সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পিগমিদের কাছে বাইবেলের সত্য পৌঁছে দেওয়া

পিগমিদের কাছে বাইবেলের সত্য পৌঁছে দেওয়া

পিগমিদের কাছে বাইবেলের সত্য পৌঁছে দেওয়া

ক্যামেরুনের সচেতন থাক! লেখক কর্তৃক

সারা পৃথিবীতে দ্বীপ ও দেশ মিলিয়ে ২৩০টারও বেশি জায়গায় যিহোবার সাক্ষিরা ‘সমুদয় মনুষ্যের’ কাছে ঈশ্বরের রাজ্যের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করে। (১ তীমথিয় ২:৪; মথি ২৪:১৪) এদের মধ্যে রয়েছে আফ্রিকার পিগমিরা (খর্বাকৃতি বা বেঁটে লোকেরা), যাদের গড় উচ্চতা ১.২ মিটার থেকে ১.৪ মিটার। এই লোকেরা মূলত মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, কঙ্গো অঞ্চল এবং দক্ষিণপূর্ব ক্যামেরুনে বাস করে।

পিগমি ও পর্যটকদের মধ্যে প্রথম সাক্ষাৎ হওয়ার বিষয়টা নথিভুক্ত করা হয়েছিল যখন মিশরীয় ফরৌণ নেফেরিকার, নীলনদের উৎসের সন্ধানে একটা অভিযান দলকে সেখানে পাঠিয়েছিলেন। আফ্রিকার অন্তবর্তী অঞ্চলগুলোর বিভিন্ন জঙ্গলে খাটো লোকেদের সঙ্গে সাক্ষাৎ হওয়ার বিষয়ে এই অভিযান দলটা রিপোর্ট করেছিল। পরবর্তী সময়ে গ্রিক লেখক হোমার ও দার্শনিক আ্যরিস্টটল দুজনেই পিগমিদের বিষয়ে উল্লেখ করে। ইউরোপীয়রা ষোড়শ ও সপ্তদশ শতাব্দীতে এই লোকেদের সংস্পর্শে এসেছিল।

আধুনিক সময়ে যিহোবার সাক্ষিরা আফ্রিকার বনাঞ্চলগুলোতে প্রচার করে চলেছে। যদিও পিগমিরা রাজ্যের বার্তার প্রতি সাড়া দিয়েছে কিন্তু তাদের আগ্রহকে বৃদ্ধি করার প্রচেষ্টা অধিকাংশ ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে। এর কারণ হচ্ছে, পিগমিদের ভ্রমণশীল জীবনধারা—কয়েক মাস পর পর এক জায়গা থেকে অন্যত্র ঘুরে বেড়ানো।

পিগমিরা শান্তিপ্রিয়, ভীতু লোক হিসেবে পরিচিত আর আফ্রিকায় তাদের আনুমানিক জনসংখ্যা হল ১,৫০,০০০ থেকে ৩,০০,০০০-র মধ্যে। সরকার, আন্তর্জাতিক সংগঠন এবং গির্জাগুলো বিশেষভাবে এই লোকেদের ব্যবহারার্থে স্কুল ও সেইসঙ্গে তাদের জীবনধারার সঙ্গে খাপ খাওয়ানোর জন্য ছোট ছোট কুটির তৈরি করে দিয়েছে। তা সত্ত্বেও, তাদেরকে একটা জায়গায় স্থায়ীভাবে বাস করতে প্রলুব্ধ করার প্রচেষ্টাগুলো অধিকাংশ ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে।

ক্যামেরুনে এক লক্ষণীয় ব্যতিক্রম হলেন জাঁভিয়ে আমবাকি, যিনি এখানে প্রথম পিগমি সাক্ষি হিসেবে পরিচিত। তিনি ছবির সাহায্যে বর্ণনাকৃত আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন বই ও সেইসঙ্গে অন্যান্য প্রকাশনাগুলো * পড়ার পর বাইবেলের বার্তা গ্রহণ করেন। ২০০২ সালে জাঁভিয়ে বাপ্তিস্ম নেন এবং তিনি বর্তমানে একজন অগ্রগামী হিসেবে সেবা করছেন, যিহোবার সাক্ষিরা তাদের পূর্ণসময়ের সুসমাচার প্রচারকদের এভাবেই ডেকে থাকে। এ ছাড়া, তিনি সেই দেশের দক্ষিণপূর্বাঞ্চলের এক ছোট্ট শহর ওমবাংয়ের খ্রিস্টীয় মণ্ডলীর সদস্য ও সেখানকার একজন পরিচারক দাস। ক্যামেরুনের আরও অন্যান্য পিগমিরা একমাত্র সত্যময় ঈশ্বর যিহোবা, যিনি ‘সমুদয় মনুষ্যকে’ ভালবাসেন, তাঁকে উপাসনা করা বেছে নেবে কি না, তা ভবিষ্যৎই বলে দেবে। (g০৪ ৮/২২)

[পাদটীকা]

^ যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত কিন্তু এখন আর ছাপানো হয় না।

[২৮ পৃষ্ঠার চিত্র]

জ্যাঁভিয়ে আমবাকি—ক্যামেরুনের প্রথম একজন পিগমি সাক্ষি—পরিচর্যায় অংশ নিচ্ছেন