সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বর চিন্তা করেন!

ঈশ্বর চিন্তা করেন!

ঈশ্বর চিন্তা করেন!

এদনে যে-বিদ্রোহ শুরু হয়েছিল, সেটাকে ঈশ্বর যেভাবে মীমাংসা করেছিলেন, তা আমাদের প্রত্যেকের প্রতি তাঁর গভীর প্রেম এবং আমাদের ভবিষ্যৎ সম্বন্ধে তাঁর চিন্তা প্রকাশ করে। দয়া করে নীচের এই প্রমাণগুলো বিবেচনা করে দেখুন যে, ঈশ্বর সত্যিই আমাদের জন্য চিন্তা করেন আর আপনার বাইবেল থেকে উদ্ধৃত শাস্ত্রপদগুলো পড়ুন।

❖ তিনি আমাদেরকে এই পৃথিবী দিয়েছেন, যা প্রাকৃতিক সৌন্দর্যে, রোমাঞ্চকর পশুপাখিতে এবং ফলোৎপাদক ভূমিতে পরিপূর্ণ।—প্রেরিত ১৪:১৭; রোমীয় ১:২০.

❖ তিনি আমাদেরকে এক চমৎকার দেহ দিয়েছেন, যা আমাদেরকে দৈনন্দিন অভিজ্ঞতাগুলো থেকে যেমন সুস্বাদু খাবারের স্বাদ নেওয়া, সূর্যাস্ত দেখা, শিশুর হাসি শোনা এবং কোনো প্রিয়জনের কোমল স্পর্শ অনুভব করা থেকে আনন্দ খুঁজে পেতে সমর্থ করে।—গীতসংহিতা ১৩৯:১৪.

❖ তিনি আমাদের বিজ্ঞ নির্দেশনা দিয়েছেন, যা আমাদেরকে বিভিন্ন সমস্যা ও চাপের সঙ্গে সফলভাবে মোকাবিলা করতে সাহায্য করে।—গীতসংহিতা ১৯:৭, ৮; ১১৯:১০৫; যিশাইয় ৪৮:১৭, ১৮.

❖ তিনি আমাদেরকে পরমদেশ পৃথিবীতে বেঁচে থাকার ও আমাদের মৃত প্রিয়জনদের পুনরুত্থিত হতে দেখার প্রত্যাশাসহ এক চমৎকার আশা দিয়েছেন।—লূক ২৩:৪৩; যোহন ৫:২৮, ২৯.

❖ তিনি আমাদের জন্য তাঁর একজাত পুত্রকে মৃত্যুবরণ করতে পাঠিয়েছিলেন, যাতে আমরা চিরকাল বেঁচে থাকার প্রত্যাশা রাখতে পারি।—যোহন ৩:১৬.

❖ তিনি স্বর্গে মশীহ রাজ্যকে প্রতিষ্ঠিত করেছেন এবং আমাদেরকে প্রচুর প্রমাণ দিয়েছেন যে, সেই রাজ্য শীঘ্রই পৃথিবীতে সম্পূর্ণ ক্ষমতা গ্রহণ করবে।—যিশাইয় ৯:৬, ৭; মথি ২৪:৩, ৪, ৭; প্রকাশিত বাক্য ১১:১৫; ১২:১০.

❖ তিনি প্রার্থনায় তাঁর নিকটবর্তী হওয়ার এবং তাঁকে আমাদের মনের কথা খুলে বলার জন্য আমন্ত্রণ জানান আর আমরা যখন তা করি, তখন তিনি সত্যিই শোনেন।—গীতসংহিতা ৬২:৮; ১ যোহন ৫:১৪, ১৫.

❖ তিনি মানুষের প্রতি তাঁর গভীর প্রেম ও চিন্তা সম্বন্ধে বার বার আশ্বাস দেন।—১ যোহন ৪:৯, ১০, ১৯. (g ১১/০৬)