সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরীয় পথে প্রশিক্ষণ উত্তম ফল উৎপন্ন করে

ঈশ্বরীয় পথে প্রশিক্ষণ উত্তম ফল উৎপন্ন করে

ঈশ্বরীয় পথে প্রশিক্ষণ উত্তম ফল উৎপন্ন করে

যে-বাবামায়েরা তাদের ছেলেমেয়েদের খুব অল্পবয়স থেকেই শিক্ষা দিয়ে থাকে, তারা প্রায়ই তাদের এই পরিশ্রমের জন্য উত্তম ফল লাভ করে থাকে। ডোরিয়ান নামে দক্ষিণ আমেরিকার পেরুর এক কিশোর, যিহোবার সাক্ষিদের কিংডম হলে ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে যখন ছাত্র-ছাত্রীদের জন্য নির্ধারিত প্রথম বক্তৃতা দিয়েছিল, তখন তার বয়স ছিল মাত্র চার বছর। যখন সে পড়াশোনা করার জন্য স্কুলে যাওয়া শুরু করেছিল, তখন সে তার শিক্ষিকা ও সহপাঠীদের কাছে বাইবেল থেকে ব্যাখ্যা করতে সক্ষম হয়েছিল যে, কেন সে বড়দিন উদ্‌যাপন করে না।

সম্প্রতি, ডোরিয়ানের বয়স যখন পাঁচ বছর, তখন তাকে পুরো স্কুলের সামনে—প্রায় ৫০০ জন ছাত্র-ছাত্রীর সামনে—বাবা দিবস সম্বন্ধে সে কী মনে করে, সেই বিষয়ে কিছু বলার জন্য বলা হয়েছিল। সে বাইবেলের ইফিষীয় ৬:৪ পদের ওপর ভিত্তি করে “একজন বাবার দায়িত্বগুলো” এই বিষয়বস্তুর ওপর দশ মিনিটের একটা বক্তৃতা তৈরি করে। বক্তৃতার শেষে, সে বলেছিল, “বছরে একবার বাবা দিবস উদ্‌যাপন করার পরিবর্তে, ছেলেমেয়েদের উচিত প্রতিদিন তাদের বাবামাকে সম্মান করা ও তাদের বাধ্য থাকা।”

অল্পবয়সি ও বয়স্করা উভয়ে যাতে জনসাধারণ্যে কথা বলার ক্ষেত্রে উন্নতি করতে পারে, সেইজন্য ১৯৪৩ সালে ঐশিক পরিচর্যা বিদ্যালয় চালু হয়েছিল, যেটা যিহোবার সাক্ষিদের সাপ্তাহিক সভাগুলোর একটা হয়ে উঠেছে। তখন থেকে, এই বিদ্যালয় এমন বাইবেলভিত্তিক প্রশিক্ষণ জুগিয়ে এসেছে, যা সেইসমস্ত নির্দেশনা প্রদান করে থাকে, যে-নির্দেশনা সন্তানদের প্রদান করার জন্য বাবামাদের পরামর্শ দেওয়া হয়েছে।—হিতোপদেশ ২২:৬.

২০০৫ সালের নভেম্বর মাসে, জিমন নামে ছয় বছর বয়সি সুইজারল্যান্ডের এক ছোট্ট ছেলে, ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে তার প্রথম বাইবেল পাঠের কার্যভার পেয়েছিল। এর প্রায় এক বছর পর, যিহোবার সাক্ষিদের একটা বড় সম্মেলন কার্যক্রমে তার সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। আধ্যাত্মিক বিষয়গুলোর প্রতি সে কী ধরনের মনোভাব গড়ে তুলেছিল?

জিমন খ্রিস্টীয় সভাগুলোতে উপস্থিত থাকতে পছন্দ করে, যা সে এমনকি ক্লান্ত থাকলেও কোনো একটা সভা বাদ না দেওয়ার বিষয়ে তার প্রচেষ্টা থেকে পরিলক্ষিত হয়ে থাকে। অধিকন্তু, সে পরিবারের সদস্যদের সঙ্গে পরিচর্যায় অংশ নেয়। সে প্রতি মাসে, বিভিন্ন বয়সের লোকেদের কাছে ৩০ থেকে ৫০টি করে প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকা অর্পণ করে। এ ছাড়া, সে প্রায়ই বাইবেল সম্বন্ধে তার বাবার সঙ্গে আলোচনা করে, যিনি সাক্ষি নন আর তাকে পরিবারের সদস্যদের সঙ্গে সভাগুলোতে আসতে উৎসাহিত করে।

কোনো সন্দেহ নেই যে, যেসব বাবামামা তাদের ছেলেমেয়েকে “প্রভুর [“যিহোবার,” NW] শাসনে ও চেতনা প্রদানে” বড় করে তোলে, তারা অনেক আনন্দ লাভ করে, যখন তাদের ছেলেমেয়েরা সাড়া দেয় এবং ধার্মিকতার ফল উৎপন্ন করে।—ইফিষীয় ৬:৪; যাকোব ৩:১৭, ১৮. (g ৮/০৭)

[২৬ পৃষ্ঠার চিত্র]

স্কুলে ডোরিয়ান

[২৬ পৃষ্ঠার চিত্র]

কিংডম হলে জিমন