সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আমাদের পাঠক-পাঠিকাদের থেকে

আমাদের পাঠক-পাঠিকাদের থেকে

আমাদের পাঠক-পাঠিকাদের থেকে

ছেলেমেয়েরা “ছেলেমেয়েরা—বাবামার কাছ থেকে তাদের যা দরকার” ধারাবাহিক প্রবন্ধগুলো পাওয়ার সঙ্গে সঙ্গে আমি অত্যন্ত আগ্রহ নিয়ে তা পড়ে ফেলেছিলাম। (এপ্রিল - জুন, ২০০৪) পাঁচ সন্তানের মা হিসেবে, ওই প্রবন্ধগুলো আমার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করেছিল। আমি চাই, পৃথিবীর সব মা-ই যেন সেগুলো পড়তে পারে।

সি. এম., ফ্রান্স

আপনারা যে-প্রবন্ধগুলো ছাপান, সেগুলো আমি যেন একেবারে সেই সময়েই পাই যখন আমার তা প্রয়োজন। আমার স্বামী ও আমি যখন জানতে পেরেছিলাম যে, আমরা বাবামা হতে চলেছি, তখনই আপনারা গর্ভবতী মহিলাদের জন্য তথ্য ছাপিয়েছিলেন। (এপ্রিল - জুন, ২০০৩) এখন আমরা যখন তিন মাস বয়সী ছেলের সুখী বাবামা, আপনারা শিশুদের মানুষ করে তোলার ব্যাপারে চমৎকার পরামর্শগুলো ছাপিয়েছেন। একজন অল্পবয়সী মায়ের জন্য এই প্রবন্ধগুলো খুবই সাহায্যকারী।

ডি. কে., পোল্যান্ড

ভেষজ চিকিৎসা “ভেষজ চিকিৎসা—এগুলো কি আপনাকে সাহায্য করতে পারে?” প্রবন্ধটি পড়ে আমার খুব ভাল লেগেছে। (জানুয়ারি - মার্চ, ২০০৪) আমি একজন রেজিস্টার্ড নার্স আর আমি আমার বাতের ব্যথার জন্য বিভিন্ন ধরনের প্রাকৃতিক ওষুধ ব্যবহার করি। এগুলো আমার জন্য খুবই উপকারজনক বলে প্রমাণিত হয়েছে। কিন্তু, আপনারা উল্লেখ করেননি যে, কিছু কিছু ভেষজ ওষুধ অপারেশনের সময় অতিরিক্ত রক্তক্ষরণের কারণ হতে পারে। তাই, অপারেশনের আগে কিছু কিছু ভেষজ ওষুধ গ্রহণ করা অবশ্যই বন্ধ করতে হয় আর তা যিহোবার সাক্ষিদের জন্য এক বড় বিবেচ্য বিষয়।

জে. এইচ., যুক্তরাষ্ট্র

“সচেতন থাক!” উত্তরে বলে: এই গুরুত্বপূর্ণ বিষয়টি মনে করিয়ে দেওয়ায় আমরা কৃতজ্ঞ। অপারেশনের আগে একজন রোগীর ভেষজ ওষুধসহ আর যে যে ওষুধ তিনি সেবন করেন, সমস্তই তার ডাক্তারকে বলা অপরিহার্য। এটা বিশেষ করে সেই ব্যক্তিদের জন্য গুরুত্বপূর্ণ, যারা ‘রক্ত হইতে পৃথক্‌ থাকিবার’ বিষয়ে বাইবেলের আদেশকে মেনে চলে।—প্রেরিত ১৫:২৯.

ভাইবোনদের মধ্যে প্রতিযোগিতা আমি “যুবক-যুবতীদের জিজ্ঞাস্য . . . কীভাবে আমি আমার ভাই বা বোনের ছায়া থেকে বের হয়ে আসতে পারি?” (জানুয়ারি - মার্চ, ২০০৪) প্রবন্ধটির জন্য অন্তর থেকে ধন্যবাদ জানাতে চাই। আমার বয়স ১৬ বছর ও আমার মনে হয় সবাই যেন আমার দিদির প্রতিই সবসময় মনোযোগ দেয়। অবশ্য আমি জানি যে, যিহোবার দৃষ্টি আমার প্রতি রয়েছে কিন্তু তবুও মাঝে মাঝে আমি একাকী বোধ করি। এই প্রবন্ধটি আমার অনুভূতি নিয়ে আলোচনা করেছিল। আর যেহেতু এটা খুবই মৃদু ভাষায় লেখা হয়েছে, তাই প্রবন্ধটি পড়ার সময় আমার চোখে জল এসে গিয়েছিল। এই ব্যবহারিক উপদেশের জন্য আপনাদের ধন্যবাদ। এটা আমার হৃদয়কে শান্ত করেছে।

এম. ও., জাপান

কখনও কখনও আমি এই প্রবন্ধে উদ্ধৃত সমস্ত যুবক-যুবতীর মতো একইরকম বোধ করেছি। আমার যতদূর মনে পড়ে যে, আমার দিদিকে প্রায়ই এক উত্তম আদর্শ হিসেবে দেখা হতো। তাই, আমি জানি যে, আপনাকে যদি সবসময় পরিবারের অন্য আরেকজন সদস্যের সঙ্গে তুলনা করা হয়, তখন কেমন লাগে। আপনি নিজে যেটা খুব ভালভাবে করতে পারেন, এমন কিছুর সন্ধান করার বিষয়ে আপনারা যা বলেছেন তা ছিল “রৌপ্যের ডালিতে সুবর্ণ নাগরঙ্গ ফলের” মতো—একেবারে উপযুক্ত সময়ে কথিত বাক্য।—হিতোপদেশ ২৫:১১.

এস. টি., যুক্তরাষ্ট্র

আমার এক দিদি ও এক ছোট ভাই আছে। তারা দুজনেই অনেক বিষয়ে আমার চেয়ে খুব ভাল। তাই আমি আপনাদের পরামর্শ গ্রহণ করেছি আর এখন স্প্যানিশ ভাষা শিখছি ও বেশি করে পরিচর্যায় বের হচ্ছি। ভাষা শেখা আমি উপভোগ করছি—আর এখন লোকেরা আমার প্রতিও মনোযোগ দেয়।

এইচ. বি., যুক্তরাষ্ট্র

বাড়ির কাজ আমি হাইস্কুলের একজন ছাত্রী আর সবসময় সময়মতো সবকিছু করে উঠতে পারি না। “যুবক-যুবতীদের জিজ্ঞাস্য . . . আমার বাড়ির কাজ করার জন্য কীভাবে আমি সময় বের করতে পারি?” প্রবন্ধটি পড়ে আমি সাহায্য পেয়েছি। (এপ্রিল - জুন, ২০০৪) আমি টেলিভিশন খুব বেশি দেখতাম না। কিন্তু যখন দেখতে শুরু করতাম, তখন একটার পর একটা অনুষ্ঠান দেখতেই থাকতাম। এখন আমি টেলিভিশন বলতে গেলে দেখিই না।

আর. ও., জাপান