সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আপনি কীভাবে উত্তর দেবেন?

আপনি কীভাবে উত্তর দেবেন?

আপনি কীভাবে উত্তর দেবেন?

এই ছবিটাতে কী ভুল রয়েছে?

বাইবেলের আদিপুস্তক ৩:১-৫ পদের বিবরণের সঙ্গে মেলে না এমন তিনটি বিষয় চিহ্নিত করুন।

১. ․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

২. ․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

৩. ․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

আলোচনার জন্য: কেন যিহোবা আদম ও হবাকে সদসদ্‌-জ্ঞানদায়ক বৃক্ষের ফল খেতে বারণ করেছিলেন? আপনি কেন মনে করেন যে, যিহোবার আজ্ঞা সকল পালন করা গুরুত্বপূর্ণ?

ইতিহাসে কখন?

প্রতিটা সৃষ্টি কাজের ঘটনা যে-‘দিবসে’ শুরু হয়েছিল, সেটা দেখাতে একটা রেখা টানুন।

৪. আদিপুস্তক ১:১৪-১৬

৫. আদিপুস্তক ১:২৪

৬. আদিপুস্তক ১:২০, ২১

আমি কে?

৭. আমিই লিপিবদ্ধ নথিতে উল্লেখিত প্রথম ব্যক্তি যে একটা শহর গড়ে তুলেছিলাম।

আমি কে?

৮. হবার পর প্রথম স্ত্রীলোক হিসেবে আমার নাম বাইবেলে উল্লেখ করা হয়েছে।

এই সংখ্যা থেকে

এই প্রশ্নগুলোর উত্তর দিন এবং বাইবেলের যে-পদ(গুলো) উল্লেখ করা নেই, তা লিখুন।

পৃষ্ঠা ৫ বাইবেলের সময়ে কোন প্রাণী তার, বেয়ে ওঠার ক্ষমতার জন্য পরিচিত ছিল? (হিতোপদেশ ৩০:____)

পৃষ্ঠা ৯ কেন যিহোবা প্রশংসা পাওয়ার যোগ্য? (প্রকাশিত বাক্য ৪:____)

পৃষ্ঠা ২০ আদিপুস্তকে স্পষ্ট অগ্রিম জ্ঞান কীসের প্রমাণ? (২ তীমথিয় ৩:____)

পৃষ্ঠা ২৫ সমস্তকিছুই “যথাকালে” কী করা হয়েছে? (উপদেশক ৩:____)

ছোটদের জন্য ছবির ধাঁধাঁ

এই ছবিগুলো কি তুমি এই সংখ্যার পত্রিকা থেকে খুঁজে বের করতে পারো? প্রতিটা ছবিতে কী ঘটছে, তা নিজের ভাষায় বর্ণনা করো।

(১২ পৃষ্ঠায় উত্তর)

৩১ পৃষ্ঠার উত্তর

১. সর্প হবার সঙ্গে কথা বলেছিল, আদমের সঙ্গে নয়।—আদিপুস্তক ৩:১.

২. এদন উদ্যান থেকে বের করে দেওয়ার আগে পর্যন্ত আদম ও হবার কোনো ছেলেমেয়ে ছিল না।—আদিপুস্তক ৪:১.

৩. উদ্যান থেকে চলে যাওয়ার সময় আদম ও হবা উলঙ্গ ছিল।—আদিপুস্তক ২:২৫.

৪. ৪র্থ “দিবস।”—আদিপুস্তক ১:১৪-১৬, ১৯.

৫. ৬ষ্ঠ “দিবস।”—আদিপুস্তক ১:২৪, ৩১.

৬. ৫ম “দিবস।”—আদিপুস্তক ১:২০, ২১, ২৩.

৭. কয়িন।—আদিপুস্তক ৪:১৭.

৮. আদা।—আদিপুস্তক ৪:১৯.

[৩১ পৃষ্ঠার চিত্র সৌজন্যে]

প্রথম বৃত্ত: Breck P. Kent; দ্বিতীয় বৃত্ত: © Pat Canova/Index Stock Imagery