সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

যিশুর জীবন অত্যন্ত মূল্যবান এক উপহার

যিশুর জীবন অত্যন্ত মূল্যবান এক উপহার

যিশুর জীবন অত্যন্ত মূল্যবান এক উপহার

প্রায় ২,০০০ বছর আগে ঈশ্বর মানবজাতিকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ উপহার দিয়েছিলেন—তাঁর পুত্র যিশু খ্রিস্টের জীবন, যেটা আমাদের জন্য অনন্তজীবন পাওয়া সম্ভব করেছে। (যোহন ৩:১৬) এই উপহারের প্রতি কৃতজ্ঞতাবোধ দেখিয়ে, অনেকে সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন নামক বইটির একটি কপি তাদের বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনদের উপহার দিয়েছে, যে-বইটি চারটে সুসমাচারে বর্ণিত যিশুর জীবনী সম্বন্ধে বর্ণনা দেয়।

কিছু সময় আগে একজন ব্যক্তি বলেছিলেন যে, তিনি এই বইটি সেই ব্যক্তিদের দেন যাদের কাছ থেকে তিনি বড়দিনের কার্ড পেয়ে থাকেন। এখন তিনি কেন আর বড়দিন পালন করেন না, সেই বিষয়ে সংক্ষেপে ব্যাখ্যা করে তাদের কাছে চিঠি লেখেন আর তিনি বিশ্বকোষ, অভিধান ও বাইবেল থেকে বিভিন্ন উক্তি ব্যবহার করেন। এরপর তিনি চিঠির সঙ্গে সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন বইটির একটা কপি দিয়ে থাকেন।

ব্যক্তিটি জানিয়েছিলেন যে, তিনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের কাছ থেকে খুব উৎসাহমূলক দুটো চিঠি পেয়েছিলেন। একটা চিঠিতে বলা হয়েছিল: “আপনার সুন্দর উপহার, সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন বইটি আমি সেদিন পেলাম। এটি পেয়ে আমরা খুব খুশি হয়েছি। অনেক দিক দিয়ে এটি খুবই সুন্দর। ইতিমধ্যেই, আমরা এই তথ্য ব্যাপকভাবে ব্যবহার করতে শুরু করেছি।”

এই বইটি যিশুর দেওয়া উপদেশগুলো আর সেইসঙ্গে তাঁর দৃষ্টান্ত ও অলৌকিক কাজগুলো সম্বন্ধে জানায়। যতদূর সম্ভব, সমস্তকিছু যখন যেভাবে ঘটেছে সেগুলোকে সেভাবেই ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। আর এই বইটিতে সুন্দর, ভালভাবে গবেষণা করে দেওয়া ছবিগুলো রয়েছে, যেগুলো যিশু ও তাঁর সমসাময়িক ব্যক্তিদের অনুভূতিগুলো প্রকাশ করার জন্য তৈরি করা হয়েছে।

আপনি যদি এই ৪৪৮ পৃষ্ঠার বইয়ের উপর আরও তথ্য পেতে আগ্রহী হন, তা হলে এর সঙ্গে দেওয়া কুপনটি পূরণ করুন এবং এই পত্রিকার ৫ পৃষ্ঠায় দেওয়া একটি উপযুক্ত ঠিকানায় সেটা ডাকযোগে পাঠান। (g০৩ ১২/২২)

□ কোনো বাধ্যবাধকতা ছাড়া, সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন বইটি সম্পর্কে আমি আরও তথ্য জানার অনুরোধ করি।

□ বিনামূল্যে গৃহ বাইবেল অধ্যয়ন করানোর জন্য দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করুন।