‘আপনার এতে গর্ববোধ করা উচিত’
‘আপনার এতে গর্ববোধ করা উচিত’
ঈশ্বরের সত্য দাসেরা সৎ হওয়ার গুরুত্বকে উপলব্ধি করে। তাদের সৃষ্টিকর্তার প্রতি ভালবাসা তাদেরকে ওইরকম বোধ করতে অনুপ্রাণিত করে। উদাহরণস্বরূপ, লাসারোর কথা বিবেচনা করুন। কিছু দিন আগে, মেক্সিকোর ওয়াটুলকোর একটা হোটেলে চাকরি করার সময় তিনি লবিতে পড়ে থাকা ৭০ ডলার খুঁজে পান। তিনি সঙ্গে সঙ্গে কার্যরত ম্যানেজারের হাতে টাকাগুলো তুলে দেন। এর কিছুক্ষণ পর তিনি একটা বাথরুমে একটা মানিব্যাগ খুঁজে পান। তিনি সেটা রিসেপসন ডেস্কে জমা দেন আর এর ফলে যিনি এটা হারিয়েছিলেন তিনি তা পেয়ে বিস্মিত অথচ আনন্দিত হয়েছিলেন।
এই কাজগুলো জেনারেল ম্যানেজারের মনোযোগ আকৃষ্ট করেছিল, যিনি লাসারোর কাছে জানতে চেয়েছিলেন যে, কোন বিষয়টা তাকে টাকাগুলো এবং মানিব্যাগটা ফেরত দিতে পরিচালিত করেছিল। লাসারো উত্তরে জানিয়েছিলেন যে, বাইবেল থেকে তিনি যে-নৈতিক মানগুলো শিখেছেন সেগুলো তাকে, তার নয় এমন কিছু নিতে বাধা দিয়েছিল। একটা চিঠিতে কৃতজ্ঞতা প্রকাশ করে জেনারেল ম্যানেজার লাসারোকে বলেছিলেন: “আজকের দিনে এরকম লোকেদের খুঁজে পাওয়া কঠিন, যারা উচ্চ নৈতিক মানগুলো তুলে ধরে। আমরা আপনার আচরণের প্রশংসা করি। আপনি ভদ্রতার পরিচয় দিয়েছেন, যা আপনার সহকর্মীদের জন্য এক উদাহরণ। আপনার ও আপনার পরিবারের এতে গর্ববোধ করা উচিত।” লাসারো সেই মাসের সেরা কর্মীর আখ্যা পেয়েছিলেন।
কিছু সহকর্মী মনে করেছিল যে, জিনিসগুলো ফেরত দিয়ে লাসারো ভুল করেছিলেন। কিন্তু, তাদের মালিকের প্রতিক্রিয়া দেখে, তারা তার নৈতিক মানগুলোকে তুলে ধরার জন্য লাসারোকে অভিনন্দন জানিয়েছিল।
বাইবেল যিশুর বিশ্বস্ত অনুসারীদের, “সকলের প্রতি, . . . সৎকর্ম্ম” এবং “সর্ব্ববিষয়ে সদাচরণ” করতে পরামর্শ দেয়। (গালাতীয় ৬:১০; ইব্রীয় ১৩:১৮) নিঃসন্দেহে, খ্রিস্টান হিসেবে সততা দেখানো বাইবেলের “ধর্ম্মময় ও সরল” ঈশ্বর যিহোবার গৌরব নিয়ে আসে।—দ্বিতীয় বিবরণ ৩২:৪.