সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

এই ব্যক্তি কি আমার জন্য উপযুক্ত?

এই ব্যক্তি কি আমার জন্য উপযুক্ত?

যুবক-যুবতীদের জিজ্ঞাস্য . . .

এই ব্যক্তি কি আমার জন্য উপযুক্ত?

নীচের কুইজটা সম্পূর্ণ করার জন্য একটু সময় করে নাও:

সম্প্রতি একজন সম্ভাব্য বিবাহ সাথির মধ্যে তুমি কোন গুণকে অপরিহার্য বলে মনে করবে? নীচের তালিকার মধ্যে যে-চারটে বৈশিষ্ট্যকে তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করো, সেগুলোর পাশে ✔ চিহ্ন দাও।

․․․․․․․․ দেখতে সুন্দর ․․․․․․․․ আধ্যাত্মিকমনা

․․․․․․․․ বন্ধুত্বপরায়ণ ․․․․․․․․ নির্ভরযোগ্য

․․․․․․․․ জনপ্রিয় ․․․․․․․․ নৈতিকভাবে ন্যায়নিষ্ঠ

․․․․․․․․ মজা করে ․․․․․․․․ লক্ষ্য স্থাপনকারী

তোমার বয়স যখন আরও কম ছিল, তখন কি কখনো কারো প্রতি রোমান্টিক আকর্ষণ বোধ করেছিলে? ওপরের তালিকার মধ্যে সেই সময়ে সেই ব্যক্তির যে-বৈশিষ্ট্যকে তোমার কাছে সবচেয়ে আবেদনময় বলে মনে হয়েছিল, সেটার পাশে ✘ চিহ্ন দাও।

ওপরের বৈশিষ্ট্যগুলোর মধ্যে কোনোটাই অনাকাঙ্ক্ষিত নয়। এগুলোর মধ্যে প্রত্যেকটারই নিজস্ব আবেদন রয়েছে। তা সত্ত্বেও তুমি কি একমত হবে না যে, তুমি যখন কারো প্রতি রোমান্টিক আকর্ষণ বোধ করো, তখন তুমি বাহ্যিক গুণাবলির প্রতি মনোযোগ দিতে পরিচালিত হও, যেমন বাম দিকের কলামে যেগুলো রয়েছে?

কিন্তু, প্রাপ্তবয়স্ক হওয়ার সঙ্গে সঙ্গে তুমি আরও গভীর বিষয়গুলো পরীক্ষা করার জন্য তোমার বোঝার ক্ষমতাকে ব্যবহার করতে শুরু করে থাকো, যেমন ডান দিকের কলামে যেগুলো রয়েছে। উদাহরণস্বরূপ, তুমি উপলব্ধি করতে শুরু করো যে, পাড়ার সবচেয়ে সুন্দরী মেয়েটা হয়তো নির্ভরযোগ্য হবে না অথবা ক্লাসের সবচেয়ে জনপ্রিয় ছেলেটা হয়তো নৈতিকভাবে ন্যায়নিষ্ঠ হবে না। যদি তোমার “সৌকুমার্য্য”—জীবনের যে-সময়ে যৌন আকাঙ্ক্ষা প্রথম তীব্র হয়, সেই সময়—“অতীত হইয়া থাকে,” তা হলে তুমি খুব সম্ভবত বাহ্যিক বৈশিষ্ট্যগুলোকে ছাড়িয়ে আরও বেশি কিছু দেখবে, যাতে এই প্রশ্নটার উত্তর দিতে পারো যে, এই ব্যক্তি কি আমার জন্য উপযুক্ত?—১ করিন্থীয় ৭:৩৬.

যেকেউ হলেই কি চলবে?

সময় পেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, বিপরীত লিঙ্গের একাধিক ব্যক্তিকে হয়তো তোমার চোখে আকর্ষণীয় বলে মনে হতে পারে। কিন্তু যেকেউ হলেই চলবে না। বস্তুতপক্ষে, তুমি একজন আজীবন সাথি চাও, এমন একজন যে কিনা তোমার মধ্যে যে-উত্তম বিষয়গুলো রয়েছে, সেগুলো বের করে আনবে এবং যার জন্য তুমিও একই কাজ করবে। (মথি ১৯:৪-৬) কে সেই ব্যক্তি হতে পারে? সেই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমার নিজেকে ‘দর্পণে দেখা’ এবং সৎভাবে মূল্যায়ন করা প্রয়োজন।—যাকোব ১:২৩-২৫.

নিজের সম্বন্ধে আরও জানার জন্য নীচের প্রশ্নগুলোর উত্তর দাও:

আমার ইতিবাচক বৈশিষ্ট্যগুলো কী?

আমার দুর্বলতাগুলো কী?

আমার কোন আবেগগত ও আধ্যাত্মিক চাহিদাগুলো রয়েছে?

নিজেকে জানা কোনো সহজ কাজ নয় কিন্তু এই ধরনের প্রশ্নগুলো দিয়ে তুমি শুরু করতে পারো। * নিজেকে যত বেশি জানবে, ততই তুমি এমন কাউকে খুঁজে পেতে আরও সুসজ্জিত হবে, যে-ব্যক্তি তোমার দুর্বলতা নয় বরং ইতিবাচক বৈশিষ্ট্যগুলোকে বৃদ্ধি করবে। কিন্তু, তুমি যদি মনে করো যে তুমি এমন একজনকে খুঁজে পেয়েছ, যে তোমার উপযুক্ত, তা হলে কী?

এই সম্পর্ক কি সফল হবে?

এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমার সেই বন্ধুর প্রতি নিরপেক্ষভাবে তাকাও। তবে, সতর্ক থেকো! তুমি হয়তো কেবল সেই বিষয়গুলো দেখতে পারো, যেগুলো তুমি দেখতে চাও। তাই সময় নাও। তোমার বন্ধুর প্রকৃত চরিত্র বোঝার চেষ্টা করো।

ডেটিং করছে এমন অনেকে অতটা গভীরভাবে চিন্তা করে না। এর পরিবর্তে, তারা তাড়াহুড়ো করে সেই বিষয়গুলোর প্রতি মনোযোগ দেয়, যেগুলো তাদের মধ্যে সাধারণ: ‘আমরা একই ধরনের গানবাজনা পছন্দ করি।’ ‘আমরা একই ধরনের কাজ উপভোগ করি।’ ‘আমরা সব ব্যাপারে একমত!’ কিন্তু, আগে যেমন উল্লেখ করা হয়েছে, তোমার সৌকুমার্য যদি সত্যিই অতীত হয়ে থাকে, তা হলে তুমি বাহ্যিক বৈশিষ্ট্যগুলোকে ছাড়িয়ে আরও বেশি কিছু দেখবে। তোমাকে ‘হৃদয়ের গুপ্ত মনুষ্যকে’ নির্ণয় করতে হবে।—১ পিতর ৩:৪; ইফিষীয় ৩:১৬.

উদাহরণস্বরূপ, বিভিন্ন বিষয়ে তোমরা কতটা একমত হও, তার ওপর মনোযোগ কেন্দ্রীভূত করার চেয়ে বরং তোমরা যখন একমত না হও, তখন কী হয় তা লক্ষ করা আরও সাহায্যকারী হতে পারে। অন্য কথায়, এই ব্যক্তি কীভাবে দ্বন্দ্বকে মোকাবিলা করে—তার নিজের মতামত চাপিয়ে দেওয়ার মাধ্যমে, হতে পারে “রাগ” বা “নিন্দা” করে? (গালাতীয় ৫:১৯, ২০; কলসীয় ৩:৮) কিংবা এই ব্যক্তি কি যুক্তিবাদিতা দেখায় অর্থাৎ যখন কোনটা সঠিক বা ভুল সেই ব্যাপারে কোনো নীতি লঙ্ঘনের বিষয় থাকে না, তখন শান্তি স্থাপনের লক্ষ্যে মেনে নেওয়ার জন্য এক ইচ্ছুক মনোভাব দেখায়?—যাকোব ৩:১৭, NW.

আরেকটা বিষয় বিবেচনা করতে হবে: এই ব্যক্তি কি স্বার্থান্বেষী, নিয়ন্ত্রণপ্রবণ অথবা ঈর্ষাপরায়ণ? সে কি তোমার প্রতিটা পদক্ষেপ সম্বন্ধে জানতে চায়? “কর্তৃত্বপরায়ণতা ও ঈর্ষা হল বিপদজনক লক্ষণ,” নিকোল নামে এক যুবতী বলে। “আমি ডেটিং করছে এমন যুগলদের সম্বন্ধে শুনে থাকি, যাদের মধ্যে একজন তার ‘অবস্থান’ সম্বন্ধে অন্যকে ফোন করে সবসময় জানায় না বলে ঝগড়া করে—আমি মনে করি যে সেটা একটা খারাপ লক্ষণ।”

তোমার ছেলেবন্ধু অথবা মেয়েবন্ধুকে অন্যেরা কীভাবে দেখে? তুমি হয়তো এমন ব্যক্তিদের সঙ্গে যেমন, তার মণ্ডলীর পরিপক্ব ব্যক্তিদের সঙ্গে কথা বলতে চাইতে পারো, যারা এই ব্যক্তিকে কিছু সময় ধরে চেনে। তারা তোমাকে জানতে সাহায্য করবে যে, এই ব্যক্তি ‘প্রশংসাযোগ্য’ কি না।—প্রেরিত ১৬:১, ২, বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারসন। *

তোমার কি সম্পর্ক শেষ করে দেওয়া উচিত?

তুমি যদি বুঝতে পারো যে, তুমি যে-ব্যক্তির সঙ্গে ডেটিং করছ সে উপযুক্ত বিবাহ সাথি হবে না, তা হলে? সেই ক্ষেত্রে সম্পর্ক শেষ করে দেওয়া বিজ্ঞতার কাজ হতে পারে। বাইবেল বলে: “সতর্ক লোক বিপদ দেখিয়া আপনাকে লুকায়।”—হিতোপদেশ ২২:৩. *

এক সময় তুমি হয়তো নতুন সম্পর্ক শুরু করবে। যদি তা-ই হয়, তা হলে কোনো সন্দেহ নেই যে, তোমার আরও ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি—অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত হয়েছে, এমন এক দৃষ্টিভঙ্গি—থাকবে। হয়তো সেই সময় “এই ব্যক্তি কি আমার জন্য উপযুক্ত?” তোমার এই প্রশ্নের উত্তর হবে হ্যাঁ! (g ৫/০৭)

www.watchtower.org/ype ওয়েব সাইটে “যুবক-যুবতীদের জিজ্ঞাস্য. . . ” নামক ধারাবাহিকগুলো থেকে আরও প্রবন্ধ পাওয়া যেতে পারে।

চিন্তা করার মতো বিষয়

◼ তোমার কোন ইতিবাচক গুণাবলি রয়েছে, যেগুলো তোমাকে এক উত্তম বিবাহ সাথিতে পরিণত করবে?

◼ কয়েকটা গুণ কী, যেগুলো তুমি একজন বিবাহ সাথির মধ্যে দেখতে চাইবে?

◼ কোন উপায়গুলোর মাধ্যমে তুমি সেই ব্যক্তির চরিত্র, আচরণ ও সুনাম সম্বন্ধে আরও বেশি জানতে পারবে, যার সঙ্গে তুমি ডেটিং করছ?

[পাদটীকাগুলো]

^ নিজেকে জিজ্ঞেস করতে আরও প্রশ্নের জন্য ২০০৭ সালের জানুয়ারি মাসের সচেতন থাক! (ইংরেজি) পত্রিকার ৩০ পৃষ্ঠা দেখো।

^ এ ছাড়া, ১৭-১৮ পৃষ্ঠার বাক্সে দেওয়া প্রশ্নগুলোও দেখো।

^ সম্পর্ক শেষ করে দেওয়ার বিষয়ে আরও তথ্যের জন্য ২০০১ সালের এপ্রিল - জুন সচেতন থাক! পত্রিকার ১৮-২০ পৃষ্ঠা দেখো।

[১৭ পৃষ্ঠার বাক্স]

সে কি একজন উত্তম স্বামী হতে পারবে?

মৌলিক বিষয়

❑ তার যদি কোনো কর্তৃত্ব থেকে থাকে, তা হলে সেটাকে সে কীভাবে ব্যবহার করে? মথি ২০:২৫, ২৬.

তার লক্ষ্যগুলো কী?১ তীমথিয় ৪:১৫.

❑ সে কি এখন তার ওই লক্ষ্যগুলো অর্জন করার জন্য কাজ করছে?১ করিন্থীয় ৯:২৬, ২৭.

❑ তার বন্ধু কারা?হিতোপদেশ ১৩:২০.

❑ টাকাপয়সার প্রতি তার মনোভাব কেমন? ইব্রীয় ১৩:৫, ৬.

❑ সে কোন ধরনের আমোদপ্রমোদ পছন্দ করে? গীতসংহিতা ৯৭:১০.

❑ তার পোশাক-আশাকের ধরন কী ইঙ্গিত করে?২ করিন্থীয় ৬:৩.

❑ সে কীভাবে যিহোবার প্রতি তার প্রেম প্রদর্শন করে?১ যোহন ৫:৩.

ইতিবাচক গুণ

সে কি পরিশ্রমী?হিতোপদেশ ৬:৯-১১.

❑ সে কি অর্থ সংক্রান্ত বিষয়ে দায়িত্বসম্পন্ন? লূক ১৪:২৮.

❑ তার কি সুনাম রয়েছে?প্রেরিত ১৬:১, ২.

❑ সে কি তার বাবামাকে সম্মান করে? যাত্রাপুস্তক ২০:১২.

❑ সে কি অন্যদের প্রতি বিবেচনা দেখায়? ফিলিপীয় ২:৪.

বিপদজনক লক্ষণ

❑ সে কি রেগে যায়?হিতোপদেশ ২২:২৪.

❑ সে কি তোমাকে অশোভন যৌন আচরণে জড়িত করার চেষ্টা করে?গালাতীয় ৫:১৯.

❑ সে কি দৈহিকভাবে অথবা কথাবার্তার দ্বারা অন্যদের আঘাত দেয়?ইফিষীয় ৪:৩১.

❑ মজা করার জন্য তার কি মদের প্রয়োজন হয়? হিতোপদেশ ২০:১.

❑ সে কি ঈর্ষাপরায়ণ এবং আত্মকেন্দ্রিক? ১ করিন্থীয় ১৩:৪, ৫.

[১৮ পৃষ্ঠার বাক্স]

সে কি একজন উত্তম স্ত্রী হতে পারবে?

মৌলিক বিষয়

❑ পরিবার ও মণ্ডলীর প্রতি সে কীভাবে বশ্যতা দেখায়?ইফিষীয় ৫:২১, ২২.

❑ তার পোশাক-আশাকের ধরন কী ইঙ্গিত করে?১ পিতর ৩:৩, ৪.

❑ তার বন্ধু কারা?হিতোপদেশ ১৩:২০.

❑ টাকাপয়সার প্রতি তার মনোভাব কেমন?১ যোহন ২:১৫-১৭.

❑ তার লক্ষ্যগুলো কী?১ তীমথিয় ৪:১৫.

❑ সে কি এখন ওই লক্ষ্যগুলো অর্জন করার জন্য কাজ করছে?১ করিন্থীয় ৯:২৬, ২৭.

❑ সে কোন ধরনের আমোদপ্রমোদ পছন্দ করে?গীতসংহিতা ৯৭:১০.

❑ সে কীভাবে যিহোবার প্রতি তার প্রেম প্রদর্শন করে?১ যোহন ৫:৩.

ইতিবাচক গুণ

❑ সে কি পরিশ্রমী?হিতোপদেশ ৩১:১৭, ১৯, ২১, ২২, ২৭.

❑ সে কি অর্থ সংক্রান্ত বিষয়ে দায়িত্বসম্পন্ন?হিতোপদেশ ৩১:১৬, ১৮.

❑ তার কি সুনাম রয়েছে?রূতের বিবরণ ৪:১১.

❑ সে কি তার বাবামাকে সম্মান করে? যাত্রাপুস্তক ২০:১২.

❑ সে কি অন্যদের প্রতি বিবেচনা দেখায়? হিতোপদেশ ৩১:২০.

বিপদজনক লক্ষণ

❑ সে কি ঝগড়াটে স্বভাবের? হিতোপদেশ ২১:১৯.

❑ সে কি তোমাকে অশোভন যৌন আচরণে জড়িত করার চেষ্টা করে?গালাতীয় ৫:১৯.

❑ সে কি দৈহিকভাবে অথবা কথাবার্তার দ্বারা অন্যদের আঘাত দেয়?ইফিষীয় ৪:৩১.

❑ সে কি ঈর্ষাপরায়ণ এবং আত্মকেন্দ্রিক?১ করিন্থীয় ১৩:৪, ৫.