সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

উদাহরণের মাধ্যমে শিক্ষা দিন

উদাহরণের মাধ্যমে শিক্ষা দিন

পদক্ষেপ ৭

উদাহরণের মাধ্যমে শিক্ষা দিন

কেন এই পদক্ষেপ নেবেন? একজনের কাজের দ্বারা অন্যকে শিক্ষা দেওয়া যেতে পারে। কথা বেশির ভাগ সময়ই শুধু তথ্য প্রদান করে। উদাহরণস্বরূপ, বাবামা হয়তো তাদের সন্তানদের সম্মানপূর্ণ হতে ও সত্য কথা বলতে শিক্ষা দিয়ে থাকে। কিন্তু, সেই একই বাবামা যদি পরস্পরের সঙ্গে অথবা তাদের সন্তানদের সঙ্গে চিৎকার-চ্যাঁচামেচি করে এবং তাদের জন্য সুবিধাজনক নয় এমন দায়িত্বগুলো থেকে অব্যাহতি পাওয়ার জন্য মিথ্যা কথা বলে, তা হলে তারা তাদের সন্তানদের এই শিক্ষা দেয় যে, প্রাপ্তবয়স্কদের এভাবেই আচরণ করা উচিত। বাবামাদের অনুকরণ করা হল, “সবচেয়ে জোরালো উপায়গুলোর মধ্যে একটা, যে-উপায়ে সন্তানরা শিখে থাকে,” লেখক ড. সাল সিভিয়ার বলেন।

প্রতিদ্বন্দ্বিতা: বাবামারা অসিদ্ধ। “সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরব-বিহীন হইয়াছে,” প্রেরিত পৌল লিখেছিলেন। (রোমীয় ৩:২৩) আমাদের কথাবার্তাকে নিয়ন্ত্রণ করার বিষয়ে শিষ্য যাকোব লিখেছিলেন: “জিহ্বাকে দমন করিতে কোন মনুষ্যের সাধ্য নাই।” (যাকোব ৩:৮) অধিকন্তু, সন্তানদের পক্ষে একজন বাবা অথবা মায়ের ধৈর্যকে চরম সীমায় নিয়ে যাওয়া অসাধারণ বিষয় নয়। “আমি অবাক হয়ে যেতাম যে, কীভাবে আমার সন্তানরা আমাকে ক্রুদ্ধ করে তুলত,” দুই মেয়ের বাবা ল্যারি বলেন, যিনি সাধারণত শান্ত প্রকৃতির ও সংযমী ব্যক্তি।

সমাধান: সিদ্ধ নয় বরং উত্তম উদাহরণ স্থাপন করার আপ্রাণ চেষ্টা করুন। আর মাঝে মাঝে আপনারা যে-ভুলত্রুটি করেন, সেগুলোকে এক ইতিবাচক শিক্ষা দেওয়ার জন্য ব্যবহার করুন। “আমি যদি আমার সন্তানদের ওপর রেগে যেতাম অথবা এমন কোনো ভুল সিদ্ধান্ত নিতাম, যা তাদেরকে খারাপভাবে প্রভাবিত করত,” দুই মেয়ের বাবা ক্রিস বলেন, “তা হলে আমি আমার ভুল স্বীকার করে ক্ষমা চাইতাম। এটা আমার সন্তানদের শিক্ষা দিয়েছিল যে, বাবামাও ভুলত্রুটি করে থাকে আর তাই আমাদের প্রত্যেকের নিজেদের আচরণকে উন্নত করার জন্য প্রচেষ্টা করতে হবে।” পূর্বে উল্লেখিত কসটাস বলেন: “আমি দেখেছি যে, রেগে যাওয়ার পর আমি ক্ষমা চাই বলে আমার মেয়েরা যখন ভুল করে, তখন তারাও দুঃখিত বলতে শিখেছে।”

যিহোবা ঈশ্বর বলেন: “তোমরা আপন আপন সন্তানদিগকে ক্রুদ্ধ করিও না, বরং প্রভুর [“যিহোবার,” NW] শাসনে ও চেতনা প্রদানে তাহাদিগকে মানুষ করিয়া তুল।” (ইফিষীয় ৬:৪) কর্তৃত্বে থাকা কোনো ব্যক্তি যদি বলে এক আর করে আরেক, তা হলে সেটা প্রাপ্তবয়স্কদের যতটা ক্রুদ্ধ করে, সন্তানদেরও ঠিক ততটা অথবা তার চেয়েও বেশি ক্রুদ্ধ করে। তাই, রোজ দিনের শেষে নিজেকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন না কেন: সারাদিনে আমি যদি একটা কথাও না বলি, তা হলে আমার কাজগুলো থেকে আমার সন্তানরা কোন শিক্ষাগুলো শিখবে? আমি কি তাদের সঙ্গে কথা বলার সময় সেই একই শিক্ষাগুলো শেখানোর চেষ্টা করি? (g ৮/০৭)

[৯ পৃষ্ঠার ব্লার্ব]

“তুমি যে পরকে শিক্ষা দিতেছ, তুমি কি আপনাকে শিক্ষা দেও না?” —রোমীয় ২:২১

[৯ পৃষ্ঠার চিত্রগুলো]

কোনো বাবা অথবা মা যখন ক্ষমা চান, তখন একজন সন্তানও তা চাইতে শেখে