সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আপনার বিস্ময়কর লোহিত রক্তকণিকা

আপনার বিস্ময়কর লোহিত রক্তকণিকা

আপনার বিস্ময়কর লোহিত রক্তকণিকা

দক্ষিণ আফ্রিকার সচেতন থাক! লেখক কর্তৃক

আপনার রক্তপ্রবাহে সবচেয়ে সাধারণ কণিকা রক্তকে লাল রং প্রদান করে আর তাই এটাকে লোহিত রক্তকণিকা বলা হয়। মাত্র এক ফোঁটা রক্তে এইরকম কোটি কোটি কণিকা রয়েছে। অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে দিয়ে দেখলে এগুলোর গঠন ডোনাটের মতো, তবে মাঝখানটা ফাঁকা নয় কিন্তু চ্যাপ্টা। প্রতিটা কণিকায় কোটি কোটি হিমোগ্লোবিন অণু রয়েছে। আর প্রতিটা হিমোগ্লোবিন অণু হচ্ছে প্রায় ১০,০০০ হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এবং সালফার পরমাণু ও সেইসঙ্গে চারটে ভারী লৌহ পরমাণু দিয়ে গঠিত এক সুন্দর বর্তুলাকার গঠন, যা রক্তকে এর অক্সিজেন বহন করার ক্ষমতা প্রদান করে। হিমোগ্লোবিন বিভিন্ন কলা থেকে ফুসফুসে কার্বন ডাই অক্সাইড নিয়ে যাওয়াকে সহজতর করে আর ফুসফুস থেকে এটা নিঃসৃত হয়।

আপনার লোহিত রক্তকণিকাগুলোর আরেকটা অতি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এদের পর্দা, যেটাকে বলা হয় ঝিল্লি। এই বিস্ময়কর আবরণ কণিকাগুলোকে পাতলা আকারে প্রসারিত হতে সাহায্য করে, যাতে সেগুলো আপনার অতি ক্ষুদ্র রক্তবাহী ধমনীগুলোর মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে আর এভাবে আপনার দেহের প্রত্যেকটা অংশকে সক্রিয় করে।

লোহিত রক্তকণিকাগুলো আপনার অস্থিমজ্জায় উৎপন্ন হয়। একটা নতুন কণিকা যখন আপনার রক্তপ্রবাহে প্রবেশ করে, তখন এটা আপনার হৃৎপিণ্ড ও শরীরের মধ্যে দিয়ে ১,০০,০০০রও বেশি বার প্রবাহিত হতে পারে। অন্যান্য কণিকার যেমন রয়েছে, লোহিত রক্তকণিকাগুলোতে কোনো নিউক্লিয়াস নেই। নিউক্লিয়াস না থাকায় তা এগুলোকে অক্সিজেন বহন করার জন্য আরও অধিক জায়গা করে দেয় এবং আরও হালকা করে তোলে, যা আপনার হৃৎপিণ্ডের জন্য কোটি কোটি লোহিত রক্তকণিকাকে আপনার দেহের মধ্যে দিয়ে সংবহন করতে সাহায্য করে। কিন্তু, নিউক্লিয়াস না থাকায় এগুলো তাদের ভিতরের অংশগুলোকে পুনরুজ্জীবিত করতে অসমর্থ। তাই, প্রায় ১২০ দিন পর, আপনার লোহিত রক্তকণিকাগুলো হ্রাস পেতে এবং সেগুলো স্থিতিস্থাপকতা হারাতে শুরু করে। বৃহৎ আকারের শ্বেত রক্তকণিকাগুলো, যেগুলোকে বলা হয় অণুজীব-নাশক (ফ্যাগসাইট), সেগুলো এই ক্ষয়প্রাপ্ত কণিকাগুলোকে শুষে নেয় এবং এগুলোর লৌহ পরমাণুগুলো বের করে দেয়। অল্প সংখ্যক লৌহ পরমাণু, অণুগুলোর সঙ্গে যুক্ত হয়, যেগুলো আপনার অস্থিমজ্জায় পরমাণুগুলোকে নিয়ে যায়, যাতে নতুন লোহিত রক্তকণিকাগুলো উৎপাদনে এগুলো ব্যবহৃত হতে পারে। প্রতি সেকেন্ডে আপনার অস্থিমজ্জা আপনার রক্তপ্রবাহে ২০ লক্ষ থেকে ৩০ লক্ষ নতুন রক্তকণিকা বের করে!

যদি আপনার কোটি কোটি লোহিত রক্তকণিকা হঠাৎ করে কাজ করা বন্ধ করে দেয়, তা হলে কয়েক মিনিটের মধ্যেই আপনি মারা যাবেন। যিহোবা ঈশ্বরের সৃষ্টির এই বিস্ময়কর বিষয়টার জন্য তাঁর প্রতি আমাদের কতই না কৃতজ্ঞ হওয়া উচিত, যেটা আমাদের বেঁচে থাকতে ও জীবনকে উপভোগ করতে সমর্থ করে! কোনো সন্দেহ নেই যে, আপনি গীতরচকের সঙ্গে একমত হবেন, যিনি বলেছিলেন: “হে সদাপ্রভু, তুমি আমাকে অনুসন্ধান করিয়াছ, আমাকে জ্ঞাত হইয়াছ। আমি তোমার স্তব করিব, কেননা আমি ভয়াবহরূপে ও আশ্চর্য্যরূপে নির্ম্মিত; তোমার কর্ম্ম সকল আশ্চর্য্য, তাহা আমার প্রাণ বিলক্ষণ জানে।”—গীতসংহিতা ১৩৯:১, ১৪. (g ১/০৬)

[৩০ পৃষ্ঠার ডায়াগ্রাম]

(পুরোপুরি ফরম্যাট করা টেক্সটের জন্য এই প্রকাশনা দেখুন)

লোহিত রক্তকণিকা

ঝিল্লি

হিমোগ্লোবিন (বড় করে দেখানো হয়েছে)

অক্সিজেন