সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ তারিখ

ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ তারিখ

ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ তারিখ

এটা হচ্ছে সেই তারিখ, যেদিন যিশু খ্রিস্ট মারা গিয়েছিলেন। কেন যিশুর মৃত্যু এত গুরুত্বপূর্ণ ছিল? এর বেশ কয়েকটা কারণ রয়েছে।

মৃত্যু পর্যন্ত যিশুর বিশ্বস্ত থাকা প্রমাণ করেছিল যে, একজন মানুষ ঈশ্বরের প্রতি নীতিনিষ্ঠা বজায় রাখতে পারেন।

এ ছাড়া, খ্রিস্টের মৃত্যু মানবজাতির মধ্যে থেকে কিছু জনের জন্য তাঁর সঙ্গে স্বর্গে সহশাসক হওয়ার সুযোগ করে দিয়েছে। অধিকন্তু, এটি আরও অনেক অনেক মানুষকে পার্থিব পরমদেশে অনন্তজীবন উপভোগ করার সুযোগ করে দিয়েছে।

যিশু মারা যাওয়ার আগের সন্ধ্যায়, তাঁর প্রেমময় মানব বলির প্রতীক হিসেবে তিনি তাড়ীশূন্য রুটি ও লাল দ্রাক্ষারস ব্যবহার করেছিলেন। আর তিনি তাঁর শিষ্যদের বলেছিলেন: “ইহা আমার স্মরণার্থে করিও।” (লূক ২২:১৯) আপনার কি এই গুরুত্বপূর্ণ ঘটনাটির কথা স্মরণে থাকবে?

যিশুর মৃত্যু স্মরণার্থ উদ্‌যাপন করার জন্য, যিহোবার সাক্ষিরা আপনাকে তাদের সঙ্গে যোগ দিতে উষ্ণ আমন্ত্রণ জানাচ্ছে। এই বছর এই উদ্‌যাপনের তারিখ হচ্ছে, ১২ই এপ্রিল, বুধবার সূর্যাস্তের পর। আপনি হয়তো আপনার বাড়ির সবচেয়ে কাছের কোনো কিংডম হলে যোগ দিতে পারেন। দয়া করে, সঠিক সময় ও স্থান সম্বন্ধে স্থানীয় যিহোবার সাক্ষিদের কাছ থেকে জেনে নিন। (g ৩/০৬)