তরুণ-তরুণীদের জন্য ঠিক যা দরকার
তরুণ-তরুণীদের জন্য ঠিক যা দরকার
বছরের পর বছর ধরে যুবক-বৃদ্ধ সব বয়সের পাঠক-পাঠিকারা বলে আসছে যে, যুবক-যুবতীদের জিজ্ঞাস্য—যে-উত্তরগুলো কাজ করে (ইংরেজি) বইটি ঠিক সেই বিষয়গুলো সম্বন্ধেই কথা বলে, যা তরুণ-তরুণীদের জানা দরকার। মেক্সিকোর সিনালোয়া রাজ্যের এক কিশোরী তার কয়েক জন বন্ধুবান্ধবের জন্য এই বইটির দশটি কপি পাঠাতে অনুরোধ করেছিল। সে বলেছিল যে, যদিও সে যিহোবার সাক্ষি নয় কিন্তু বইটি তার খুবই ভাল লেগেছে আর সে আরও বলে, “আপনাদের আমি যথেষ্ট সম্মান করি।”
সে বলেছিল: “আমার অনেক বন্ধুবান্ধব আছে যাদের নিজেদের বর্তমান জীবন সম্বন্ধে অনেক প্রশ্ন রয়েছে। আমি তাদেরকে বইটি দেখিয়েছি আর এটি তাদের খুবই ভাল লেগেছে। বইটি চমৎকার আর একজন তরুণ বা তরুণী যা কিছু জানতে চাইবে, সবকিছুই এখানে রয়েছে।” সে অনুরোধ করেছিল যে, গ্রীষ্মের ছুটি হওয়ার আগেই বইগুলো পাঠানো যাবে কি না।
যুবক-যুবতীদের জিজ্ঞাস্য বইটিতে ৩৯টা অধ্যায় রয়েছে। এগুলোর মধ্যে হল: “বাবামার কাছ থেকে কীভাবে আমি আরও বেশি স্বাধীনতা পেতে পারি?” “কীভাবে আমি প্রকৃত বন্ধু পেতে পারি?” “বিয়ের আগে যৌনসম্পর্কের বিষয়ে কী বলা যায়?” এবং “কীভাবে আমি জানব যে, এটা সত্যিকারের ভালবাসা?” আপনি হয়তো সঙ্গে দেওয়া কুপনটি পূরণ করে ও এই পত্রিকার ৫ পৃষ্ঠায় তালিকাবদ্ধ উপযুক্ত একটা ঠিকানায় ডাকযোগে পাঠিয়ে ৩২০ পৃষ্ঠার এই বইটির বিষয়ে আরও তথ্য জানার জন্য অনুরোধ করতে পারেন।
□ কোনো বাধ্যবাধকতা ছাড়া, আমি যুবক-যুবতীদের জিজ্ঞাস্য—যে-উত্তরগুলো কাজ করে বইটি সম্বন্ধে আরও তথ্য জানার জন্য অনুরোধ করছি।
□ বিনামূল্যে গৃহ বাইবেল অধ্যয়ন করার জন্য দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করুন।