সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

যুবক-যুবতীদের জন্য একটি বই

যুবক-যুবতীদের জন্য একটি বই

যুবক-যুবতীদের জন্য একটি বই

আরখ্যাংগ্যালস্ক্‌ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী রাশিয়াতে যিহোবার সাক্ষিদের শাখা অফিসে লেখে। সে ব্যাখ্যা করে যে, রাস্তায় কোনো এক ব্যক্তির কাছ থেকে সে সাক্ষিদের দ্বারা প্রকাশিত একটা পত্রিকা পেয়েছিল। “এটি আমাকে জীবন এবং ঈশ্বর ও ধর্ম সম্বন্ধে আমি যা জানি, সেই বিষয়ে ভেবে দেখতে পরিচালিত করেছিল,” সে লেখে। “এখন আমি বাইবেল অধ্যয়ন করতে চাই। আমি সেই ব্যক্তির সম্বন্ধে আরও বেশি জানতে চাই, যিনি আমাদের কাউকে না জেনেই তাঁর জীবন আমাদের পাপের ও পরিত্রাণের জন্য দিয়েছেন।”

তার চিঠিতে এও বলা ছিল: “আপনারা অতি প্রয়োজনীয় এক কাজ সম্পাদন করছেন, বিশেষ করে ছেলেমেয়েদেরকে ভাল ও মন্দের মধ্যে পার্থক্য বুঝিয়ে দিয়ে। আসলে, তারা স্পঞ্জের মতো, তাদের চারপাশে যা কিছু রয়েছে সেগুলো তারা শুষে নেয় এবং সেগুলোর উপযোগী হওয়ার জন্য নিজেদের সেভাবে পালটায়।” সেই ছাত্রীটির এক ছোট ভাই ও বোন রয়েছে আর সে যুবক-যুবতীদের জিজ্ঞাস্য—যে-উত্তরগুলো কাজ করে (ইংরেজি) বইয়ের একটা কপির জন্য অনুরোধ জানিয়েছে। সে বলেছিল, “আমি আশা করি যে, এই বইটি তাদের স্কুলে ও সমগ্র জীবনে সাহায্য করবে।”

আপনিও এই বইটি সম্বন্ধে আরও কিছু তথ্য পেতে পারেন, যেটা বিশেষ করে আজকে যুবক-যুবতীরা যে-সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছে, সেগুলো মোকাবিলা করার জন্য সাহায্য করতে তৈরি করা হয়েছে। এটার সঙ্গে দেওয়া কুপনটি পূরণ করুন এবং কুপনটিতে অথবা এই পত্রিকার ৫ পৃষ্ঠায় দেওয়া একটি উপযুক্ত ঠিকানায় সেটা ডাকযোগে পাঠান। (g০৩ ৯/৮)

যুবক-যুবতীদের জিজ্ঞাস্য—যে-উত্তরগুলো কাজ করে বইটি সম্পর্কে আমি আরও তথ্য জানতে চাই।

□ বিনামূল্যে গৃহ বাইবেল অধ্যয়ন করানোর জন্য দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করুন।