সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

‘সংক্ষিপ্ত অথচ তথ্যে ভরপুর’

‘সংক্ষিপ্ত অথচ তথ্যে ভরপুর’

‘সংক্ষিপ্ত অথচ তথ্যে ভরপুর’

ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? ব্রোশারটি সম্বন্ধে একজন মহিলা এভাবেই বর্ণনা করেছিলেন। এরপর তিনি ব্যাখ্যা করেছিলেন যে, এই মন্তব্য করতে কী তাকে পরিচালিত করেছে। “এই ব্রোশারটি দ্বারা,” তিনি বলেছিলেন, “গ্লোরিয়া নামে একজন বয়স্ক মহিলার বাইবেল পড়ার আকাঙ্ক্ষা আবার জেগে উঠেছিল। একসময় যার জন্য স্থির হয়ে বসা এবং কোনো কিছুতে মনোযোগ দেওয়া কঠিন ছিল, তিনি এখন একেক বার দুঘন্টা ধরে তা অধ্যয়ন করে থাকেন। তিনি আগে থেকেই অধ্যয়নের বিষয়বস্তু প্রস্তুত করেন এবং সমস্ত শাস্ত্রপদ পরীক্ষা করেন।”

ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? হল ৩২ পৃষ্ঠার একটি প্রকাশনা, যেটির আকার ঠিক এই পত্রিকার মতোই। এটি স্পষ্টভাবে দেখায় যে, মানবজাতির জন্য ঈশ্বরের উদ্দেশ্য কী এবং তাঁর অনুমোদন পাওয়ার জন্য আমাদের কী করতে হবে, সেই সম্বন্ধে জানায়। এটার আকর্ষণীয় পাঠগুলোর অন্তর্ভুক্ত “ঈশ্বর কে?,” “যীশু খ্রীষ্ট কে?,” “পৃথিবীর জন্য ঈশ্বরের উদ্দেশ্য কী?” এবং “ঈশ্বরের রাজ্য কী?”

এই ব্রোশারটি সম্বন্ধে আপনি যদি আরও তথ্য জানতে চান, তা হলে এর সঙ্গে দেওয়া কুপনটি পূরণ করুন এবং এই পত্রিকার ৫ পৃষ্ঠায় দেওয়া একটি উপযুক্ত ঠিকানায় সেটা ডাকযোগে পাঠিয়ে দিন। (g০৪ ১/৮)

□ কোনো বাধ্যবাধকতা ছাড়া, আমি কি ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? ব্রোশারটি সম্পর্কে আরও তথ্য জানার অনুরোধ করতে পারি?

□ বিনামূল্যে গৃহ বাইবেল অধ্যয়ন করানোর জন্য দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করুন।