সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

“যিহোবার সংগঠনে স্বাগতম”

“যিহোবার সংগঠনে স্বাগতম”

“যিহোবার সংগঠনে স্বাগতম”

ফিনল্যান্ডে, একটা পরিবার যারা কিছুদিন ধরে যিহোবার সাক্ষিদের সঙ্গে মেলামেশা করেছিল, অনেকেই তাদের বিরোধিতা করেছিল। “তারা তোমাদের টাকাপয়সা নিয়ে নেবে,” লোকেরা সাবধান করে দিয়েছিল। অন্যেরা বলেছিল, “তোমরা তোমাদের বাড়ি খোয়াবে।” ঘটনাক্রমে, একদিন রাতে এক অগ্নিকাণ্ডের ফলে বাড়ির উত্তাপ ব্যবস্থার জায়গাটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, যা উত্তরাঞ্চলের ঠাণ্ডা আবহাওয়ার জন্য এক বিরাট ক্ষতি ছিল।

বিমা কোম্পানি পুনর্নিমাণের বস্তুসামগ্রীর মূল্যের সামান্য ক্ষতিপূরণ দিয়েছিল। অগ্নিকাণ্ডের কারণে লোকেদের সেই ভয়াবহ ভবিষ্যদ্বাণীগুলো সত্য হয়েছে বলে মনে হয়েছিল। সেই পরিবারের বাবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে স্মরণ করে বলেন, “আমরা একেবারেই ভেঙে পড়েছিলাম।” তবুও, সেই স্বামী-স্ত্রী অগ্নিকাণ্ডের মাত্র তিন সপ্তাহ পরে তাদের বাপ্তিস্ম নেওয়ার পরিকল্পনাকে পালটায়নি।

স্থানীয় মণ্ডলী এটাকে বাইবেলের এই পরামর্শকে কাজে লাগানোর এক সুযোগ হিসেবে দেখেছিল: “বৎসেরা, আইস, আমরা বাক্যে কিম্বা জিহ্বাতে নয়, কিন্তু কার্য্যে ও সত্যে প্রেম করি।” (১ যোহন ৩:১৮) বাড়িটাকে মেরামত করার জন্য সহবিশ্বাসীরা এক পরিকল্পনা শুরু করেছিল। কীভাবে অগ্রসর হতে হবে সেই বিষয়ে ফিনল্যান্ডে যিহোবার সাক্ষিদের শাখা অফিস ব্যবহারিক পরামর্শ জুগিয়েছিল। নির্মাণ কাজের নকশা করা হয়েছিল, বাড়ি তৈরির অনুমতি পাওয়া গিয়েছিল, প্রয়োজনীয় বস্তুসামগ্রীর তালিকা বানানো হয়েছিল আর অনুরোধমতো স্বেচ্ছাসেবকদের পাঠানো হয়েছিল।

অগ্নিকাণ্ডের প্রায় এক মাসের মধ্যে, কাজ পুরোদমে এগিয়ে চলেছিল। এক বুধবারে, স্থানীয় সাক্ষিরা বাড়িটার পুড়ে যাওয়া অংশগুলো ভেঙে ফেলেছিল। শুক্রবারের মধ্যে, অন্যান্য মণ্ডলীর সাক্ষিদের সাহায্যে নতুন বাড়ির কাঠামো দাঁড় করানো হয়েছিল। শহরে যাওয়ার পথে, সেই পরিবারের বাবার একজন স্থানীয় কর্মকর্তার সঙ্গে দেখা হয়েছিল, যিনি জানতে চেয়েছিলেন যে, ছাদের ওপর ত্রিপল দিয়ে তিনি বৃষ্টির হাত থেকে ক্ষতিগ্রস্ত বাড়িটাকে রক্ষা করেছেন কি না। “না, ছাদে কোনো ত্রিপল দেওয়া নেই,” বাবা গর্বের সঙ্গে উত্তর দিয়েছিলেন, “কিন্তু ছাদের ওপর ৩০ জন লোক রয়েছে!”

শনিবারে প্রায় ৫০ জন আধ্যাত্মিক ভাইবোন নির্মাণস্থলে সাহায্য করার বিশেষ সুযোগ পেয়ে খুবই আনন্দিত হয়েছিল। একজন প্রতিবেশী, যিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন, তিনি মন্তব্য করেছিলেন: “গত রাতে আমি ভাবছিলাম যে, আপনারা কতই না অসাধারণ লোক! আপনারা সত্যিই একে অপরের জন্য চিন্তা করেন এবং একে অপরকে সাহায্য করেন।”

সেদিন সন্ধ্যাবেলায় কাজ সমাপ্ত হয়েছিল। নতুন বাড়িটা ছিল সেই পরিবারকে ভুল ধারণার বশবর্তী হয়ে দেওয়া সতর্কবাণীগুলোর এক স্পষ্ট উত্তর। মণ্ডলীর একজন প্রাচীন সেই মুহূর্তটার কথা স্মরণ করেন, যখন তিনি ও সেই পরিবারের বাবা তাদের কাজ দেখার জন্য পিছনে দাঁড়িয়ে ছিলেন: “নতুন বাপ্তাইজিত ভাইয়ের কাঁধে হাত রেখে একথা বলতে পারা ছিল এক অসাধারণ অনুভূতি, ‘যিহোবার সংগঠনে স্বাগতম।’” (g০৫ ১২/৮)

[৩১ পৃষ্ঠার চিত্র]

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত

[৩১ পৃষ্ঠার চিত্র]

মেরামত করার সময়