সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আপনি কীভাবে উত্তর দেবেন?

আপনি কীভাবে উত্তর দেবেন?

আপনি কীভাবে উত্তর দেবেন?

দৃষ্টান্তটি বর্ণনা করুন

১. মথি ১৩:৩-৯, ১৮-২৩ পদে দেওয়া যিশুর দৃষ্টান্তটি, কোন চারটে জায়গায় বীজ পড়েছিল বলে জানায়?

আপনার প্রত্যেকটা উত্তর ছবিতে দেখাতে একটা রেখা টানুন।

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

২. বীজ কী চিত্রিত করে?

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

আলোচনার জন্য: আপনি কীভাবে নিশ্চিত হতে পারেন যে, আপনার হৃদয় হচ্ছে এক উত্তম ভূমি? কেন সেই প্রচেষ্টার মূল্য রয়েছে?

ইতিহাসে কখন?

প্রতিটা ঘটনা যে-বছরে ঘটেছিল সেটা দেখাতে একটা রেখা টানুন।

সা.কা.পূ. ১৯৪৩ সাল ১৯১৯ ১৭৭০ ১৭২৮ ১৪৭৩ ১০৬৬

৩. আদিপুস্তক ৪৬:৫-৭

৪. আদিপুস্তক ১২:৪

৫. যিহোশূয়ের পুস্তক ২:১-২১

আমি কে?

৬. আমি ইল্‌কোশে বাস করতাম এবং নীনবীর বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী করেছিলাম।

আমি কে?

৭. আমার দ্বিতীয় স্বামীর নামের অর্থ হচ্ছে “প্রিয়।” আমার প্রথম স্বামীর নামের অর্থ হচ্ছে “মূর্খ।”

এই সংখ্যা থেকে

এই প্রশ্নগুলোর উত্তর দিন এবং বাইবেলের যে-পদ(গুলো) উল্লেখ করা নেই, তা লিখুন।

পৃষ্ঠা ৮ সন্ত্রাসবাদ কীভাবে নির্মূল হবে? (মীখা ৪:____)

পৃষ্ঠা ৯ মানুষের ক্রোধ কী করতে ব্যর্থ হয়? (যাকোব ১:____)

পৃষ্ঠা ২০ বাইবেল অক্ষম সন্তানদের বাবামাকে কোন আশা প্রদান করে? (যিশাইয় ৩৫:____)

পৃষ্ঠা ২৩ বাইবেল পড়া আপনাকে কী করতে সাহায্য করে? (প্রেরিত ১৭:____)

উত্তর

১. পথের পাশে, পাষাণময় ভূমিতে, কাঁটাবনে, উত্তম ভূমিতে।

২. রাজ্যের বাক্য।

৩. সা.কা.পূ. ১৭২৮ সাল।

৪. সা.কা.পূ. ১৯৪৩ সাল।

৫. সা.কা.পূ. ১৪৭৩ সাল।

৬. নহূম।—নহূম ১:১.

৭. অবীগল।