তারা সকলে এটা গ্রহণ করেছিল
তারা সকলে এটা গ্রহণ করেছিল
সুইজারল্যান্ডের বেসলের একটা স্কুলে একজন শিক্ষক ঘোষণা করেছিলেন যে, ছাত্র-ছাত্রীরা তাদের পছন্দসই যেকোন বিষয়ের ওপর ১০ থেকে ১৫ মিনিটের জন্য একটা বক্তৃতা প্রস্তুত করবে। পনেরো বছর বয়সী রোজি তার বিষয় হিসেবে যা বেছে নিয়েছিল তা ছিল, “তোমার যৌবন—এর থেকে সর্বোত্তম লাভ করা।”
সহপাঠীরা জিজ্ঞেস করেছিল ‘এটা কীধরনের বিষয়? তুমি কি মাদকদ্রব্য সম্বন্ধে কথা বলতে যাচ্ছ?’
সে উত্তর দিয়েছিল “তোমরা জানতে পারবে।”
তার বক্তৃতার শেষে ছাত্র-ছাত্রীরা হাততালি দিয়েছিল। এরপর রোজি বলেছিল: “একজনের যৌবন থেকে কীভাবে সর্বোত্তম লাভ করতে পারে সেই সম্বন্ধে পনেরো মিনিটের জন্য বলা যথেষ্ট নয়।” তাই সে বলেছিল: “তোমাদের সবার জন্য আমার কাছে একটা উপহার রয়েছে।” সে প্রত্যেকটা ছাত্র-ছাত্রীকে যুবক-যুবতীদের জিজ্ঞাস্য—যে উত্তরগুলো কাজ করে (ইংরেজি) বইয়ের একটা করে মোট ২০টা কপি দেয়। সেগুলো সুন্দরভাবে মোড়ানো ছিল ও প্রত্যেক সহপাঠীর নামে একটা করে ছিল।
সবাই কৃতজ্ঞতার সঙ্গে বইটা গ্রহণ করেছিল ও পরে তাদেরকে সেটার সূচিপত্র ঘাঁটতে দেখা গিয়েছিল, যেটার মধ্যে এই অধ্যায়গুলো ছিল যেমন: “বাবামার কাছ থেকে কীভাবে আমি আরও বেশি স্বাধীনতা পেতে পারি?,” “কীভাবে আমি প্রকৃত বন্ধু পেতে পারি?,” “কোন্ ধরনের বৃত্তি আমার বেছে নেওয়া উচিত?,” “বিয়ের আগে যৌন সম্পর্কের বিষয়ে কী বলা যায়?” এবং “আমি কীভাবে জানব যে এটা সত্যিকারের ভালবাসা কিনা?”
সব মিলিয়ে ৩৯টা অধ্যায় রয়েছে। আপনি যদি আরও কিছু জানতে চান, তা হলে এখানে দেওয়া কুপনটা পূরণ করে এবং এটাতে যে-ঠিকানা দেওয়া আছে সেখানে বা ৫ পৃষ্ঠায় দেওয়া যেকোন উপযুক্ত ঠিকানায় তা ডাকযোগে পাঠাতে পারেন।
□ যুবক-যুবতীদের জিজ্ঞাস্য—যে উত্তরগুলো কাজ করে (ইংরেজি) বইটার বিষয়ে আমাকে আরও বেশি কিছু জানান।
□ বিনা পয়সায় গৃহ বাইবেল অধ্যয়নের জন্য দয়া করে আমার সঙ্গে দেখা করুন।