সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

এক দুঃখী কিশোরীর জন্য সাহায্য

এক দুঃখী কিশোরীর জন্য সাহায্য

এক দুঃখী কিশোরীর জন্য সাহায্য

মেক্সিকোতে ১৩ বছর বয়সি স্কুলপড়ুয়া মেয়ে সিবিয়া লক্ষ করেছিল যে, তার এক সহপাঠিনী প্রায়ই কাঁদতে কাঁদতে স্কুলে আসত। সে সেই মেয়েটিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিল। একদিন সিবিয়ার সহপাঠিনী তাকে মনের কথা খুলে বলেছিল যে, তার বাবা একজন মাতাল ও তার মাকে মারধর করে।

সিবিয়া বলে: “সে আমাকে বলেছিল যে, সে আর বেঁচে থাকতে চায় না, এমনকি সে আত্মহত্যা করার চেষ্টা পর্যন্ত করেছিল। সে বলেছিল যে, কেউ তাকে ভালবাসে না আর সে খুবই একাকিবোধ করে। উত্তরে আমি তাকে জানিয়েছিলাম যে, এমন একজন আছেন, যিনি তাকে অনেক ভালবাসেন আর তিনি হচ্ছেন এই নিখিলবিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। এরপর আমি মানবজাতির জন্য যিহোবার উদ্দেশ্য সম্বন্ধে ব্যাখ্যা করেছিলাম।”

পরে সিবিয়া তার সহপাঠিনীকে যুবক-যুবতীদের জিজ্ঞাস্য—যে-উত্তরগুলো কাজ করে (ইংরেজি) বইটি দিয়েছিল আর স্কুলের বিরতির সময় সে প্রতিদিন এটি থেকে তার সঙ্গে অধ্যয়ন করত। ধীরে ধীরে সেই মেয়েটি মিশতে শুরু করেছিল এবং অন্যদের সঙ্গে কথা বলত ও হাসি মুখে থাকত। সিবিয়ার উদ্দেশে এক চিঠিতে সেই মেয়েটি লিখেছিল: “তোমার বন্ধুত্ব ও বিবেচনাবোধের জন্য তোমাকে ধন্যবাদ জানাই। তোমার মতোই একজন বোন আমি সবসময় চেয়েছিলাম। এখন আমি জানি যে, আমার জন্য চিন্তা করার কেউ একজন আছেন আর তিনি হলেন যিহোবা।”

সম্ভবত তুমিও এমন কোনো কিশোর বা কিশোরীকে চেনো, যে যুবক-যুবতীদের জিজ্ঞাস্য বই থেকে উপকৃত হবে। এটির ৩৯টা অধ্যায়ের মধ্যে এই বিষয়গুলো রয়েছে: “কীভাবে আমি প্রকৃত বন্ধু পেতে পারি?,” “বিয়ের আগে যৌনসম্পর্ক করার বিষয়ে কী বলা যায়?” এবং “কীভাবে আমি জানতে পারব যে, এটা প্রকৃত প্রেম?” তুমি হয়তো সঙ্গে দেওয়া কুপনটি পূরণ করে ও এই পত্রিকার ৫ পৃষ্ঠায় দেওয়া উপযুক্ত কোনো ঠিকানায় সেটি ডাকযোগে পাঠিয়ে আরও তথ্য জানার জন্য অনুরোধ করতে পারো। (g ১০/০৬)

□ কোনো বাধ্যবাধকতা ছাড়া, আমি এখানে দেখানো বইটি সম্বন্ধে আরও তথ্য জানতে চাই।

□ বিনামূল্যে গৃহ বাইবেল অধ্যয়ন করার জন্য দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করুন।