সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আরও উজ্জ্বল এক ভবিষ্যৎ কি সম্ভব?

আরও উজ্জ্বল এক ভবিষ্যৎ কি সম্ভব?

আরও উজ্জ্বল এক ভবিষ্যৎ কি সম্ভব?

ভবিষ্যৎ হল অত্যন্ত আগ্রহজনক এক বিষয়। আমাদের মধ্যে এমন কেই বা আছেন যিনি জানতে চাইবেন না যে, এখন থেকে পরবর্তী মাসে, বছরে অথবা এমনকি এক দশক পর আমরা কী করব? আরও ব্যাপক অর্থে চিন্তা করলে, এই জগৎ আগামী ১০, ২০ বা ৩০ বছর পর কেমন হবে?

আপনার কি ভবিষ্যৎ সম্বন্ধে এক আশাবাদী দৃষ্টিভঙ্গি রয়েছে? লক্ষ লক্ষ লোকের তা রয়েছে আর তাদেরকে দুটো দলে বিভক্ত করা যায়: একটা হল যারা বলে থাকে যে, পরিস্থিতি আরও ভাল হবে এই বিশ্বাসের পিছনে তাদের দৃঢ় কারণ রয়েছে এবং অন্যটা শুধুমাত্র এই কারণে উজ্জ্বল দৃষ্টিভঙ্গি বজায় রাখে যে, এর বিকল্পগুলো চিন্তা করা খুবই হতাশাজনক।

অবশ্য, কেউ কেউ সুসংবাদের কোনো পূর্বাভাসই দেখতে পায় না। তাদের মধ্যে এমন ভবিষ্যদ্বক্তারা রয়েছে, যারা কেবল এই পৃথিবী গ্রহের মহাপ্রলয়ংকর ধ্বংস সম্বন্ধে ঘোষণা করেই আনন্দিত হয় বলে মনে হয়। ভবিষ্যৎ সম্বন্ধে তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী, যদি কেউ রক্ষা পেয়েও যায় তাদের সংখ্যা হবে খুবই অল্প।

আপনি কীভাবে ভবিষ্যৎকে দেখে থাকেন? আপনি কি নৈরাশ্য ও ধ্বংস নাকি শান্তি ও নিরাপত্তা দেখতে পান? যদি আপনি দ্বিতীয়টা আশা করে থাকেন, তা হলে সেটার ভিত্তি কী—মন বলে তাই, নাকি নির্ভরযোগ্য প্রমাণ রয়েছে?

ধ্বংস সম্বন্ধে বলে এমন ভবিষ্যদ্বক্তাদের বৈসাদৃশ্যে সচেতন থাক! পত্রিকার প্রকাশকরা বিশ্বাস করে না যে, মানবজাতি বিলুপ্ত হওয়ার পথে এগিয়ে চলেছে। এর বিপরীতে, বাইবেল এটা বিশ্বাস করার দৃঢ় কারণ জোগায় যে, সামনেই সবচেয়ে উত্তম সময় রয়েছে। (g ১/০৬)

[৫ পৃষ্ঠার চিত্র সৌজন্যে]

U.S. Department of Energy photograph