিয়ে যাবে, যিনি এদের অসাধারণ রূপ ও উল্লেখযোগ্য ক্ষমতা দেখে অবশ্যই খুশি হন। মানুষের লোভ কি টিয়া পাখিগুলোকে লুপ্ত করে দেবে? সময়ই তা বলে দেবে। সেই সময় পর্যন্ত, এই অনুকরণকারী পাখিগুলো বিপদের মধ্যে রয়ে যাবে। (g০২ ৭/২২)

[৩১ পৃষ্ঠার চিত্রগুলো]

পুয়ের্টো রিকোর টিয়া পাখিগুলো

স্পিক্স ম্যাকোওগুলো

লিয়ার্স ম্যাকোও

[সৌজন্যে]

পুয়ের্টো রিকোর টিয়া পাখিগুলো: U.S. Geological Survey/Photo by James W. Wiley; লিয়ার্স ম্যাকোও: © Kjell B. Sandved/Visuals Unlimited; স্পিক্স ম্যাকোওগুলো: Progenies of and courtesy of Birds International, Inc.