সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

বিবর্তন বাস্তব নাকি কল্পনা?

বিবর্তন বাস্তব নাকি কল্পনা?

বিবর্তন বাস্তব নাকি কল্পনা?

আপনি কী মনে করেন? জীবন—কীভাবে তা এখানে এসেছে? ক্রমবিবর্তন অথবা সৃষ্টির মাধ্যমে? (ইংরেজি) বইটি নিম্নোক্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে:

আকস্মিকভাবে কি জীবনের উৎপত্তি হতে পারে?

কেন অনেকে বিবর্তনকে মেনে নেয়?

খ্যাতনামা বিজ্ঞানীদের স্পষ্ট যুক্তি ও পর্যবেক্ষণকে ব্যবহার করে ২৫৬ পাতার এই বইটি, জীবন কীভাবে এখানে এসেছে এবং তা আপনার জন্য কী অর্থ রাখে, সেই বিষয়ে অনুসন্ধান করে। আপনি হয়তো আরও তথ্যের জন্য এর সঙ্গে দেওয়া কুপনটি পূরণ করে এবং এই পত্রিকার ৫ পৃষ্ঠায় দেওয়া উপযুক্ত ঠিকানায় সেটি ডাকযোগে পাঠিয়ে দিয়ে অনুরোধ জানাতে পারেন। (g ৯/০৬)

□ কোনো বাধ্যবাধকতা ছাড়া, আমি এখানে দেখানো বইটি সম্বন্ধে আরও তথ্য জানতে চাই।

□ বিনামূল্যে গৃহ বাইবেল অধ্যয়ন করার জন্য দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করুন।