সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আপনার কর্তৃত্ব ব্যবহার করুন

আপনার কর্তৃত্ব ব্যবহার করুন

পদক্ষেপ ৩

আপনার কর্তৃত্ব ব্যবহার করুন

কেন এই পদক্ষেপ নেবেন? বিভিন্ন গবেষণা দেখায় যে, “যে-ছেলেমেয়েরা প্রেমময় অথচ কর্তৃত্বসম্পন্ন বাবামার—সন্তানদের সমর্থন জুগিয়ে থাকে কিন্তু একইসঙ্গে দৃঢ় সীমা বজায় রাখে এমন বাবামার—কাছে মানুষ হয়ে ওঠে, তারা সেইসমস্ত সন্তানের চেয়ে পড়াশোনায় আরও ভাল করে, আরও বেশি সামাজিক হওয়ার দক্ষতা গড়ে তোলে, নিজের সম্বন্ধে ভাল অনুভব করে এবং সার্বিকভাবে সুখী হয়, যাদের বাবামা হয় খুবই প্রশ্রয়ী নতুবা অতিরিক্ত কঠোর,” বাবামা (ইংরেজি) পত্রিকা জানায়।

প্রতিদ্বন্দ্বিতা: একেবারে শিশুকাল থেকে শুরু করে কিশোর বয়স পর্যন্ত, সন্তানরা তাদের ওপর আপনার কর্তৃত্ব ব্যবহার করার অধিকার নিয়ে প্রশ্ন তুলবে। “সন্তানরা সহজেই বুঝতে পারে যে, কখন তাদের বাবামারা তাদের কর্তৃত্ব প্রদর্শন করতে ভয় পায় এবং হাল ছেড়ে দিতে পারে,” বাবামার কর্তৃত্ব! (ইংরেজি) বইয়ের লেখক জন রোজমন্ড লেখেন। “‘কর্তা কে?’ সেই বিষয়ে যখন প্রশ্ন ওঠে, তখন বাবামারা যদি নিয়ন্ত্রণের ভার হাতে না নেয়, তা হলে সন্তানরা তা নিয়ে নেবে,” তিনি বলেন।

সমাধান: এই ভেবে উদ্বিগ্ন হবেন না যে, আপনি যদি আপনার কর্তৃত্ব ব্যবহার করেন, তা হলে আপনার সন্তানরা আপনার কাছ থেকে দূরে সরে যাবে অথবা আপনি তাদের মনোভঙ্গ করবেন। পারিবারিক জীবনের উদ্যোক্তা যিহোবা ঈশ্বর, পরিবারকে কীভাবে পরিচালনা দিতে হবে, সেই বিষয়ে কথা বলার সমান অধিকার সন্তানদের দেননি। এর পরিবর্তে, তিনি বাবামাকে তাদের কর্তৃত্বপদে নিযুক্ত করেছেন এবং সন্তানদের আদেশ দিয়েছেন: “তোমরা . . . পিতামাতার আজ্ঞাবহ হও।”—ইফিষীয় ৩:১৪, ১৫; ৬:১-৪.

স্বৈরাচারী না হয়ে আপনি আপনার কর্তৃত্ব ব্যবহার করতে পারেন। কীভাবে? যিহোবার উদাহরণ অনুসরণ করে। তাঁর ইচ্ছা পালন করার জন্য তাঁর মানব সন্তানদের জোর করার ক্ষমতা যিহোবার রয়েছে অথচ তিনি আমাদের উত্তম গুণাবলির প্রতি মনোযোগ আকর্ষণ করানোর দ্বারা আমাদের অনুরোধ করেন। “আহা! তুমি কেন আমার আজ্ঞাতে অবধান কর নাই? করিলে তোমার শান্তি নদীর ন্যায়, . . . হইত,” তাঁর বাক্য বলে। (যিশাইয় ৪৮:১৮) যিহোবা চান আমরা যেন তাঁর বাধ্য হই, তবে তা তাঁর প্রতি আমাদের আতঙ্কজনক ভয় রয়েছে বলে নয় বরং আমরা তাঁকে ভালবাসি বলে। (১ যোহন ৫:৩) তিনি আমাদের কাছ থেকে যা চান, সেই বিষয়ে তিনি যুক্তিবাদী আর তিনি জানেন যে, আমরা যদি তাঁর নৈতিক মান অনুযায়ী জীবনযাপন করি, তা হলে আমরা উপকার লাভ করব।—গীতসংহিতা ১৯:৭-১১.

কীভাবে আপনি বাবা অথবা মা হিসেবে আপনার কর্তৃত্বকে ভারসাম্যপূর্ণ উপায়ে ব্যবহার করার আস্থা অর্জন করতে পারেন? প্রথমত, এই বিষয়ে আপনাকে দৃঢ়প্রত্যয়ী হতে হবে যে, ঈশ্বর চান আপনি তা করুন। দ্বিতীয়ত, আপনাকে নিশ্চিত থাকতে হবে যে, ঈশ্বরের নৈতিক মান অনুযায়ী জীবনযাপন করা আপনার নিজের ও আপনার সন্তানদের জন্য সর্বোত্তম।—রোমীয় ১২:২.

আপনার কর্তৃত্বকে ব্যবহার করার জন্য আপনাকে নির্দিষ্টভাবে কী করতে হবে? (g ৮/০৭)

[৫ পৃষ্ঠার ব্লার্ব]

“তোমার সন্তানকে শাসন কর, . . . সে তোমার প্রাণকে আনন্দিত করে তুলবে।”—হিতোপদেশ [প্রবচনমালা] ২৯:১৭, বাংলা জুবিলী বাইবেল