সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

“আমার অধ্যাপকরা খুবই খুশি হয়েছিল”

“আমার অধ্যাপকরা খুবই খুশি হয়েছিল”

“আমার অধ্যাপকরা খুবই খুশি হয়েছিল”

জর্জিয়ার টিবলিসি স্টেট মেডিক্যাল ইউনিভারসিটি-র প্রথম বর্ষের এক মেডিক্যাল ছাত্র সচেতন থাক! পত্রিকার প্রকাশকদের কাছে একটা চিঠিতে এই কথাই বলেছিল। কেন এই ছাত্র সচেতন থাক!-কে লিখেছিল?

“আমি ১৯৯৮ সাল থেকে আপনাদের পত্রিকাগুলো পড়ে আসছি। . . . এগুলো আমার অধ্যয়নে সত্যিই আমাকে সাহায্য করে। প্রবন্ধগুলো সবসময় খুবই সময়োপযোগী আর নির্ভরযোগ্য তথ্যে ভরপুর। সম্প্রতি আমি ‘ক্লোনিং ও বিভিন্ন ধরনের স্টেম সেল’ বিষয়বস্তুর ওপর একটা রচনা লেখার জন্য ২০০২ সালের ২২শে নভেম্বরের সচেতন থাক! (ইংরেজি) পত্রিকার ‘স্টেম সেলস—বিজ্ঞান কতদূর গিয়েছে?’ ধারাবাহিক প্রবন্ধগুলোর তথ্য ব্যবহার করেছি। আমার অধ্যাপকরা খুবই খুশি হয়েছিল আর আমি সর্বোচ্চ নম্বর পেয়েছি।

“আমি খুবই খুশি যে, আপনারা এই ধরনের আগ্রহজনক বিষয়গুলোর ওপর, বিশেষ করে চিকিৎসাবিদ্যা সম্বন্ধে প্রবন্ধগুলো প্রকাশ করে থাকেন। যদিও আমি বা আমার পরিবার কেউই যিহোবার সাক্ষি নয় কিন্তু আমরা আপনাদের পত্রিকাগুলো খুবই উপভোগ করি কারণ এগুলো আমাদের চারপাশের জগৎ সম্বন্ধে আমাদের জ্ঞানকে প্রসারিত করতে সাহায্য করে।”

আপনারা জেনে হয়তো আশ্চর্য হবেন যে, বাইবেলে ব্যবহারিক নির্দেশনা রয়েছে, যা শারীরিক ও মানসিক উভয়ভাবেই স্বাস্থ্যের উন্নতি করে থাকে। এই বিষয়টা সমস্ত লোকের জন্য একটি পুস্তক (ইংরেজি) নামক ৩২ পৃষ্ঠার আগ্রহজনক ব্রোশারে তুলে ধরা হয়েছে। আপনি হয়তো সঙ্গে দেওয়া কুপনটা পূরণ করে ও এই পত্রিকার ৫ পৃষ্ঠায় তালিকাবদ্ধ উপযুক্ত কোনো ঠিকানায় ডাকযোগে পাঠিয়ে আরও তথ্যের জন্য অনুরোধ করতে পারেন।

□ কোনো বাধ্যবাধকতা ছাড়া, আমি সমস্ত লোকের জন্য একটি পুস্তক ব্রোশারটি সম্বন্ধে আরও তথ্য জানতে চাই।

□ বিনামূল্যে গৃহ বাইবেল অধ্যয়ন করার জন্য দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করুন।