সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আপনি কীভাবে উত্তর দেবেন?

আপনি কীভাবে উত্তর দেবেন?

আপনি কীভাবে উত্তর দেবেন?

এটা কোথায় ঘটেছিল?

১.প্রভুর সান্ধ্যভোজ প্রথম কোথায় উদ্‌যাপন করা হয়েছিল?

আপনার উত্তরটা মানচিত্রে গোল করে দেখান।

নাসরৎ

যিরীহো

যিরূশালেম

বৈৎলেহম

◆ তাড়িশূন্য রুটি কী চিত্রিত করে?

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

◆ লাল দ্রাক্ষারস কী চিত্রিত করে?

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

আলোচনার জন্য: প্রভুর সান্ধ্যভোজ কোন বিষয়টাকে স্মরণ করিয়ে দেয়? এই ঘটনার কোন বিষয়টা আপনার ভাল লাগে?

ইতিহাসে কখন?

নীচের বাইবেলের বইগুলোর লেখকের(দের) নাম বলুন এবং কখন সেই বই লেখা শেষ হয়েছিল, সেই সময়টা দেখাতে একটা রেখা টানুন।

সা.কা.পূ. ১০৭৭ সাল সা.কা.পূ. ১০৪০ সাল সা.কা.পূ. ৫৮০ সাল সা.কা. ৫৫ সাল সা.কা. ৬৬ সাল

২ শমূয়েল

২ রাজাবলি

২ করিন্থীয়

আমি কে?

৫. আমার বন্ধুরা আমাকে পান করার জন্য জল এনে দিয়েছিল কিন্তু আমি তা রক্তের মতো ঢেলে দিয়েছিলাম।

আমি কে?

৬. কেউ কেউ বলেছিল যে তারা আমার; অন্যেরা বলেছিল তারা পৌলের, আপল্লোর অথবা খ্রিস্টের।

এই সংখ্যা থেকে

এই প্রশ্নগুলোর উত্তর দিন এবং বাইবেলের যে-পদ(গুলো) উল্লেখ করা নেই, তা লিখুন।

পৃষ্ঠা ৩ স্বাস্থ্যগত কোন সমস্যাগুলো শীঘ্রই শেষ করা হবে? (যিশাইয় ৩৫:____)

পৃষ্ঠা ১১ কেন আপনি বিশ্বাস করতে পারেন যে স্থায়ী সুস্বাস্থ্য সম্ভব? (লূক ১৮:____)

পৃষ্ঠা ২০ ‘স্বর্গ-রাজ্যে’ কে শ্রেষ্ঠ হবে? (মথি ১৮:____)

পৃষ্ঠা ২৯ কারা রাজ্যের উত্তরাধিকারী হবে না? (ইফিষীয় ৫:____)

উত্তর

১. যিরূশালেম।—মথি ২১:১০, ১৭, ১৮; ২৬:১৭-১৯.

◆ যিশুর দেহ।—মথি ২৬:২৬.

◆ যিশুর রক্ত।—মথি ২৬:২৭, ২৮.

২. গাদ, নাথন, সা.কা.পূ. ১০৪০ সাল।

৩. যিরমিয়, সা.কা.পূ. ৫৮০ সাল।

৪. পৌল, সা.কা. ৫৫ সাল।

৫. দায়ূদ।—২ শমূয়েল ২৩:১৫-১৭.

৬. কৈফা বা পিতর।—যোহন ১:৪২; ১ করিন্থীয় ১:১২.