সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

বাইবেল যা শিক্ষা দেয় তা শিখুন

বাইবেল যা শিক্ষা দেয় তা শিখুন

বাইবেল যা শিক্ষা দেয় তা শিখুন

ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? ব্রোশারটি হল ৩২ পৃষ্ঠার একটি প্রকাশনা, যেটির আকার এই পত্রিকার মতোই। বাইবেলের মৌলিক শিক্ষাগুলো লোকেদের বুঝতে সাহায্য করার জন্য এটি প্রস্তুত করা হয়েছে। এই ব্রোশারটি স্পষ্টভাবে দেখায় যে, মানবজাতির জন্য ঈশ্বরের উদ্দেশ্য কী আর বাইবেল থেকে এটি সেই তথ্য প্রদান করে, যা তাঁর অনুমোদন লাভ করার জন্য আমাদের কী করা দরকার, তা তুলে ধরে। এটির আগ্রহজনক শিক্ষাগুলোর অন্তর্ভুক্ত, “যীশু খ্রীষ্ট কে?,” “পৃথিবীর জন্য ঈশ্বরের উদ্দেশ্য কী?” এবং “ঈশ্বরের রাজ্য কী?”

আমরা আপনাকে আরও তথ্যের জন্য অনুরোধ করতে অথবা www.watchtower.org ঠিকানায় আমাদের ওয়েবসাইট থেকে একটি কপি ডাউনলোড করতে আমন্ত্রণ জানাই। ব্রোশারটি ২৫০টিরও বেশি ভাষায় পাওয়া যাচ্ছে।

এই ব্রোশারটি সম্বন্ধে আরও তথ্য জানার জন্য, এর সঙ্গে দেওয়া কুপনটি পূরণ করুন এবং এই পত্রিকার ৫ পৃষ্ঠায় দেওয়া উপযুক্ত কোনো ঠিকানায় সেটি ডাকযোগে পাঠিয়ে দিন। (g০৫ ০৭/৮)

□ কোনো বাধ্যবাধকতা ছাড়া, আমি ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? ব্রোশারটি সম্বন্ধে আরও তথ্য জানতে চাই।

□ বিনামূল্যে গৃহ বাইবেল অধ্যয়ন করার জন্য দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করুন।