বিশ্ব নিরীক্ষা
বিশ্ব নিরীক্ষা
মেঘ ও হাতিরা
একগুচ্ছ মেঘের ওজন কত? একটা পুঞ্জমেঘ প্রায় ৫৫০ টন জল ধরে রাখতে পারে, এবিসি নিউজ রিপোর্ট করে। “অথবা আপনি যদি এই পরিমাণকে আরেকটু ভালভাবে বোঝা যায় এমন কিছুতে রূপান্তরিত করতে চান, . . . তা হলে হাতির কথা চিন্তা করুন,” আবহাওয়াবিদ পেগি লিমোন বলেন। আমরা যদি ধরে নিই যে, একটা হাতির ওজন প্রায় ছয় টন, তা হলে একটা সাধারণ পুঞ্জমেঘে থাকা জলের ওজন হবে প্রায় ১০০টা হাতির ওজনের সমান। এই সমস্ত জল বায়ুমণ্ডলে ক্ষুদ্র ক্ষুদ্র ফোঁটার আকারে পৃথিবী থেকে উত্থিত উষ্ণ বায়ুতে ভেসে থাকে। তুলোর আকৃতির পুঞ্জমেঘের বৈসাদৃশ্যে, এক বিশাল ঝঞ্ঝা মেঘ হয়তো ২,০০,০০০ হাতির ওজনের সমান জল ধরে রাখতে পারে। এক ঘূর্ণিঝড় মেঘ সম্বন্ধে কী বলা যায়? লিমোন এক ঘনমিটার বড় এক ঘূর্ণিঝড় মেঘে থাকা জলের ওজন অনুমান করে দেখেছিলেন এবং সেই সংখ্যাকে ঘূর্ণিঝড়ের মোট পরিমাণের সঙ্গে গুণ করেছিলেন। ফল কী হয়েছিল? সেই ওজন চার কোটি হাতির সমতুল্য। “তার মানে এক ঘূর্ণিঝড় মেঘে থাকা জলের পরিমাণ পৃথিবীর সমস্ত হাতির ওজনের চেয়েও বেশি,” সেই রিপোর্ট বলে, “সম্ভবত এই পর্যন্ত পৃথিবীতে যত হাতি বেঁচে ছিল, সেগুলোর ওজনের চেয়েও বেশি।” (g০৪ ৭/২২)
আপনার দাঁত ব্রাশ করার সর্বোত্তম সময়
অম্লযুক্ত পানীয় পান করার বা অম্লযুক্ত খাবার খাওয়ার পর পরই দাঁত ব্রাশ করা এনামেলের ক্ষতি করতে পারে, মেক্সিকো সিটির মিলেনিও সংবাদপত্র বলে। জার্মান ইউনিভারসিটি অফ গিইটিংয়েন-এ করা একটা গবেষণা সম্বন্ধে রিপোর্ট করতে গিয়ে সংবাদপত্র সাবধান করে যে, অম্লযুক্ত খাবার “কিছু সময়ের জন্য দাঁতের এনামেলকে দুর্বল করে দেয়।” তাই, খাবার খাওয়ার পর পরই দাঁত ব্রাশ করা ক্ষতিকর হতে পারে। এর পরিবর্তে, “কয়েক মিনিট অপেক্ষা করা ভাল হবে, যাতে দাঁতগুলো শক্তি পুনরায় ফিরে পেতে পারে।” (g০৪ ৭/২২)
কিশোর-কিশোরীদের জুয়াখেলা
ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের কিশোর-কিশোরীদের জুয়াখেলার আন্তর্জাতিক কেন্দ্র অনুসারে, “কানাডার ১২ থেকে ১৭ বছর বয়সী কিশোর-কিশোরীদের অর্ধেকেরও বেশি জনকে আমোদী জুয়াড়ি হিসেবে গণ্য করা হয়, শতকরা ১০ থেকে ১৫ জনের গুরুতর সমস্যা হওয়ার ঝুঁকি রয়েছে আর শতকরা ৪ থেকে ৬ জনকে ‘অস্বাভাবিক জুয়াড়ি’ হিসেবে বিবেচনা করা হয়,” টরেন্টোর ন্যাশনাল পোস্ট খবরের কাগজ রিপোর্ট করে। প্রায়ই এই আকর্ষণ একেবারে ছেলেবেলা থেকে শুরু হয়, যখন কিছু ছেলেমেয়ে উপহার হিসেবে লটারির টিকিট পায় বা ইন্টারনেট ব্যবহার করে বাজি ধরে। গবেষকরা বলে যে, এর ফল হচ্ছে কানাডার বেশির ভাগ কিশোরবয়সী ছেলেমেয়ে এখন অন্যান্য আসক্তিকর অভ্যাস যেমন, ধূমপান বা নেশাকর ওষুধের অপব্যবহারের চেয়ে জুয়াখেলায় বেশি জড়িয়ে পড়ছে। শিক্ষকবৃন্দ আশা করে যে, কানাডার উচ্চ বিদ্যালয়গুলোতে কিশোর-কিশোরীদের জুয়াখেলা প্রতিরোধ কর্মসূচিগুলো এই সমস্যাকে দমন করার ক্ষেত্রে ফলপ্রসূ হবে। (g০৪ ৭/৮)
ক্যাথলিক যাজকরা ও বাইবেলের জ্ঞান
“যাজকরা বাইবেল সম্বন্ধে কতটা ভালভাবে জানে?” এই প্রশ্নটা করেছিলেন আন্দ্রিয়া ফোনটানা, যিনি ক্যাটিকিজম্ শেখানোর টুরিন ডায়োসিসান অফিস এর পরিচালক ও একজন যাজকও ছিলেন। ইতালির ক্যাথলিক খবরের কাগজ আভেনিয়ার-এ লেখার সময় ফোনটানা বলেছিলেন যে, তার মনে এই প্রশ্নটা এসেছিল যখন “গির্জার একজন সাধারণ সদস্য [তাকে] জিজ্ঞেস করতে এসেছিলেন যে, বিশপের এই এলাকায় কোনো বাইবেল অধ্যয়ন কর্মসূচি আছে কি না।” সেই সদস্যের গির্জায় “পবিত্র শাস্ত্রের বিষয়ে কখনও উল্লেখ করা হতো না।” এর উত্তরে ফোনটানা লিখেছিলেন: “সত্যি বলতে কী, দুঃখের সঙ্গে বলতে হয় যে, [যাজকরা] সেমিনারিগুলোতে যোগ দেওয়ার পর, অল্প কয়েক জনই বাইবেল অধ্যয়ন চালিয়ে যায়। . . . অধিকাংশ সময়, রবিবারে দেওয়া ধর্মোপদেশই হচ্ছে একমাত্র সময়, যখন বেশির ভাগ গির্জাগামী ব্যক্তি বাইবেলের কিছু শাস্ত্রপদ শোনার ও এর নিকটবর্তী হওয়ার সুযোগ পায়।” সেই সদস্য বলেছিলেন যে, “আরও বেশি কিছু শেখার জন্য স্বয়ং তিনিই যিহোবার সাক্ষিদের সঙ্গে মেলামেশা করেছিলেন।” (g০৪ ৭/৮)
“লবণ সমুদ্র লুপ্ত হয়ে যাচ্ছে”
“লবণ সমুদ্র লুপ্ত হয়ে যাচ্ছে আর একমাত্র কোনো বৃহৎ প্রকৌশলী প্রচেষ্টাই এটাকে রক্ষা করতে পারে,” এক এসোসিয়েটেড প্রেস জানায়। লবণ সমুদ্র—এই নামকরণের কারণ হচ্ছে এতে থাকা অত্যধিক পরিমাণ লবণ, যা জলজ প্রাণীকে এর মধ্যে বেঁচে থাকা অসম্ভব করে তোলে—বিশ্বের সর্বনিম্ন জলপৃষ্ঠ গঠন করে, যা সমুদ্রতল থেকে ৪০০ মিটার নিচে। “হাজার হাজার বছর ধরে, [উচ্চ বাষ্পীভবন ও প্রবেশোদ্যত জলের মধ্যে] ভারসাম্যতা লবণ সমুদ্রের [প্রধান] জলের উৎস, জর্ডান নদীর দ্বারা রক্ষিত হয়ে এসেছে,” প্রবন্ধটি বলে। “কিন্তু, সাম্প্রতিক দশকগুলোতে ইস্রাইল ও জর্ডান দুই দেশই, এই সরু জর্ডান নদী যেটা দুই দেশকে বিভক্ত করে সেটার পাশে অবস্থিত বৃহৎ খালি কৃষিভূমিতে জলসেচনের জন্য এটার থেকে জল সংগ্রহ করে আসছে, ফলে তা লবণ সমুদ্রকে তার জলের ঘাটতি পূরণ করা থেকে বঞ্চিত করে।” ইস্রাইলে করা এক গবেষণা বলে যে, যদি কিছুই করা না হয়, তা হলে প্রতি বছর জলের স্তর প্রায় এক মিটার পর্যন্ত কমে যেতে থাকবে, ফলে বন্যপ্রাণী ও গাছপালাসহ পার্শ্ববর্তী জায়গাগুলোর জন্য ধ্বংসাত্মক পরিণতি নিয়ে আসবে। পাঁচ বছরের অনাবৃষ্টি ইতিমধ্যেই লবণ সমুদ্রের দুর্দশাকে বাড়িয়ে দিয়েছে। (g০৪ ৭/৮)
আপনার কাটিং বোর্ডকে পরিষ্কার রাখুন!
কোনটা বেশি নিরাপদ—কাঠের কাটিং বোর্ড নাকি প্লাস্টিকের? “দুটোই নিরাপদ, যতক্ষণ পর্যন্ত আপনি সেগুলোকে ভালমতো পরিষ্কার রাখেন,” ইউসি বার্কলি ওয়েলনেস লেটার বলে। “কাঁচা মাংস বা মুরগি কাটার জন্য আপনি কাঠ বা প্লাস্টিক যেকোনো বোর্ডই ব্যবহার করুন না কেন, কাটার পর সাবান দেওয়া গরম জলে বোর্ডটাকে খুব ভাল করে ঘষে ঘষে পরিষ্কার করুন।” যদি বোর্ডে খাঁজকাটা থাকে বা চর্বি লেগে থাকে, তা হলে এটাকে পুরোপুরিভাবে পরিষ্কার করার জন্য বেশি যত্ন নিন। “এ ছাড়া, আপনি ব্লিচ মেশানো জলে (১ [লিটার] জলে ১ চা চামচ ব্লিচ) ধুয়ে এটাকে জীবাণুমুক্ত করতে পারেন,” ওয়েলনেস লেটার বলে। একইভাবে হাত ও ছুরিগুলোও ভালমতো পরিষ্কার ও শুকানো উচিত। (g০৪ ৭/২২)
বিশ্বের বস্তি এলাকাগুলো বৃদ্ধি পাচ্ছে
বর্তমানে যে-হারে বাড়ছে তা যদি চলতে থাকে, তা হলে “৩০ বছরের মধ্যে, বিশ্বে প্রতি তিন জনের মধ্যে একজন বস্তিতে বাস করবে,” রাষ্ট্রসংঘের একটা রিপোর্টের বিষয় উল্লেখ করতে গিয়ে লন্ডনের দ্যা গার্ডিয়ান বলে। দুঃখের বিষয় যে, “৯৪ কোটি লোক—বিশ্বের জনসংখ্যার প্রায় এক ষষ্ঠাংশ—ইতিমধ্যেই দারিদ্র কবলিত, অস্বাস্থ্যকর এলাকাগুলোতে বাস করে, যেগুলোর বেশির ভাগ ক্ষেত্রেই জল, স্বাস্থ্যবিধান, জনসেবা বা আইনগত নিরাপত্তা নেই।” কেনিয়ার নাইরোবির কিবেরা জেলায় প্রায় ৬,০০,০০০ বস্তিবাসী রয়েছে। রাষ্ট্রসংঘের মানব বসতি কার্যক্রম ইউএন-হ্যাবিটেট এর পরিচালক আনা টিবাইয়ুকা বলেন: “চরম অসমতা এবং বেকারত্ব লোকেদের সমাজবিরোধী আচরণের দিকে পরিচালিত করে। বস্তিগুলো হচ্ছে সেই জায়গা, যেখানে সমস্ত মন্দ কার্যকলাপ চলে, যেখানে শান্তি ও নিরাপত্তা খুঁজে পাওয়া দুষ্প্রাপ্য এবং যেখানে যুবক-যুবতীদের রক্ষা করা যায় না।” (g০৪ ৯/৮)
শেখার বয়স কি পেরিয়ে গেছে?
“ছয় বছর বয়সী ছেলেমেয়েরা যখন [কেনিয়ার রিফট ভ্যালি প্রোভিন্সের একটা প্রাথমিক স্কুলে] পড়াশোনা করতে আসে, তখন একজন ছাত্রকে অন্যদের চেয়ে বেশ বড় দেখায়,” নাইরোবির ডেইলি নেশন খবরের কাগজ রিপোর্ট করে। তিনি হলেন ৮৪ বছর বয়সের একজন বৃদ্ধ ব্যক্তি যিনি সম্প্রতি প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছেন, যাতে “বাইবেল পড়তে, শিখতে পারেন।” যদিও তার নাতি-নাতনি রয়েছে, যারা তার চেয়ে কয়েক ক্লাস ওপরে পড়ে, তবুও তিনি তার ক্লাসে যোগ দেন। “লোকেরা আমার কাছে বাইবেলের বিভিন্ন বিষয় সম্বন্ধে কথা বলে কিন্তু সেগুলো আদৌ সত্য কি না, তা আমি জানি না আর আমি নিজে সেই পবিত্র পুস্তকটি পড়তে ও খুঁজে দেখতে চাই,” এই ব্যক্তি নেশন খবরের কাগজে বলেন। স্কুলের ইউনিফর্ম পরে ও পড়াশোনার জন্য প্রয়োজনীয় অন্যান্য জিনিসগুলো নিয়ে আসার দ্বারা তিনি স্কুলের কড়াকড়ি নিয়মগুলো মেনে চলার জন্য তার যথাসাধ্য করেন। তবে, কিছু কিছু বিষয় ভিন্নভাবে করার জন্য তাকে অনুমতি দেওয়া হয়েছে। অন্য ছাত্রছাত্রীরা যখন ব্যায়াম করে ও দৌড়ঝাঁপ করতে থাকে, তখন তাকে “তার পেশীগুলোকে হালকাভাবে প্রসারিত করার অনুমতি দেওয়া হয়।” (g০৪ ৯/২২)