সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

তারা যেভাবে ঠোঁটের ভাষা পড়ে

তারা যেভাবে ঠোঁটের ভাষা পড়ে

তারা যেভাবে ঠোঁটের ভাষা পড়ে

ব্রিটেনের সচেতন থাক! লেখক কর্তৃক

একটা পার্কে সন্ত্রাসী হিসেবে সন্দেহজনক দুজন লোক কথা বলার সময় ভিডিওতে তাদের ছবি তুলে ধরা হয়। তারা কী বলছিল তা কেউই শুনতে পারেনি—কিন্তু, পুলিশ তাদের গ্রেপ্তার করেছিল এবং এরপর অনেক বছরের জন্য তাদের জেল হয়েছিল। তাদের রেকর্ড করা কথাবার্তা, ঠোঁটের ভাষা পড়তে পারেন ব্রিটেনের এমন একজন বিশেষজ্ঞ সাক্ষি পড়েন এবং এটাকে ব্রিটিশ পুলিশদের এক “অতীব কার্যকর গোপন অস্ত্র” বলে বর্ণনা করা হয়।

ঠোঁটের ভাষা পড়ার শৈলী সম্বন্ধে আরও জানার জন্য আমি মাইক ও ক্রিস্টিনার কাছে গিয়েছিলাম। ক্রিস্টিনা তিন বছর বয়স থেকেই বধির ছিলেন। পরে তিনি বধিরদের স্কুলে যোগ দিয়েছিলেন, যেখানে তাকে ঠোঁটের ভাষা পড়তে শেখানো হয়েছিল। মাইক ঠোঁটের ভাষা পড়তে নিজে নিজেই শিখেছিলেন, যে-দক্ষতাটি তিনি ক্রিস্টিনাকে বিয়ে করার পর অর্জন করেছেন।

ঠোঁটের ভাষা পড়া কতটা কঠিন? “আপনাকে ঠোঁট, জিহ্বা এবং নিচের চোয়ালের গঠন ও নড়াচড়ার ওপর মনোযোগ দিতে হবে,” মাইক বলেন। ক্রিস্টিনা আরও বলেন: “আপনার সঙ্গে যে-ব্যক্তি কথা বলছেন, তার দিকে তাকিয়ে মনোযোগের সঙ্গে খেয়াল করতে হবে এবং ঠোঁটের ভাষা পড়ার ক্ষমতা যখন বেড়ে যাবে, তখন আপনি মৌখিক ভাবভঙ্গি ও সেইসঙ্গে অঙ্গভঙ্গিও ভালভাবে খেয়াল করুন।”

একটা বড় ভুল যা আমি শিখেছি তা হল, যে-ব্যক্তি কথা বলছেন তিনি যদি চিৎকার করেন বা তার ঠোঁটের নড়াচড়াকে অতিরঞ্জিতভাবে প্রকাশ করেন। এইধরনের বিকৃতি বিভ্রান্তিজনক ও মূল উদ্দেশ্যকে হারিয়ে ফেলতে পারে। ঠোঁটের ভাষা পড়ার ওপর দক্ষতা অর্জন করার পর পাঠকের পক্ষে এমনকি নির্দিষ্ট আঞ্চলিক উপভাষাগুলোও বোঝা সম্ভব। কিন্তু, এগুলো করা অবশ্যই এত সহজ নয়! ঠোঁটের ভাষা পড়তে শিক্ষা দেয় এমন একটা সংগঠন, হিয়ারিং কনসার্ন বেশ খোলাখুলিভাবে বলে: “ঠোঁটের ভাষা পড়ার জন্য দরকার অভ্যাস, অভ্যাস আর কেবলই অভ্যাস।”

ক্রিস্টিনা স্বীকার করেন যে, অনেক সময় অজান্তে বাস বা ট্রেনে কারও আলোচনা “শুনে” ফেলার দরুণ তিনি বিব্রত বোধ করেছেন। এই ক্ষেত্রে তিনি যেটা করতে পারেন তা হল, সঙ্গে সঙ্গে সেখান থেকে চোখ সরিয়ে ফেলা। কিন্তু তার এই দক্ষতা একটা সুরক্ষাস্বরূপ হতে পারে। ক্রিস্টিনা এখন আর টেলিভিশনে ফুটবল খেলা দেখেন না কারণ কিছু খেলোয়াড় যে-ভাষা ব্যবহার করে, তা দেখে প্রায়ই তিনি বিরক্ত হন।

খুব কম লোকই হয়তো ব্রিটিশ পুলিশদের এই ‘গোপন অস্ত্রে’ পারদর্শী হয়ে উঠবে। কিন্তু, শ্রবণশক্তি হারিয়ে ফেলার পর এমনকি সামান্য ঠোঁটের ভাষা পড়তে পারার ক্ষমতা অর্জন করাও মূল্যবান প্রমাণিত হতে পারে। (g০২ ১০/০৮)

[৩১ পৃষ্ঠার চিত্র]

ক্রিস্টিনা

[৩১ পৃষ্ঠার চিত্র]

মাইক