সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

বিশ্ব নিরীক্ষা

বিশ্ব নিরীক্ষা

বিশ্ব নিরীক্ষা

◼ ২০০০ সাল জুড়ে, বিশ্বব্যাপী আনুমানিক ৮৩ লক্ষ নতুন লোক যক্ষ্মারোগে (টিবি) আক্রান্ত হয়েছে আর প্রায় কুড়ি লক্ষ লোক টিবি-র কারণে মারা গিয়েছে—সেগুলোর প্রায় সবই দরিদ্র দেশগুলোতে।—অস্ট্রেলিয়ার চিকিৎসা সংক্রান্ত পত্রিকা।

◼ “৩০ বছর বয়সে ধূমপায়ী ব্যক্তিতে পরিণত হওয়া একজন পুরুষের আয়ু সাড়ে ৫ বছর এবং এক মহিলার আয়ু সাড়ে ৬ বছরের বেশি কমিয়ে দেয়,” বিমা-গাণনিক প্রতিষ্ঠানের দ্বারা উৎপাদিত আয়ুর তালিকা অনুসারে। কিন্তু, ৩০ বছর বয়সে ধূমপান ছেড়ে দেওয়া তামাক সংক্রান্ত রোগে মৃত্যুর ঝুঁকি অনেকখানি কমিয়ে দেয়।—দ্যা টাইমস, ইংল্যান্ড।

◼ ২০০৪ সাল জুড়ে, বিশ্বব্যাপী গড়ে প্রতিদিন তেল খরচের পরিমাণ ৩.৪ শতাংশ বেড়ে ৮ কোটি ২৪ লক্ষ ব্যারেল দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও চিন এই বৃদ্ধির প্রায় অর্ধেকের জন্য দায়ী এবং এখন এই দুটো দেশ যথাক্রমে দিনে ২ কোটি ৫০ লক্ষ ব্যারেল ও ৬৬ লক্ষ ব্যারেল তেল খরচ করে।—ভাইটাল সাইন্স ২০০৫, ওয়ার্ল্ডওয়াচ ইন্সটিটিউট।

“আপনার মায়ের প্রতি উপলব্ধি দেখান”

শ্রম বিশ্লেষকরা অনুমান করে যে, কানাডায় স্কুলপড়ুয়া দুই সন্তানের এক মা, যিনি একজন গৃহিনী কিন্তু চাকরি করেন না, তাকে যদি তার সমস্ত কাজের জন্য বেতন দেওয়া হতো, তা হলে ওভারটাইমের বেতনসহ তার এক বছরের বেতন হতো ১,৬৩,৮৫২ (কানাডীয়) ডলার (প্রায় ১,৩০,০০০ মার্কিন ডলার)। এই পরিমাণটা চলতি বাজারের গড় বেতন ও “সপ্তাহের ছয় দিন ১৫ ঘন্টা ও একদিন ১০ ঘন্টা কাজ করে মোট ১০০ ঘন্টা কাজের হিসাব” অনুযায়ী করা হয়েছে, ভ্যানকুভার সান খবরের কাগজ বলে। এইরকম গৃহিনী মায়েরা ডে-কেয়ার কর্মী, শিক্ষক, চালক, হাউসকিপার, রাঁধুনি, নার্স এবং সাধারণ মেরামত কর্মীর দায়িত্ব পালন করে থাকে। তাই খবরের কাগজটি এই পরামর্শ দেয়: “আপনার মায়ের প্রতি উপলব্ধি দেখান: সম্ভবত তিনি কম পারিশ্রমিক পাচ্ছেন।” (g ২/০৬)

কুসংস্কার দিন দিন বেড়ে চলেছে

“প্রযুক্তিবিদ্যা ও বিজ্ঞানের এই যুগেও কুসংস্কার একটুও কমেনি,” জার্মানির জনমত প্রতিষ্ঠান আ্যলেন্সব্যাখ রিপোর্ট করে। এক দীর্ঘমেয়াদি গবেষণা দেখিয়েছে যে, “কিছু শুভ বা অশুভ পূর্বলক্ষণের ওপর অযৌক্তিক বিশ্বাস এখনও জনগণের মধ্যে রয়ে গিয়েছে আর সত্যি বলতে কী, গত ২৫ বছরের চেয়ে এখন দিন দিন তা আরও বেশি জনপ্রিয় হয়ে উঠছে।” ১৯৭০ এর দশকে শতকরা ২২ জন লোক বিশ্বাস করত যে, উল্কা তাদের জীবনে এক বিশেষ প্রভাব ফেলে। এখন শতকরা ৪০ জন তা বিশ্বাস করে। আজকে, প্রতি ৩ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মধ্যে মাত্র ১ জন সব ধরনের কুসংস্কারকে প্রত্যাখ্যান করে। জার্মানির ১,০০০ জন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র-ছাত্রীর মধ্যে করা একটা সমীক্ষা দেখিয়েছিল যে, তাদের মধ্যে এক তৃতীয়াংশ ছাত্র-ছাত্রী গাড়িতে বা চাবির রিংয়ে লাগানো রক্ষাকবচজাতীয় জিনিসগুলোর ওপর নির্ভর করে থাকে। (g ১/০৬)

আধুনিক ক্রীতদাসত্ব

“পৃথিবীব্যাপী কমপক্ষে ১ কোটি ২৩ লক্ষ লোক বাধ্যতামূলক শ্রমের শিকার,” রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক শ্রমিক সংগঠন (আইএলও)-র দ্বারা প্রণীত একটা গবেষণা রিপোর্ট করে। অনুমান করা হয় যে, এদের মধ্যে ২৪ লক্ষেরও বেশি লোক, অবৈধ মানুষ বেচা-কেনার শিকার। কয়েকটা বাধ্যতামূলক শ্রম—ভয় দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে কাজ বা সেবা করতে বাধ্য করানো—হল পতিতাবৃত্তি, সৈন্যবাহিনীর কাজ এবং ক্রীতদাস হওয়া, যেটার জন্য তারা সামান্য বেতন পায় কিংবা পায়ই না কারণ তাদের বেতনকে দেনা পরিশোধের উপায় হিসেবে দেখা হয়। আইএলও-র মহাপরিচালক হুয়ান সোমাভিয়ার মতানুসারে, এই ধরনের শ্রম “লোকেদের মৌলিক অধিকার ও মর্যাদাকে হরণ করে।”

পার্ক করা গাড়িগুলোর তাপমাত্রা

২০০৪ সালে, যুক্তরাষ্ট্রে পার্ক করা গাড়িগুলোতে রেখে আসা ৩৫ জন বাচ্চা হিটস্ট্রোকে মারা গিয়েছে, পেডিয়াট্রিক্স পত্রিকা বলে। গবেষণা দেখায় যে, গাড়ির বাইরের তাপমাত্রা যখন ৩০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, তখন কোনো গাড়ির ভিতরের তাপমাত্রা খুব দ্রুত ৫৭ ডিগ্রি থেকে ৬৮ ডিগ্রিতে পৌঁছায়। এমনকি বাইরের তাপমাত্রা ২২ ডিগ্রি হলেও, গাড়ির ভিতরের তাপমাত্রা প্রায় আরও ২২ ডিগ্রি বাড়তে পারে আর গাড়ি পার্ক করে রাখার ১৫ থেকে ৩০ মিনিটের মধ্যেই অধিকাংশ তাপমাত্রা বৃদ্ধি পায়। জানালা চার সেন্টিমিটার খুলে রাখলেও কোনো লাভ হয় না, যেমনটা গাড়ির ইঞ্জিন বন্ধ করার আগে এয়ারকন্ডিশন চালানোর ফলেও হয়নি। সেই প্রবন্ধের লেখক-লেখিকারা মনে করে যে, এই ঝুঁকি সম্বন্ধে জন সচেতনতাই জীবন রক্ষা করতে পারে। (g ৩/০৬)