সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আপনি কীভাবে উত্তর দেবেন?

আপনি কীভাবে উত্তর দেবেন?

আপনি কীভাবে উত্তর দেবেন?

এটা কোথায় ঘটেছিল?

১. এই ঘটনাটা কোন পাহাড়ে ঘটেছিল?

আপনার উত্তরটা মানচিত্রে গোল করে দেখান।

হর্মোণ পর্বত

কর্মিল পর্বত

গরিষীম পর্বত

মোরিয়া পর্বত

◆ পরবর্তী সময়ে, এই পাহাড়ে কোন কাঠামো নির্মাণ করা হয়েছিল?

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

◆ কেন অব্রাহাম ইস্‌হাককে বলি দিতে উদ্যত হয়েছিলেন?

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

◆ সেই সময় ইস্‌হাক কি এক ছোট্ট বালক ছিলেন?

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

আলোচনার জন্য: ইস্‌হাক কেন তার বাবার সঙ্গে সহযোগিতা করেছিলেন বলে আপনার মনে হয়? কীভাবে যিশু ইস্‌হাকের মতো ছিলেন?

ইতিহাসে কখন?

রাজা কখন শাসন করতে শুরু করেছিলেন, সেই সময়টা দেখাতে একটা রেখা টানুন।

সা.কা.পূ. ১০৩৭ সাল ৯৭৭ ৯৩৬ ৭১৬ ৬৫৯ ৬০৭

১ রাজাবলি ১:৩৮, ৩৯

২ রাজাবলি ২১:২৪

১ রাজাবলি ২২:৪২

আমি কে?

৫. আমাকে বাবিলে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু আমি যিরূশালেমে ফিরে এসেছিলাম, যেখানে আমি রাজা হিসেবে শাসন করা সম্পন্ন করেছিলাম।

আমি কে?

৬. আমি বাবিলে বসে বাইবেলের একটি অংশ লিখেছিলাম, যেসময়ে রোমীয়রা যিরূশালেম শাসন করছিল।

এই সংখ্যা থেকে

এই প্রশ্নগুলোর উত্তর দিন এবং বাইবেলের যে-পদ(গুলো) উল্লেখ করা নেই, তা লিখুন।

পৃষ্ঠা ৪ বাইবেলে বর্ণিত ঈশ্বরের বিচার ও প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে একটা পার্থক্য কী? (আদিপুস্তক ১৮:____)

পৃষ্ঠা ৫ এটা জিজ্ঞেস করা কি ভুল যে, কেন ঈশ্বর দুঃখকষ্ট থাকতে দিয়েছেন? (হবক্‌কূক ১:____)

পৃষ্ঠা ১১ যে-বাবামারা যুক্তিসংগত নিয়মকানুন স্থাপন করে, তারা কীভাবে যিহোবাকে অনুকরণ করে? (গীতসংহিতা ৩২:____)

পৃষ্ঠা ১২ একজন হীনবুদ্ধি কী প্রকাশ করে? (হিতোপদেশ ২৯:____)

উত্তর

১. মোরিয়া পর্বত।

◆ শলোমনের মন্দির।

◆ তিনি যিহোবার আদেশের বাধ্য হয়েছিলেন।

◆ না।

২. সা.কা.পূ. ১০৩৭ সাল।

৩. সা.কা.পূ. ৬৫৯ সাল।

৪. সা.কা.পূ. ৯৩৬ সাল।

৫. মনঃশি।

৬. পিতর।