সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

কেন আমি অজ্ঞান হয়ে যাই?

কেন আমি অজ্ঞান হয়ে যাই?

কেন আমি অজ্ঞান হয়ে যাই?

ডাক্তার আমার চোখের চাপ পরীক্ষা করতে চেয়েছিলেন আর এটা এমন এক প্রক্রিয়া যেটার জন্য তাকে একটা যন্ত্র দিয়ে আমার অক্ষিগোলক স্পর্শ করতে হবে। আমি জানতাম যে কী ঘটতে যাচ্ছে। সবসময়ই তা হয়ে থাকে। রক্ত নেওয়ার জন্য নার্স যখন সুঁই ব্যবহার করেন, তখনও একই বিষয় ঘটে থাকে। মাঝে মাঝে শুধু বিভিন্ন আঘাত নিয়ে কথা বললেই একই ফলাফল ঘটে—আমি অজ্ঞান হয়ে যাই।

একটা ব্রিটিশ রিপোর্ট অনুসারে, আমাদের মধ্যে প্রায় ৩ শতাংশ প্রায়ই অজ্ঞান হয়ে পড়ি, যখন আমরা আগে উল্লেখিত নির্দিষ্ট পরিস্থিতিগুলোর মধ্যে কোনো একটাতে পড়ি। আপনিও যদি একজন ভুক্তভোগী হয়ে থাকেন, তা হলে হয়তো অজ্ঞান হয়ে যাওয়া রোধ করার জন্য নিষ্ফল চেষ্টা করেছেন। আপনি হয়তো জনসমক্ষে অজ্ঞান হয়ে যাওয়া এড়ানোর জন্য হেঁটে বাথরুমে চলে যাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু, সেটা খুব একটা ভাল চিন্তাভাবনা নয়। আপনি হয়তো পথেই হঠাৎ অজ্ঞান হয়ে যেতে পারেন ও আঘাত পেতে পারেন। আমি এত ঘন ঘন অজ্ঞান হয়ে যেতাম যে, আমি এর কারণ খুঁজে বের করার সিদ্ধান্ত নিয়েছিলাম।

একজন সাহায্যকারী ডাক্তারের সঙ্গে কথা বলার ও কয়েকটা বই পরীক্ষা করার পর আমি দেখেছি যে, এটা হল এমন এক অবস্থা, যেটাকে ভেজোভেগাল প্রতিক্রিয়া বলা হয়। * এটাকে দেহের স্বাভাবিকভাবে কাজ করার অক্ষমতা বলে মনে করা হয়, যে-কাজ রক্ত সঞ্চালন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য দরকার, যেমন আপনি যখন বসা থেকে উঠে দাঁড়ানোর সময়ে অবস্থান পরিবর্তন করেন, তখন দরকার হয়।

নির্দিষ্ট পরিস্থিতিগুলোতে, যার অন্তর্ভুক্ত হয়তো রক্ত দেখা অথবা আপনার চোখ পরীক্ষা করা, আপনার স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র এমনভাবে কাজ করে, যেন আপনি শুয়ে আছেন কিন্তু আসলে আপনি তখন বসে অথবা দাঁড়িয়ে আছেন। প্রথমে উদ্বিগ্নতার কারণে আপনার হৃৎস্পন্দন বেড়ে যায়। এরপর আপনার নাড়ির গতি দ্রুত হ্রাস পায় এবং আপনার পায়ের দিকে রক্তবাহী শিরাগুলো বিস্তৃত বা প্রসারিত হয়। ফলে, আপনার পায়ের দিকে রক্ত সরবরাহ বেড়ে যায় এবং মাথার দিকে কমে যায়। আপনার মস্তিষ্কে অক্সিজেনের স্বল্পতা দেখা দেয় এবং আপনি অজ্ঞান হয়ে যান। আপনি কীভাবে এই বিষয়টা ঘটে যাওয়া রোধ করতে পারেন?

যখন আপনার রক্ত নেওয়া হয়, তখন আপনি হয়তো অন্যদিকে তাকাতে পারেন অথবা সেই প্রক্রিয়া চলাকালে শুয়ে থাকতে পারেন। আগে যেমন উল্লেখ করা হয়েছে, যখন ভেজোভেগাল প্রতিক্রিয়া শুরু হতে থাকে, তখন প্রায়ই আপনি এর সতর্কতামূলক লক্ষণগুলো শনাক্ত করতে পারেন। তাই, আপনি অজ্ঞান হয়ে যাওয়ার আগে সাধারণত পদক্ষেপ নেওয়ার সময় থাকে। অনেক ডাক্তার সুপারিশ করে যে, আপনি শুয়ে পড়ুন এবং আপনার পা দুটোকে একটা চেয়ার অথবা দেওয়ালে ঠেকিয়ে ওপরের দিকে তুলে রাখুন। এটা আপনার রক্তকে পায়ের দিকে প্রবাহিত হওয়া থেকে প্রতিরোধ করবে আর এভাবে আপনি হয়তো চূড়ান্ত প্রতিক্রিয়া ঘটা রোধ করতে সমর্থ হবেন। মাত্র কয়েক মিনিটের মধ্যেই আপনি হয়তো আগের চেয়ে ভাল বোধ করবেন।

এই তথ্য যদি আপনাকে সাহায্য করে যেমনটা আমাকে করেছে, তা হলে আপনি হয়তো আসন্ন ভেজোভেগাল প্রতিক্রিয়ার লক্ষণগুলো শনাক্ত করতে সমর্থ হবেন। আর এরপর আপনি দ্রুত পদক্ষেপ নিতে পারবেন এবং এটা ঘটে যাওয়ার আগেই তা থামাতে পারবেন।—নিবেদিত। (g ৪/০৭)

[পাদটীকা]

^ “ভেজোভেগাল” শব্দটি মস্তিষ্কের দশম স্নায়ু বলে পরিচিত একটা দীর্ঘ স্নায়ুর রক্তবাহী শিরার কাজকে নির্দেশ করে।

[১৪ পৃষ্ঠার ব্লার্ব]

চিকিৎসা সংক্রান্ত কোনো প্রক্রিয়া চলাকালে শুয়ে পড়া উপকারী হতে পারে