জীবনের উদ্দেশ্য কী?
জীবনের উদ্দেশ্য কী?
◼ বহু দার্শনিক, ধর্মতত্ত্ববিদ ও সাধারণ লোক হাজার হাজার বছর ধরে উপরোক্ত প্রশ্নটার উত্তর জানার জন্য সংগ্রাম করে এসেছে। তাদের প্রচেষ্টা নিষ্ফল হয়েছে। তাই অনেকে এই উপসংহারে পৌঁছায় যে, এই প্রশ্নের কোনো উত্তর নেই। কিন্তু, একটা উত্তর রয়েছে। যদিও গম্ভীর কিন্তু সেটা জটিল নয়।
উত্তরটা বাইবেলে পাওয়া যায়। এক সুখী, অর্থপূর্ণ জীবন উপভোগ করার চাবিকাঠি হল এটা শেখা যে, কেন ঈশ্বর এত দুঃখকষ্ট ও অবিচার থাকতে অনুমতি দিয়েছেন এবং এরপর তাঁর সঙ্গে এক ভাল সম্পর্ক গড়ে তোলা। কিন্তু কীভাবে তা গড়ে তোলা যেতে পারে? জীবনের উদ্দেশ্য কী?—আপনি কিভাবে তা পেতে পারেন? নামক ৩২ পৃষ্ঠার এই ব্রোশারটি অনেককে ঠিক এটাই করতে সাহায্য করেছে।
আরও তথ্যের জন্য অনুরোধ জানাতে, সঙ্গে দেওয়া এই কুপনটা শুধু পূরণ করুন এবং এই পত্রিকার ৫ পৃষ্ঠায় দেওয়া উপযুক্ত কোনো ঠিকানায় ডাকযোগে পাঠান।
□ কোনো বাধ্যবাধকতা ছাড়া, আমি জীবনের উদ্দেশ্য কী? আপনি কিভাবে তা পেতে পারেন? ব্রোশারটির সম্বন্ধে আরও তথ্য জানতে চাই।
□ বিনামূল্যে গৃহ বাইবেল অধ্যয়ন করার জন্য দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করুন।