সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

কীভাবে আমি আমার ভাই বা বোনের ছায়া থেকে বের হয়ে আসতে পারি?

কীভাবে আমি আমার ভাই বা বোনের ছায়া থেকে বের হয়ে আসতে পারি?

যুবক-যুবতীদের জিজ্ঞাস্য . . .

কীভাবে আমি আমার ভাই বা বোনের ছায়া থেকে বের হয়ে আসতে পারি?

“আমি একজন স্বতন্ত্র ব্যক্তি হতে চেয়েছিলাম কিন্তু আমি সবসময়ই মনে করতাম যে, আমাকে আমার বোনদের সুনামের কথা মনে রেখে কাজ করতে হবে। আমি মনে করতাম যে, আমি কখনোই সেই কাজগুলো করতে পারব না যেগুলো আমার বোনেরা সম্পাদন করেছে।”—ক্ল্যার।

তোমার কি কোনো দাদা বা দিদি রয়েছে, যে সবকিছুতে সফল হয় বলে মনে হয়? তোমার বাবামা কি সারাক্ষণ তোমাকে তার মতো হওয়ার জন্য পরামর্শ দেয়? যদি তাই হয়, তা হলে তুমি হয়তো ভয় কর যে তুমি সবসময় দাদা বা দিদির ছায়ার মধ্যে থাকবে—আর তোমার যোগ্যতা সবসময়, তুমি তোমার দাদা বা দিদির সম্পাদিত কাজগুলোর সঙ্গে মিল রেখে কতটা সফল হচ্ছ, সেটার ভিত্তিতে মাপা হবে।

ব্যারির * দুই দাদাই বহু সম্মানিত মিনিস্টিরিয়াল ট্রেনিং স্কুল * থেকে গ্র্যাজুয়েট হয়েছে এবং খ্রিস্টান হিসেবে তাদের চমৎকার সুনাম রয়েছে। ব্যারি স্বীকার করে: “আমার আত্মবিশ্বাস কমে গিয়েছিল কারণ আমি মনে করতাম যে, আমি কখনোই প্রচার কাজে তাদের মতো হতে পারব না বা জনসাধারণ্যে তাদের মতো এত ভালভাবে বক্তৃতা দিতে পারব না। আমি নিজে থেকে বন্ধুত্ব করাকে কঠিন বলে মনে করতাম কারণ আমার দাদারা যখন কোথাও নিমন্ত্রিত হতো, তখন আমি তাদের পিছনে পিছনেই থাকতাম। আমি মনে করতাম যে, লোকেরা আমার সঙ্গে কেবলমাত্র দাদাদের দেখে বন্ধুত্ব করে।”

তোমার যখন কোনো ভাই বা বোন থাকে, যে প্রায়ই প্রশংসা পায় তখন ঈর্ষান্বিত হওয়া স্বাভাবিক। বাইবেলের দিনে অল্পবয়সী যোষেফ তার ভাইদের মধ্যে বিশিষ্ট ছিলেন। এতে তার ভাইয়েরা কেমন বোধ করেছিল? “তাহার ভ্রাতৃগণ তাহাকে দ্বেষ করিত, তাহার সঙ্গে প্রণয়ভাবে কথা কহিতে পারিত না।” (আদিপুস্তক ৩৭:১-৪) অবশ্য, যোষেফ বিনয়ী ছিলেন। কিন্তু তোমার ভাই বা বোন হয়তো তার সফলতাগুলো সম্বন্ধে তোমাকে অনবরতভাবে মনে করিয়ে দিয়ে প্রতিযোগিতা ও বিরক্তি জাগিয়ে তুলতে পারে।

কিছু অল্পবয়সী এই সমস্তকিছুর প্রতি প্রতিক্রিয়া দেখায় বিদ্রোহ করে—হতে পারে স্কুলের পরীক্ষায় ইচ্ছে করে কম নম্বর পেয়ে, খ্রিস্টীয় কাজকর্মে অংশ নেওয়া কমিয়ে দিয়ে বা খারাপ আচরণ করে। তারা হয়তো মনে করতে পারে যে, যেহেতু তারা তাদের ভাই বা বোনের মতো ভাল করতে পারবে না, তাই চেষ্টা করে কোনো লাভ নেই। কিন্তু বিদ্রোহ করা ভবিষ্যতে শুধুমাত্র তোমাকে আঘাতই দেবে। কীভাবে তুমি তোমার ভাই বা বোনের ছায়া থেকে বের হয়ে আসতে পার, যা তোমাকে নিজের সম্বন্ধে ভাল বোধ করাবে?

তাদেরকে অতি উচ্চ স্থানে তুলে ধর না

তোমার দাদা বা দিদি সমস্ত মনোযোগ পায় দেখে তুমি হয়তো মনে করতে পার যে, সে সিদ্ধ আর তুমি কখনও তার মতো হতে পারবে না। কিন্তু সত্যিই কি তাই? বাইবেল স্পষ্টভাবে বিষয়গুলো উল্লেখ করে, যখন তা বলে: “সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরব-বিহীন হইয়াছে।”—রোমীয় ৩:২৩.

হ্যাঁ, ভাইবোনদের যেধরনেরই দক্ষতা বা মেধাই থাকুক না কেন, তবুও তারা আমাদের মতো “সুখদুঃখভোগী মনুষ্য।” (প্রেরিত ১৪:১৫) তাদেরকে অতি উচ্চ স্থানে তুলে ধরার বা তাদেরকে উপাসনার স্থান দেওয়ার কোনো কারণ নেই। একমাত্র মানুষ যিনি সর্বকালের জন্য এক উত্তম উদাহরণ স্থাপন করেছেন, তিনি হলেন যিশু খ্রিস্ট।—১ পিতর ২:২১.

তাদের থেকে শেখ!

এরপর, তোমার পরিস্থিতিকে কিছু শেখার এক সুযোগ হিসেবে দেখার চেষ্টা কর। উদাহরণস্বরূপ, যিশু খ্রিস্টের ভাইবোনদের কথা বিবেচনা কর। (মথি ১৩:৫৫, ৫৬) তারা তাদের সিদ্ধ দাদার কাছ থেকে কী কী শিখতে পারত, তা একটু চিন্তা কর! তা সত্ত্বেও, “তাঁহার ভ্রাতারাও তাঁহাতে বিশ্বাস করিত না।” (যোহন ৭:৫) সম্ভবত, গর্ব ও ঈর্ষা তাদের বিশ্বাসে বাধা দিয়েছিল। যিশুর আত্মিক ভাইয়েরা—তাঁর শিষ্যরাই—তাঁর এই উদার আমন্ত্রণে সাড়া দিয়েছিল: “আমার কাছে শিক্ষা কর।” (মথি ১১:২৯) আর একমাত্র যিশুর পুনরুত্থানের পরই শেষ পর্যন্ত তাঁর মাংসিক ভাইয়েরা যিশুকে উপলব্ধি করেছিল। (প্রেরিত ১:১৪) সেই সময় পর্যন্ত, তারা তাদের বিশিষ্ট দাদার থেকে কিছু শেখার বহু সুবর্ণ সুযোগকে হারিয়েছিল।

কয়িনও একই ভুল করেছিল। তার ভাই হেবল ঈশ্বরের একজন বিশিষ্ট দাস ছিলেন। বাইবেল বলে যে, “সদাপ্রভু হেবলকে ও তাহার উপহার গ্রাহ্য করিলেন।” (আদিপুস্তক ৪:৪) কিন্তু কোনো কারণে ঈশ্বর “কয়িনকে ও তাহার উপহার গ্রাহ্য করিলেন না।” কয়িন কিছুটা নম্রতা দেখাতে এবং তার ভাইয়ের কাছ থেকে শিখতে পারতেন। পরিবর্তে, “কয়িন অতিশয় ক্রুদ্ধ হইল” এবং হেবলকে হত্যা করেছিলেন।—আদিপুস্তক ৪:৫-৮.

কোনো সন্দেহ নেই যে, তুমি কখনোই তোমার ভাই বা বোনের প্রতি অতটা রাগান্বিত হবে না। কিন্তু তুমিও কিছু মূল্যবান সুযোগ হারাতে পার, যদি গর্ব ও ঈর্ষাকে তোমার পথে বাধা হতে দাও। তোমার যদি কোনো ভাই বা বোন থাকে যে অঙ্কে খুব ভাল, ইতিহাসে চমৎকার, তোমার প্রিয় খেলায় তুখোড়, শাস্ত্র সম্বন্ধে উল্লেখযোগ্য জ্ঞান রয়েছে বা খুব ভাল বক্তা, তা হলে তোমার ঈর্ষাকে অবশ্যই প্রতিরোধ করতে হবে! আসলে, “ঈর্ষা সকল অস্থির পচনস্বরূপ” ও তা শুধুমাত্র তোমার ক্ষতিই করতে পারে। (হিতোপদেশ ১৪:৩০; ২৭:৪) বিরক্ত হওয়ার পরিবর্তে তোমার ভাই বা বোন থেকে শেখার চেষ্টা কর। এই সত্যকে মেনে নাও যে, তার মধ্যে কিছু মেধা বা দক্ষতা রয়েছে, যা তোমার মধ্যে নেই। তোমার ভাই বা বোন যেভাবে কাজগুলো করে থাকে তা লক্ষ কর—বা, এর চেয়েও ভাল হয়, তাকে সাহায্য চাও।

ব্যারি, যার বিষয়ে আগে উল্লেখ করা হয়েছে, সে তার দাদাদের দ্বারা স্থাপিত ভাল উদাহরণগুলো থেকে উপকৃত হয়েছিল। সে বলে: “আমি দেখেছিলাম যে আমার দাদারা কত আনন্দিত ছিল কারণ তারা মণ্ডলীতে ও প্রচার কাজে লোকেদের সাহায্য করতে ইচ্ছুক ছিল। তাই আমি আমার দাদাদের উদাহরণ অনুসরণ করার সিদ্ধান্ত নিই এবং কিংডম হল ও বেথেল নির্মাণ কাজে জড়িয়ে পড়ি। আমার যে-অভিজ্ঞতা হয়েছে, তা আমাকে আস্থা দিয়েছে এবং যিহোবার সঙ্গে আমার সম্পর্ককে বৃদ্ধি করতে আমাকে সাহায্য করেছে।”

নিজস্ব শক্তি খুঁজে পাওয়া

সম্ভবত তুমি এই ভেবে ভয় পাও যে, তোমার ভাই বা বোনের ভাল গুণগুলো অনুকরণ করলে তোমার নিজস্ব স্বাধীন ব্যক্তিত্বকে হারিয়ে ফেলবে। কিন্তু, আসলে তা হবে না। প্রেরিত পৌল প্রথম শতাব্দীর খ্রিস্টানদের উৎসাহিত করেছিলেন: “তোমরা আমার অনুকারী হও।” (১ করিন্থীয় ৪:১৬) এর অর্থ কি এই যে, পৌল চাইছিলেন তারা যেন তাদের নিজস্ব স্বাধীন ব্যক্তিত্বকে বর্জিত করে? কোনোভাবেই নয়। স্বাধীন ব্যক্তিত্ব গড়ে তোলার প্রচুর সুযোগ রয়েছে। যদি তুমি তোমার ভাই বা বোনের মতো অঙ্কে তত ভাল নও, তবুও তার অর্থ এই নয় যে তোমার মধ্যে খুঁত রয়েছে। এর মানে যে, কেবল তুমি তার চেয়ে আলাদা।

পৌল এই ব্যবহারিক পরামর্শটি দেন: “প্রত্যেক জন নিজ নিজ কর্ম্মের পরীক্ষা করুক, তাহা হইলে সে কেবল আপনার কাছে শ্লাঘা করিবার হেতু পাইবে, অপরের কাছে নয়।” (গালাতীয় ৬:৪) তোমার নিজস্ব অদ্বিতীয় দক্ষতা ও মেধা গড়ে তোলার চেষ্টা কর না কেন? এক বিদেশি ভাষা শেখা, কোনো বাদ্যযন্ত্র বাজাতে অথবা কমপিউটার ব্যবহার করতে শেখা তোমাকে নিজের সম্বন্ধে ভাল বোধ করতে সাহায্য করবে ও সেইসঙ্গে এটা তোমাকে অমূল্য দক্ষতা দেবে। কোনো কিছুই নিখুঁতভাবে করার ব্যাপারে দুশ্চিন্তা কর না! পুঙ্খানুপুঙ্খ, বিবেচনাপূর্বক ও উপযুক্তভাবে করতে শেখ। (হিতোপদেশ ২২:২৯) কোনো কিছু করার প্রতি তোমার হয়তো ততটা সহজাত প্রবণতা নেই কিন্তু “পরিশ্রমীদের হস্ত কর্ত্তৃত্ব পায়,” হিতোপদেশ ১২:২৪ পদ বলে।

তবে, তুমি যা গড়ে তুলতে চাও, তা হল তোমার আধ্যাত্মিক বৃদ্ধি। অন্য যেকোনো দক্ষতার চেয়ে আধ্যাত্মিক দক্ষতার মূল্য চিরকাল ধরে থাকবে, যেগুলো লোকেদের বেশি আকৃষ্ট করবে। এষৌ ও যাকোব দুই জমজ ভাইয়ের কথা বিবেচনা কর। এষৌ তার বাবার কাছ থেকে বেশি প্রশংসা পেয়েছিলেন কারণ তিনি “নিপুণ শিকারী ও প্রান্তরবিহারী” ছিলেন। প্রথমদিকে, তার ভাই যাকোবকে উপেক্ষা করা হয়তো সহজ ছিল কারণ তিনি “শান্ত ছিলেন, তিনি তাম্বুতে বাস করিতেন।” (আদিপুস্তক ২৫:২৭) এষৌ তার আধ্যাত্মিকতাকে গড়ে তুলতে ব্যর্থ হয়েছিলেন আর তাই আশীর্বাদগুলো হারিয়েছিলেন। যাকোব আধ্যাত্মিক বিষয়গুলোর প্রতি ভালবাসা গড়ে তুলেছিলেন এবং যিহোবার দ্বারা প্রচুররূপে আশীর্বাদ পেয়েছিলেন। (আদিপুস্তক ২৭:২৮, ২৯; ইব্রীয় ১২:১৬, ১৭) শিক্ষাটি কী? তোমার আধ্যাত্মিকতা গড়ে তোলো, ‘তোমার দীপ্তি উজ্জ্বল হইতে দাও’ আর তাতে তোমার “উন্নতি সকলের প্রত্যক্ষ [হইবে]।”—মথি ৫:১৬; ১ তীমথিয় ৪:১৫.

ক্ল্যার যার বিষয়ে আগে উল্লেখ করা হয়েছে, সে বলে: “আমি আমার দিদিদের ছায়ার মধ্যে থেকে সন্তুষ্ট ছিলাম। কিন্তু, পরে আমি আমার ভালবাসা দেখানোর ক্ষেত্রে ‘প্রশস্ত হইবার’ বিষয়ে শাস্ত্রের পরামর্শ অনুকরণ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি ক্ষেত্রের পরিচর্যায় মণ্ডলীর বিভিন্ন ভাইবোনদের সঙ্গে কাজ করেছিলাম এবং মণ্ডলীতে যাদের প্রয়োজনে রয়েছে, তাদের সাহায্য করার ব্যবহারিক উপায়গুলোর সুযোগ নিয়েছিলাম। এ ছাড়া আমি আমার বাড়িতে ছোট বড় সব ধরনের ভাই ও বোনদের আমন্ত্রণ জানিয়েছিলাম ও তাদের খাইয়েছিলাম। এখন আমার অনেক বন্ধুবান্ধব রয়েছে আর এখন আমি আগের চেয়ে আরও বেশি আস্থাশীল।”—২ করিন্থীয় ৬:১৩.

মাঝে মধ্যে তোমার বাবামা হয়তো ভুলবশত তোমাকে তোমার ভাই বা বোনের মতো হওয়ার জন্য বলতে পারে। কিন্তু তোমার বাবামা তোমার ভাল চায় এটা উপলব্ধি করা হয়তো কিছুটা আঘাত কমাতে পারে। (হিতোপদেশ ১৯:১১) কিন্তু, তোমার বাবামাকে সম্মানপূর্বক এটা বলা হয়তো বিজ্ঞতার কাজ হবে যে, এই ধরনের তুলনা করায় তোমার কেমন লাগে। সম্ভবত তারা তাদের চিন্তা প্রকাশ করার অন্য কোনো উপায় খোঁজার চেষ্টা করতে পারে।

কখনও ভুলে যেও না যে, যিহোবা ঈশ্বর নিজে তোমার প্রতি দৃষ্টি রাখবেন, যদি তুমি তাঁর সেবা কর। (১ করিন্থীয় ৮:৩) ব্যারি সংক্ষেপে এই কথা বলে: “আমি বুঝতে পেরেছি যে, যত বেশি আমি যিহোবাকে সেবা করি তত বেশি আমি খুশি। লোকেরা এখন আমাকে আমার ব্যক্তিত্বের কারণে লক্ষ করে এবং উপলব্ধি প্রকাশ করে, ঠিক যেমন তারা আমার দাদাদের প্রতি উপলব্ধি দেখায়।” (g০৩ ১১/২২)

[পাদটীকাগুলো]

^ কিছু নাম পরিবর্তন করা হয়েছে।

^ যিহোবার সাক্ষিদের দ্বারা ব্যবস্থাকৃত।

[১৩ পৃষ্ঠার চিত্র]

তোমার ভাই বা বোনই কি প্রায় সমস্ত প্রশংসা পায়?

[১৪ পৃষ্ঠার চিত্র]

তোমার নিজস্ব মেধা ও আগ্রহগুলোকে আবিষ্কার কর

[১৪ পৃষ্ঠার চিত্র]

তোমার আধ্যাত্মিক দক্ষতাগুলো গড়ে তোলার দ্বারা ‘তোমার দীপ্তি উজ্জ্বল হইতে দাও’